অনু হাসান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মাধব পি (আলোচনা | অবদান)
মাধব পি (আলোচনা | অবদান)
১৬ নং লাইন: ১৬ নং লাইন:
অনুরাধার বাবার নাম ছিলো চন্দ্রহাসন, এই চন্দ্রহাসনের ভাই [[কমল হাসন]] তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতিমা অভিনেতা হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছিলেন। অনু তার বিদ্যালয়ের শিক্ষা সেন্ট জোসেফ এ্যাংলো ইন্ডিয়ান গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে শুরু করেছিলেন, এরপর তিনি আরএসকে হাইয়ার সেকেন্ডারি স্কুল এবং রাজস্থানের পিলানির বিরলা ইন্সটিটিউট অব টেকনোলজি এন্ড সাইন্স থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী নেন।<ref name="sandpaper.bitsaa.org"/><ref name="hindu.com"/>
অনুরাধার বাবার নাম ছিলো চন্দ্রহাসন, এই চন্দ্রহাসনের ভাই [[কমল হাসন]] তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতিমা অভিনেতা হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছিলেন। অনু তার বিদ্যালয়ের শিক্ষা সেন্ট জোসেফ এ্যাংলো ইন্ডিয়ান গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে শুরু করেছিলেন, এরপর তিনি আরএসকে হাইয়ার সেকেন্ডারি স্কুল এবং রাজস্থানের পিলানির বিরলা ইন্সটিটিউট অব টেকনোলজি এন্ড সাইন্স থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী নেন।<ref name="sandpaper.bitsaa.org"/><ref name="hindu.com"/>
==কর্মজীবন==
==কর্মজীবন==
২০০০ সালে অনুরাধা টেলিভিশনে তার কর্মজীবন শুরু করেছিলেন<ref name="goergo.in"/>, [[চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকরূণী]]র 'সিস্টার অব মাই হার্ট' উপন্যাস অবলম্বনে অনুরাধা 'আনবুল্লা স্নেগিদিয়ে' নাটকে অভিনয় করেছিলেন।<ref name="sandpaper.bitsaa.org"/> টেলিভিশন ধারাবাহিকটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো এবং এরপরে অনু আরো অনেক টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পান যেমনঃ 'আভান আভাল আভারগাল', 'আম্মাভুক্কু রেন্ডুলা রাগু' এবং 'বিবাহিতা', শেষোক্ত নাটকটি ছিলো মালয়ালাম ভাষার, অনু মালয়ালাম ভাষা না জানেলও তার সংলাপ তিনি নিজেই মুখস্ত বলেছিলেন এই নাটকে, এরপর অনু [[স্টার বিজয়]]ের 'কফি উইথ অনু' নামের একটি আলেখ্যানুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ পান, এটি ছিলো [[করণ জোহর]]ের 'কফি উইথ করণ'এর অনুকরণ। 'কফি উইথ অনু' ছিলো অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান এবং অনু পরে [[চেন্নাই]]তে একটি রেস্তোরাঁ খুলেছিলেন।<ref name="hindu.com"/>
২০০০ সালে অনুরাধা টেলিভিশনে তার কর্মজীবন শুরু করেছিলেন<ref name="goergo.in"/>, ঔপন্যাসিক [[চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকরূণী]]র 'সিস্টার অব মাই হার্ট' উপন্যাস অবলম্বনে অনুরাধা 'আনবুল্লা স্নেগিদিয়ে' নাটকে অভিনয় করেছিলেন।<ref name="sandpaper.bitsaa.org"/> টেলিভিশন ধারাবাহিকটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো এবং এরপরে অনু আরো অনেক টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পান যেমনঃ 'আভান আভাল আভারগাল', 'আম্মাভুক্কু রেন্ডুলা রাগু' এবং 'বিবাহিতা', শেষোক্ত নাটকটি ছিলো মালয়ালাম ভাষার, অনু মালয়ালাম ভাষা না জানেলও তার সংলাপ তিনি নিজেই মুখস্ত বলেছিলেন এই নাটকে, এরপর অনু [[স্টার বিজয়]]ের 'কফি উইথ অনু' নামের একটি আলেখ্যানুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ পান, এটি ছিলো [[করণ জোহর]]ের 'কফি উইথ করণ'এর অনুকরণ। 'কফি উইথ অনু' ছিলো অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান এবং অনু পরে [[চেন্নাই]]তে একটি রেস্তোরাঁ খুলেছিলেন।<ref name="hindu.com"/>


২০১৪ সালে অনু 'আস্ক হাউ ইন্ডিয়া' নামের একটি সামাজিক আন্দোলনে যোগ দেন এবং নিজে অনেক তথ্য চিত্র বানিয়েছিলেন সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে, যদিও অনুষ্ঠানটি ছিলো তামিলনাড়ু প্রদেশের।<ref>[http://timesofindia.indiatimes.com/city/bangalore/A-Tell-Me-How-for-Indian-citizens/articleshow/33303187.cms Video Series for Ask How India]</ref>
২০১৪ সালে অনু 'আস্ক হাউ ইন্ডিয়া' নামের একটি সামাজিক আন্দোলনে যোগ দেন এবং নিজে অনেক তথ্য চিত্র বানিয়েছিলেন সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে, যদিও অনুষ্ঠানটি ছিলো তামিলনাড়ু প্রদেশের।<ref>[http://timesofindia.indiatimes.com/city/bangalore/A-Tell-Me-How-for-Indian-citizens/articleshow/33303187.cms Video Series for Ask How India]</ref>

০০:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

অনু হাসান
জন্ম
অনুরাধা চন্দ্রহাসান

(1970-07-15) ১৫ জুলাই ১৯৭০ (বয়স ৫৩)
তামিলনাড়ু, ভারত
পেশাঅভিনেত্রী, উপস্থাপিকা, ব্যবসায়ী
আত্মীয়কামাল হাসান (চাচা)

অনুরাধা হাসান (তামিল: அனுராதா ஹாசன்; জন্মঃ ১৫ জুলাই ১৯৭০) যিনি অনু হাসান নামেই বেশি পরিচিত, ভারতের একজন তামিল অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপিকা। তিনি ১৯৯৫ সালের তামিল সিনেমা 'ইন্দিরা' এর মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন এবং এর পর বেশ কিছু সিনেমায় ছোটোখাটো ভূমিকায় অভিনয় করেছেন। তিনি তামিল টেলিভিশন চ্যানেল 'স্টার বিজয়'তে 'কফি উইথ অনু'তে উপস্থাপিকা হিসেবে কাজ করেন। তার বাবা চন্দ্রহাসান খ্যাতিমান অভিনেতা কামাল হাসান এর বড় ভাই।[১][২][৩]

পূর্ব জীবন

অনুরাধার বাবার নাম ছিলো চন্দ্রহাসন, এই চন্দ্রহাসনের ভাই কমল হাসন তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতিমা অভিনেতা হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছিলেন। অনু তার বিদ্যালয়ের শিক্ষা সেন্ট জোসেফ এ্যাংলো ইন্ডিয়ান গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে শুরু করেছিলেন, এরপর তিনি আরএসকে হাইয়ার সেকেন্ডারি স্কুল এবং রাজস্থানের পিলানির বিরলা ইন্সটিটিউট অব টেকনোলজি এন্ড সাইন্স থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী নেন।[১][২]

কর্মজীবন

২০০০ সালে অনুরাধা টেলিভিশনে তার কর্মজীবন শুরু করেছিলেন[৩], ঔপন্যাসিক চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকরূণীর 'সিস্টার অব মাই হার্ট' উপন্যাস অবলম্বনে অনুরাধা 'আনবুল্লা স্নেগিদিয়ে' নাটকে অভিনয় করেছিলেন।[১] টেলিভিশন ধারাবাহিকটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো এবং এরপরে অনু আরো অনেক টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পান যেমনঃ 'আভান আভাল আভারগাল', 'আম্মাভুক্কু রেন্ডুলা রাগু' এবং 'বিবাহিতা', শেষোক্ত নাটকটি ছিলো মালয়ালাম ভাষার, অনু মালয়ালাম ভাষা না জানেলও তার সংলাপ তিনি নিজেই মুখস্ত বলেছিলেন এই নাটকে, এরপর অনু স্টার বিজয়ের 'কফি উইথ অনু' নামের একটি আলেখ্যানুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ পান, এটি ছিলো করণ জোহরের 'কফি উইথ করণ'এর অনুকরণ। 'কফি উইথ অনু' ছিলো অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান এবং অনু পরে চেন্নাইতে একটি রেস্তোরাঁ খুলেছিলেন।[২]

২০১৪ সালে অনু 'আস্ক হাউ ইন্ডিয়া' নামের একটি সামাজিক আন্দোলনে যোগ দেন এবং নিজে অনেক তথ্য চিত্র বানিয়েছিলেন সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে, যদিও অনুষ্ঠানটি ছিলো তামিলনাড়ু প্রদেশের।[৪]

তথ্যসূত্র

  1. "Sandpaper - The BITSAA Magazine"। Sandpaper.bitsaa.org। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৭ 
  2. "Metro Plus Madurai / Profiles : Spreading fragrance everywhere"। The Hindu। ২০০৬-১২-১৬। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৭ 
  3. "Interview with Anu Hasan : Goergo"। Goergo.in। ২০১৩-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৭ 
  4. Video Series for Ask How India

বহিঃসংযোগ