ইসমাইল খালেদি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
রচনাশৈলী
১৬ নং লাইন: ১৬ নং লাইন:


তার ওই আত্মজীবনীতে ইসরাইলের বর্ণবৈষম্যের কথাও তুলে ধরেছেন। জেরুজালেমের<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://thedhakatimes.com/93021/why-jerusalem-is-a-holy-place-for-muslims/|শিরোনাম=জেরুজালেম কেনো মুসলমানদের জন্য পবিত্র স্থান|শেষাংশ=Times|প্রথমাংশ=The Dhaka|ওয়েবসাইট=The Dhaka Times|সংগ্রহের-তারিখ=2020-10-11}}</ref> কেন্দ্রীয় বাসস্টেশনে একবার তাকে এক নিরাপত্তা কর্মী কালো বলে লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন- এ কথাও তিনি লিখেছেন বইটিতে।
তার ওই আত্মজীবনীতে ইসরাইলের বর্ণবৈষম্যের কথাও তুলে ধরেছেন। জেরুজালেমের<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://thedhakatimes.com/93021/why-jerusalem-is-a-holy-place-for-muslims/|শিরোনাম=জেরুজালেম কেনো মুসলমানদের জন্য পবিত্র স্থান|শেষাংশ=Times|প্রথমাংশ=The Dhaka|ওয়েবসাইট=The Dhaka Times|সংগ্রহের-তারিখ=2020-10-11}}</ref> কেন্দ্রীয় বাসস্টেশনে একবার তাকে এক নিরাপত্তা কর্মী কালো বলে লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন- এ কথাও তিনি লিখেছেন বইটিতে।
<references />
[[বিষয়শ্রেণী:ইসরাইল]]
[[বিষয়শ্রেণী:রাষ্ট্রদূত]]
[[বিষয়শ্রেণী:মুসলিম]]
__FORCETOC__
__কোনসম্পাদনাঅনুচ্ছেদনয়__
__নির্ঘণ্ট__
__নতুন_অনুচ্ছেদের_সংযোগ__

১২:৪৪, ১২ অক্টোবর ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

 ইহুদী রাষ্ট্র ইসরাইল প্রথমবারের মত নিয়োগ পাওয়া মুসলিম রাষ্ট্রদূত   ইসমাইল খালেদি।বিশেষজ্ঞদের ধারণা, ইসরাইল[১] নিজেদের বর্ণবাদী অপবাদ ঘোচানোর জন্য প্রথমবারের মতো রাষ্ট্রদূত হিসেবে এক আরব বেদুইনকে নিয়োগ দিয়েছে। সম্প্রতি তাকে আফ্রিকার দেশ এরিত্রিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ইসরাইল।প্রচণ্ড মেধাবী এই মুসলিম রাষ্ট্রদূত উঠে এসেছেন মেষপালক গোত্র থেকে । কিন্তু এ পর্যন্ত আসতে অনেক কস্ট করতে হয়েছে ।ও

শৈশব জীবন

ইসমাইল খালেদি ১৯৭১ সালে  ইসরাইলের হাইফা [২]শহরের নিকটবর্তী গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি এগারো ভাইবোনের মধ্যে তৃতীয় । তিনি ৮ বছর বয়স পর্যন্ত বেদুইন তাবুতে থাকতেন । 

রাজনৈতিক জীবন

ক্ষমতাসীন লিকুদ পার্টির আস্থাভাজন এ আরব বেদুইন ২০০৪ সাল থেকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ পান। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো কনসোলেট এবং যুক্তরাজ্যের ইসরাইলি দূতাবাসেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ইসমাইল খালেদি।https://www.bd-pratidin.com/international-news/2020/07/28/552554[৩]

ইসমাইল খালেদি আরব বেদুইনদের অধিকার আন্দোলনে বরাবরই সরব ছিলেন। ২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, আরব বেদুইনদের তাদের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রয়োজনে ইসরাইলে বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া উচিৎ।

ইসমাইল খালেদি অত্যন্ত সৎ সাহসী এবং প্রতিবাদী একজন মানুষ। একজন কূটনীতিক হয়েও তার দেশের দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলতে পিছ পা হননি ইসমাইল খালেদি।

ইসরাইলের হাইফা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং তেলআবিব বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন খালেদি।

গত সপ্তাহে খালেদির 'অ্যা শেফার্ডস জার্নি: দ্যা স্টরি অফ ইসরাইলস ফার্স্ট বেদুইন ডিপ্লমেট' নামে একটি বই প্রকাশিত হয়। সেই বইয়ে বর্ণনা করা হয়েছে একজন মেষপালক থেকে গুরুত্বপূর্ণ কূটনীতিক হয়ে উঠার কথা।

তার ওই আত্মজীবনীতে ইসরাইলের বর্ণবৈষম্যের কথাও তুলে ধরেছেন। জেরুজালেমের[৪] কেন্দ্রীয় বাসস্টেশনে একবার তাকে এক নিরাপত্তা কর্মী কালো বলে লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন- এ কথাও তিনি লিখেছেন বইটিতে।

  1. "কেমন দেশ ইসরাইল"www.boishakhinews24.com (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-১৯। সংগ্রহের তারিখ ২০২০-১০-১১ 
  2. SEIDlER-FEllER, SHUlAMIT। "Ishmael Khaldi: A Bedouin, a Muslim And an Unlikely Israeli Diplomat"The Forward (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-১২ 
  3. "ইসমাইল খালেদি ইসরায়েলের প্রথম মুসলিম রাষ্ট্রদূত | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-১১ 
  4. Times, The Dhaka। "জেরুজালেম কেনো মুসলমানদের জন্য পবিত্র স্থান"The Dhaka Times। সংগ্রহের তারিখ ২০২০-১০-১১