২৬,৫৭৫টি
সম্পাদনা
(১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8) |
(হেবিওয়েট > হেভিওয়েট (By FindAndReplace)) |
||
====WWE World Heavyweight Champion (2015-2016)====
[[সেথ রলিন্স]] ইঞ্জুরি হয়ে পড়লে তাকে
ডিসেম্বরের থেকে অ্যামব্রোস [[ডাব্লিউডাব্লিউই আন্তঃমাদেশীয় চ্যাম্পিয়ন]] [[কেভিন ওয়েন্স]] এর সাথে ফিউড শুরু করে। ডিসেম্বর ১৩ [[TLC: Table, Ladder & Chair]] পিপিভিতে অ্যামব্রোস ওয়েন্সকে হারিয়ে প্রথমবারের মতো [[ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন]] হয়। ডিসেম্বর ২২ [[স্ম্যাকডাউন]] এর একটি এপিসোডে অ্যামব্রোস তার টাইটেলটি [[ডল্ফ জিগলার]] এবং [[কেভিন ওয়েন্স]] এর সাথে সফলভাবে ডিফেন্স করে। জানুয়ারি ২৪ [[রয়্যাল রাম্বল]] পিপিভিতে একটি [[Last Man Standing]] ম্যাচে ওয়েন্সকে হারিয়ে আবারো তার টাইটেল রিটেইন করে। ওই পিপিভিতে তিনি রয়্যাল রাম্বল ম্যাচে অংশগ্রহণ করেন। কিন্তু [[ট্রিপল এইচ]] দ্বারা ২৯ নাম্বারে এলিমিনেট হন। অ্যামব্রোস জানান তিনি [[ফাস্টলেনে]] [[ওয়ার্ল্ড
এরপর ক্রিস জেরিকোর সাথে অ্যামব্রোস ফিউডে জড়ায়। এই ফিউড চলার সময় অ্যামব্রোস জেরিকোর $৫০০০০ এর লাইটিং জ্যাকেট ছিড়ে ফেলে। পড়ে এরকম লাইটওয়ালা জ্যাকেট উপহার দেয়। অ্যামব্রোস জেরিকোকে [[Asylum Match]] খেলার জন্য চ্যালেঞ্জ জানায়। মে ২২ [[এক্সট্রিম রুলস]] পিপিভিতে অ্যামব্রোস জেরিকোকে হারায়। এই ম্যাচের অ্যামব্রোস জেরিকোকে thumb backs এর উপর Dirty Deeds দিয়ে তাকে পিন করে।
মে ২৩ তারিখে অ্যামব্রোস জিগলারকে হারিয়ে [[মানি-ইন-দ্য-ব্যাংক]] এর জন্য উত্তীর্ণ হয়। জুন ১৯ তারিখে অ্যামব্রোস মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাকটি জিতে। ওই একই রাতেই সে
সেপ্টেম্বর ২০ তারিখে অ্যামব্রোস [[জন সিনা]]কে ক্লিনলি হারিয়ে দেয়। এটি ছিল সাত বছরে সিনার প্রথম ক্লিনলি হার।
|