উইকিপিডিয়া:কোনো ব্যক্তিগত আক্রমণ নয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
+
৭ নং লাইন: ৭ নং লাইন:
<div style="text-align: center; font-size: 18pt; line-height: 1em;"><font face="SolaimanLipi"><b>'''ব্যক্তিগত আক্রমণ-এর কোনো কারণ থাকতে পারে না।<br /> তাই ব্যক্তিগত আক্রমণ করবেন না।'''</b></font></div>
<div style="text-align: center; font-size: 18pt; line-height: 1em;"><font face="SolaimanLipi"><b>'''ব্যক্তিগত আক্রমণ-এর কোনো কারণ থাকতে পারে না।<br /> তাই ব্যক্তিগত আক্রমণ করবেন না।'''</b></font></div>


== কেন ব্যক্তিগত আক্রমণ ক্ষতিকর==
== কেনো ব্যক্তিগত আক্রমণ ক্ষতিকর==
বিভিন্ন সম্প্রদায় ও অঞ্চলের অবদানকারীরা উইকিপিডিয়ায় অবদান রাখেন, এবং তাঁদের লেখায় তাঁদের দর্শন ফুটে উঠতে পারে। এই দর্শনগুলো একটি নিবন্ধে সমন্বিত করা যেতে পারে, এবং এটি সবার জন্য আরো ভালো ও [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি|নিরপেক্ষ]] নিবন্ধ তৈরি করবে। যাঁরা এখানে নিবন্ধ সম্পাদনা করেন, তাঁরা সবাই একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত—আমরা সবাই [[উইকিপিডিয়া:উইকিপিডিয়ান|উইকিপিডিয়ান]]।
বিভিন্ন সম্প্রদায় ও অঞ্চলের অবদানকারীরা উইকিপিডিয়ায় অবদান রাখেন, এবং তাঁদের লেখায় তাঁদের দর্শন ফুটে উঠতে পারে। এই দর্শনগুলো একটি নিবন্ধে সমন্বিত করা যেতে পারে, এবং এটি সবার জন্য আরো ভালো ও [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি|নিরপেক্ষ]] নিবন্ধ তৈরি করবে। যাঁরা এখানে নিবন্ধ সম্পাদনা করেন, তাঁরা সবাই একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত—আমরা সবাই [[উইকিপিডিয়া:উইকিপিডিয়ান|উইকিপিডিয়ান]]।


ব্যক্তিগত আক্রমণের বিরূদ্ধে নীতিমালা সকল উইকিপিডিয়ানের জন্য প্রযোজ্য। যদি কোনো ব্যবহারকারী বোকামীমূলক আচরণ করেন, এমন কী যদি তাঁর বিরূদ্ধে অ্যাট্রিবিউশন কমিটির মাধ্যমে নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও থাকে, যেমন: তিনি অন্য কোনো ব্যবহারকারীকে আক্রমণ করেছেন—তবুও তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা রীতিবিরুদ্ধ। উইকিপিডিয়া একটি [[উইকিপিডিয়া:ভদ্রতা|হ্যাঁ-বোধক মানসিকতা সম্পন্ন অনলাইন সম্প্রদায়]]। মানুষ এখানে ভুল করবে, তবে তাঁদেরকে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পথ পরিবর্তনের জন্য উৎসাহ দিতে হবে। ব্যক্তিগত আক্রমণ এই স্পৃহার বিপরীতে অবস্থান করে এবং একই সাথে এটি উইকিপিডিয়ার কাজের পরিবেশ নষ্ট করে এর উন্নয়ন বাধাগ্রস্থ করে।
ব্যক্তিগত আক্রমণের বিরূদ্ধে নীতিমালা সকল উইকিপিডিয়ানের জন্য প্রযোজ্য। যদি কোনো ব্যবহারকারী বোকামীমূলক আচরণ করেন, এমন কী যদি তাঁর বিরূদ্ধে অ্যাট্রিবিউশন কমিটির মাধ্যমে নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও থাকে, যেমন: তিনি অন্য কোনো ব্যবহারকারীকে আক্রমণ করেছেন—তবুও তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা রীতিবিরুদ্ধ। উইকিপিডিয়া একটি [[উইকিপিডিয়া:ভদ্রতা|হ্যাঁ-বোধক মানসিকতা সম্পন্ন অনলাইন সম্প্রদায়]]। মানুষ এখানে ভুল করবে, তবে তাঁদেরকে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পথ পরিবর্তনের জন্য উৎসাহ দিতে হবে। ব্যক্তিগত আক্রমণ এই স্পৃহার বিপরীতে অবস্থান করে এবং একই সাথে এটি উইকিপিডিয়ার কাজের পরিবেশ নষ্ট করে এর উন্নয়ন বাধাগ্রস্থ করে।

==যেভাবে ব্যক্তিগত আক্রমণ এড়াবেন==
ভদ্রতা ও কার্যকরীতার জন্য, মন্তব্য কখনোই ব্যক্তিগতভাবে করা যাবে না। মন্তব্য মানুষে বদলে সরাসরি বিষয়বস্তু ও পদক্ষেপের প্রতি করতে হবে। যেখানে ''বিষয়বস্তুর ওপর মতানৈক্য'' দেখা যায়, সেখান অন্যান্য সম্পাদকের সূত্র টানা সবসময় ব্যক্তিগত আক্রমণের মধ্যে পড়ে না। উদাহরণস্বরূপ, যদি বলা হয় "''ক''-এর তথ্য অনুসারে ''খ''-এর ব্যাপারে আপনার দেওয়া তথ্য ভুল" অথবা, "যে অনুচ্ছেদটি আপনি নিবন্ধে যোগ করার ব্যাপারে উৎসাহী, সেটিকে [[উইকিপিডিয়া:কোনো মৌলিক গবেষণা নয়|মৌলিক গবেষণা]] মনে হচ্ছে", এগুলো ব্যক্তিগত আক্রমণের মধ্যে পড়ে না।


==ফলাফল==
==ফলাফল==

১৮:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০০৯ তারিখে সংশোধিত সংস্করণ

উইকিপিডিয়ার কোথাও কোনোরকম ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনার মন্তব্য বিষয়বস্তুর ওপর রাখুন, অবদানকারীর ওপরে নয়। উইকপিডিয়ায় কোনো তথ্য সম্বন্ধে মন্তব্য সবসময় স্বাগত, কিন্তু তথ্য-প্রদানকারী সম্বন্ধে নয়। ব্যক্তিগত আক্রমণ করে কোনো মত প্রতিষ্ঠা করা তো সম্ভব হয়-ই না, বরং উইকিপিডিয়া পরিবারের পক্ষে তা ক্ষতিকারক। এ ধরনের আক্রমণের ফলে ব্যবহারকারীরা উইকিপিডিয়াকে একটি ভাল বিশ্বকোষ বানানোর প্রচেষ্টা থেকে বিরত হতে পারেন।

করবেন না

ব্যক্তিগত আক্রমণ-এর কোনো কারণ থাকতে পারে না।
তাই ব্যক্তিগত আক্রমণ করবেন না।

কেনো ব্যক্তিগত আক্রমণ ক্ষতিকর

বিভিন্ন সম্প্রদায় ও অঞ্চলের অবদানকারীরা উইকিপিডিয়ায় অবদান রাখেন, এবং তাঁদের লেখায় তাঁদের দর্শন ফুটে উঠতে পারে। এই দর্শনগুলো একটি নিবন্ধে সমন্বিত করা যেতে পারে, এবং এটি সবার জন্য আরো ভালো ও নিরপেক্ষ নিবন্ধ তৈরি করবে। যাঁরা এখানে নিবন্ধ সম্পাদনা করেন, তাঁরা সবাই একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত—আমরা সবাই উইকিপিডিয়ান

ব্যক্তিগত আক্রমণের বিরূদ্ধে নীতিমালা সকল উইকিপিডিয়ানের জন্য প্রযোজ্য। যদি কোনো ব্যবহারকারী বোকামীমূলক আচরণ করেন, এমন কী যদি তাঁর বিরূদ্ধে অ্যাট্রিবিউশন কমিটির মাধ্যমে নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও থাকে, যেমন: তিনি অন্য কোনো ব্যবহারকারীকে আক্রমণ করেছেন—তবুও তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা রীতিবিরুদ্ধ। উইকিপিডিয়া একটি হ্যাঁ-বোধক মানসিকতা সম্পন্ন অনলাইন সম্প্রদায়। মানুষ এখানে ভুল করবে, তবে তাঁদেরকে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পথ পরিবর্তনের জন্য উৎসাহ দিতে হবে। ব্যক্তিগত আক্রমণ এই স্পৃহার বিপরীতে অবস্থান করে এবং একই সাথে এটি উইকিপিডিয়ার কাজের পরিবেশ নষ্ট করে এর উন্নয়ন বাধাগ্রস্থ করে।

যেভাবে ব্যক্তিগত আক্রমণ এড়াবেন

ভদ্রতা ও কার্যকরীতার জন্য, মন্তব্য কখনোই ব্যক্তিগতভাবে করা যাবে না। মন্তব্য মানুষে বদলে সরাসরি বিষয়বস্তু ও পদক্ষেপের প্রতি করতে হবে। যেখানে বিষয়বস্তুর ওপর মতানৈক্য দেখা যায়, সেখান অন্যান্য সম্পাদকের সূত্র টানা সবসময় ব্যক্তিগত আক্রমণের মধ্যে পড়ে না। উদাহরণস্বরূপ, যদি বলা হয় "-এর তথ্য অনুসারে -এর ব্যাপারে আপনার দেওয়া তথ্য ভুল" অথবা, "যে অনুচ্ছেদটি আপনি নিবন্ধে যোগ করার ব্যাপারে উৎসাহী, সেটিকে মৌলিক গবেষণা মনে হচ্ছে", এগুলো ব্যক্তিগত আক্রমণের মধ্যে পড়ে না।

ফলাফল

মনে রাখবেন আলোচনা পৃষ্ঠাতে বিবাদ ইন্টারনেটে যে কেউ দেখতে পারে। এরকম বিবাদ উইকিপিডিয়ার পক্ষে স্বাস্থ্যকর নয়। এর আগে বারবার ব্যক্তিগত আক্রমণ করার দোষে কোনো কোনো ব্যবহারকারী-কে ব্যান (ban) করাও হয়েছে।

উদাহরণ

কিছু ব্যক্তিগত আক্রমণের কিছু উদাহরণ হলঃ

  • সরাসরি কাউকে অভিযুক্ত করা, বিশেষত বারবার করলে।
  • নঞর্থক ব্যক্তিগত মন্তব্য ও "আমি তোমার থেকে ভাল" জাতীয় মন্তব্য, যথা, "আপনি কোনো কাজ ভালভাবে করতে পারেন না।"
  • জাতিগত, ধর্মীয়, লিঙ্গ-সম্পর্কিত বিদ্বেষমূলক মন্তব্য।
  • গালাগালি করা।
  • আইনি ব্যবস্থা নেওয়ার ভয় দেখানো।
  • দৈহিক ক্ষতি করার ভয় দেখানো।