রাপ্পা রায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bedangshullx (আলোচনা | অবদান)
সম্প্রসারণ, তথ্যসূত্র যোগ/সংশোধন
১ নং লাইন: ১ নং লাইন:
'''রাপ্পা রায়''' [[সুযোগ বন্দ্যোপাধ্যায়]] সৃষ্ট [[বাংলা]] সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি [[কমিকস্]] চরিত্র। রাপ্পা রায়ের প্রথম আত্মপ্রকাশ ২০০৬ সালের জানুয়ারি মাসে [[আনন্দমেলা]] পত্রিকায় [[রাপ্পা রায়ের কাণ্ড]] কমিকসের মধ্য দিয়ে। ছয় পর্বে সমাপ্ত হয় এই কমিকস্। এরপরে রাপ্পা রায়কে নিয়ে আরও দশটি কমিকস্ তৈরি করেন সুযোগ বন্দ্যোপাধ্যায়। গল্পগুলির কেন্দ্রীয় চরিত্রে রাপ্পা ছাড়াও আছেন রাপ্পার বদমেজাজি বাবা আর পুলিশের বড়কর্তা রাপ্পার কাকা। টানটান কাহিনি, মজাদার ঘটনার ঘনঘটা আর অলঙ্করণে রাপ্পা রায় বাঙালি পাঠকের কাছে ক্রমশ জনপ্রিয় কমিক্স।
'''রাপ্পা রায়''' [[সুযোগ বন্দ্যোপাধ্যায়]] সৃষ্ট [[বাংলা]] সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি [[কমিকস্]] চরিত্র। রাপ্পা রায়ের প্রথম আত্মপ্রকাশ ২০০৬ সালের জানুয়ারি মাসে [[আনন্দমেলা]] পত্রিকায় [[রাপ্পা রায়ের কাণ্ড]] কমিকসের মধ্য দিয়ে। ছয় পর্বে সমাপ্ত হয় এই কমিকস্। এরপরে রাপ্পা রায়কে নিয়ে আরও দশটি কমিকস্ তৈরি করেন সুযোগ বন্দ্যোপাধ্যায়। গল্পগুলির কেন্দ্রীয় চরিত্রে রাপ্পা ছাড়াও আছেন রাপ্পার বদমেজাজি বাবা আর পুলিশের বড়কর্তা রাপ্পার কাকা।এছাড়া, কয়েকটি গল্পে রাপ্পার অ্যাডভেঞ্চারের সঙ্গী হয়েছে তার বন্ধু টনি ও বিদেশী বন্ধু এল্ভিস। টানটান কাহিনি, মজাদার ঘটনার ঘনঘটা আর অলঙ্করণে রাপ্পা রায় বাঙালি পাঠকের কাছে ক্রমশ জনপ্রিয় কমিক্স।
{{Infobox character
{{Infobox character
| colour = #DEDEE2
| colour = #DEDEE2
৪৬ নং লাইন: ৪৬ নং লাইন:


==চরিত্র==
==চরিত্র==
আর্ট কলেজ থেকে পাশ করা রাপ্পা অনেকটা "বাঙালীর টিনটিন"।[[টিনটিন]]-এর মতোই নানা দুঃসাহসিক অভিযানে জেনেশুনে ঝাঁপিয়ে পড়াই রাপ্পা রায়ের স্বভাব। আর এই রাপ্পার এই কাজে প্রবল আপত্তি তার বাবার। কিন্তু প্রশ্রয় দেন রাপ্পার কাকা পুলিশের আইজি। তাই রাপ্পা প্রায়শই ঝামেলায় জড়িয়ে পড়ে কখনও বেনারস কখনও দার্জিলিং, আসামের জঙ্গল আবার কখনও কলকাতাতেই। রাপ্পা রায়ের কমিকস্ অঙ্কনের ক্ষেত্রেও সুযোগ বন্দ্যোপাধ্যায় অনুসরণ করেছেন টিনটিনের কমিকসের [[বেলজিয়ান]] ধাঁচ। রাপ্পার দুঃসাহসী আর বেপরোয়া মনোভাবের জন্যই তাকে ছোটো বড়ো নির্বিশেষে সকল পাঠক-পাঠিকারই পছন্দ।
আর্ট কলেজ থেকে পাশ করা ও বর্তমানে "দৈনিক জয়ধ্বজা' পত্রিকায় সাংবাদিকতায় কর্মরত রাপ্পা অনেকটা "বাঙালীর টিনটিন"।[[টিনটিন]]-এর মতোই নানা দুঃসাহসিক অভিযানে জেনেশুনে ঝাঁপিয়ে পড়াই রাপ্পা রায়ের স্বভাব। আর এই রাপ্পার এই কাজে প্রবল আপত্তি তার বাবার। কিন্তু প্রশ্রয় দেন রাপ্পার কাকা পুলিশের আইজি। তাই রাপ্পা প্রায়শই ঝামেলায় জড়িয়ে পড়ে কখনও বেনারস কখনও দার্জিলিং, আসামের জঙ্গল আবার কখনও কলকাতাতেই। কোন কোন ক্ষেত্রে তার এই অভিযানের সঙ্গী হয়েছে তার বন্ধু টনি। এই টনি চরিত্রটি গল্পে কমিক রিলফের জন্য সৃষ্ট। তার ফটোগ্রাফির প্রতি ধ্যানজ্ঞান ও সহজাত বুদ্ধির অভাবে ঘটানো নানান ঘটনা পাঠকদের মনে হাসির উদ্রেক করে। রাপ্পা রায়ের কমিকস্ অঙ্কনের ক্ষেত্রেও সুযোগ বন্দ্যোপাধ্যায় অনুসরণ করেছেন টিনটিনের কমিকসের [[বেলজিয়ান]] ধাঁচ। রাপ্পার দুঃসাহসী আর বেপরোয়া মনোভাবের জন্যই তাকে ছোটো বড়ো নির্বিশেষে সকল পাঠক-পাঠিকারই পছন্দ।


== গ্রন্থতালিকা ==
== গ্রন্থতালিকা ==

০৬:২৬, ২৪ জুন ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

রাপ্পা রায় সুযোগ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি কমিকস্ চরিত্র। রাপ্পা রায়ের প্রথম আত্মপ্রকাশ ২০০৬ সালের জানুয়ারি মাসে আনন্দমেলা পত্রিকায় রাপ্পা রায়ের কাণ্ড কমিকসের মধ্য দিয়ে। ছয় পর্বে সমাপ্ত হয় এই কমিকস্। এরপরে রাপ্পা রায়কে নিয়ে আরও দশটি কমিকস্ তৈরি করেন সুযোগ বন্দ্যোপাধ্যায়। গল্পগুলির কেন্দ্রীয় চরিত্রে রাপ্পা ছাড়াও আছেন রাপ্পার বদমেজাজি বাবা আর পুলিশের বড়কর্তা রাপ্পার কাকা।এছাড়া, কয়েকটি গল্পে রাপ্পার অ্যাডভেঞ্চারের সঙ্গী হয়েছে তার বন্ধু টনি ও বিদেশী বন্ধু এল্ভিস। টানটান কাহিনি, মজাদার ঘটনার ঘনঘটা আর অলঙ্করণে রাপ্পা রায় বাঙালি পাঠকের কাছে ক্রমশ জনপ্রিয় কমিক্স।

রাপ্পা রায়
'রাপ্পা রায়' চরিত্র
প্রথম উপস্থিতি২০০৬
স্রষ্টাসুযোগ বন্দ্যোপাধ্যায়
লিঙ্গপুরুষ
পেশাচিত্রকর
পরিবার১.বাবা ২.কাকা
জাতীয়তাভারতীয়

কমিকস্

রাপ্পা রায়ের সবকটি কমিকস্ই প্রথম প্রকাশিত হয় আনন্দমেলা পত্রিকায়। প্রথমদিকে অনিয়মিতভাবে প্রকাশিত হলেও ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে পূজাবার্ষিকী আনন্দমেলাতে প্রকাশিত হতে শুরু করে রাপ্পার অ্যাডভেঞ্চার। কয়েকটি কাহিনী আনন্দ পাবলিশার্স থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে।

  • রাপ্পা রায়ের কান্ড(২০০৬)
  • রাপ্পা রায় ও বাদামি চেয়ার(২০০৯)
  • বুলডোজার ও রাপ্পা রায় (২০১১)
  • জব্দ করবে রাপ্পা রায়(২০১২)
  • রাপ্পা যখন রায়বাহাদুর(২০১৩)
  • দার্জিলিঙে রাপ্পা রায়(২০১৪)
  • রাপ্পা@ফুলস্টপ ডট কম(২০১৫)
  • রাপ্পার ছোট্ট অ্যাডভেঞ্চার(২০১৬)
  • রাপ্পা রায় ও সোনার হরিণ(২০১৭)
  • এলভিসের হীরে(২০১৮)
  • গাড়ির গেরোয় রাপ্পা(২০১৯)
  • "স্টোরিলাইন(২০২০)"

চরিত্র

আর্ট কলেজ থেকে পাশ করা ও বর্তমানে "দৈনিক জয়ধ্বজা' পত্রিকায় সাংবাদিকতায় কর্মরত রাপ্পা অনেকটা "বাঙালীর টিনটিন"।টিনটিন-এর মতোই নানা দুঃসাহসিক অভিযানে জেনেশুনে ঝাঁপিয়ে পড়াই রাপ্পা রায়ের স্বভাব। আর এই রাপ্পার এই কাজে প্রবল আপত্তি তার বাবার। কিন্তু প্রশ্রয় দেন রাপ্পার কাকা পুলিশের আইজি। তাই রাপ্পা প্রায়শই ঝামেলায় জড়িয়ে পড়ে কখনও বেনারস কখনও দার্জিলিং, আসামের জঙ্গল আবার কখনও কলকাতাতেই। কোন কোন ক্ষেত্রে তার এই অভিযানের সঙ্গী হয়েছে তার বন্ধু টনি। এই টনি চরিত্রটি গল্পে কমিক রিলফের জন্য সৃষ্ট। তার ফটোগ্রাফির প্রতি ধ্যানজ্ঞান ও সহজাত বুদ্ধির অভাবে ঘটানো নানান ঘটনা পাঠকদের মনে হাসির উদ্রেক করে। রাপ্পা রায়ের কমিকস্ অঙ্কনের ক্ষেত্রেও সুযোগ বন্দ্যোপাধ্যায় অনুসরণ করেছেন টিনটিনের কমিকসের বেলজিয়ান ধাঁচ। রাপ্পার দুঃসাহসী আর বেপরোয়া মনোভাবের জন্যই তাকে ছোটো বড়ো নির্বিশেষে সকল পাঠক-পাঠিকারই পছন্দ।

গ্রন্থতালিকা

  • রাপ্পা রায় ও বাদামি চেয়ার আনন্দ পাবলিশার্স (২০১২) ISBN 9789350401873
  • দার্জিলিংয়ে রাপ্পা রায় আনন্দ পাবলিশার্স (২০১৫) ISBN 9789350405321

তথ্যসূত্র

  1. আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
  2. আনন্দমেলা,মে এবং জুন,২০০৬-ধূলোখেলা
  3. আনন্দমেলা পত্রিকা সংগ্রহ