ডুমুরিয়া উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

স্থানাঙ্ক: ২২°৪৮′১৩″ উত্তর ৮৯°২৫′১৮″ পূর্ব / ২২.৮০৩৬১° উত্তর ৮৯.৪২১৬৭° পূর্ব / 22.80361; 89.42167
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Md. Rafiqul Islam Ripon (আলোচনা | অবদান)
৩৭৪ নং লাইন: ৩৭৪ নং লাইন:
* [[নুরুল ইসলাম মানিক]], মুক্তিযোদ্ধা কমান্ডার
* [[নুরুল ইসলাম মানিক]], মুক্তিযোদ্ধা কমান্ডার
* ড. আইনুন নিশাত, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ
* ড. আইনুন নিশাত, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ
* মো. রফিকুল ইসলাম (রিপন), সম্পাদক /মহাসচিব : পার্লামেন্ট ওয়াচ
* মো. রফিকুল ইসলাম (রিপন), জন্ম: (২০ মার্চ, ১৯৭২)  বিশিষ্ট সাংবাদিক ও প্রতিষ্ঠাতা মহাসচিব, পার্লামেন্ট ওয়াচ
* ড. সন্দীপক মল্লিক, গবেষক ও পরিবেশবাদী
* ড. সন্দীপক মল্লিক, গবেষক ও পরিবেশবাদী
* [[ড. দিব্যদ্যুতি সরকার]], মুক্তিযুদ্ধের গবেষক
* [[ড. দিব্যদ্যুতি সরকার]], মুক্তিযুদ্ধের গবেষক

১৮:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

ডুমুরিয়া
উপজেলা
স্থানাঙ্ক: ২২°৪৮′১৩″ উত্তর ৮৯°২৫′১৮″ পূর্ব / ২২.৮০৩৬১° উত্তর ৮৯.৪২১৬৭° পূর্ব / 22.80361; 89.42167 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
সরকার
আয়তন
 • মোট৪৫৪.২৩ বর্গকিমি (১৭৫.৩৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৩,০৫,৬৭৫
 • জনঘনত্ব৬৭০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৫.৬৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ৪৭ ৩০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ডুমুরিয়া উপজেলা বাংলাদেশের খুলনা জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর খুলনা। এই জেলার ৯টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা ডুমুরিয়া। নদীমাতৃক ডুমুরিয়া উপজেলার আয়তন ৪৫৪.২৩ বর্গকিলোমিটার। অবস্থান: ২২°৩৯´ থেকে ২২°৫৬´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৫´ থেকে ৮৯°৩২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মনিরামপুর উপজেলা, অভয়নগর উপজেলা এবং ফুলতলা উপজেলা, দক্ষিণে বটিয়াঘাটা উপজেলাপাইকগাছা উপজেলা, পূর্বে খানজাহান আলী, খালিশপুর এবং সোনাডাঙ্গা থানা ও বটিয়াঘাটা উপজেলা, পশ্চিমে তালা উপজেলা, অভয়নগর উপজেলা, মনিরামপুর উপজেলা ও কেশবপুর উপজেলা। জলাশয় প্রধান নদী: শিবসা নদী ও সিংড়াইল। প্রধান বিল: বিল ডাকাতিয়া। প্রশাসন থানা গঠিত হয় ২৫ মার্চ ১৯১৮ এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।

প্রশাসনিক এলাকা

এই উপজেলার ইউনিয়নসমূহ হছে -

ইতিহাস

ডুমুরিয়ার ইতিহাস প্রাচীনতম। ধারনা করা হয় এ অঞ্চলটি পুন্ড্র এর অপভ্রংশ। পুন্ড্র সময়কালে এ অঞ্চলে বাগাদি ও বাছাড় নামে প্রধান দুটো জাতি বসবাস করতো। ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের মতে দশম শতকে এ অঞ্চল মূলত ভারত রাজার অধীনে ছিল। মধ্যযুগে আলাউদ্দিন শাহ এবং হযরত শেখ আফজাল এর মাধ্যমে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি এ অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।

জনসংখ্যার উপাত্ত

২০১৯ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৩,০৫,৬৭৫।

অর্থনীতি

চিংড়ি চাষ জীবিকার প্রধান উৎস। গলদা, বাগদা, হরিণা চিংড়ি চাষ হয় ঘেরে। আর ঘেরের আইলে চাষ হয় শীতকালীন সবজী, টমেটো, আলু, মটর, শীম, কুমড়ো, লাউ, শষা, করোলা, পটল ইত্যাদি। ইরি মৌসুমে প্রচুর ধান উৎপাদিত হয়। কৃষি নির্ভর অর্থনীতি ছাড়াও এখানে কুটির শিল্প বিদ্যমান। কুমোরেরা মাটির হাড়ি পাতিল, ফুলের টব তৈরি করে। জেলেরা মাছ ধরে আর জাল বুনে।

নদ-নদী

ডুমুরিয়া উপজেলায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী। এখানকার নদীগুলো হচ্ছে

  1. শিবসা নদী
  2. তেলিগঙ্গা-ঘেংরাইল নদী
  3. ঘনরাজ নদী।[২][৩],
  4. ভদ্রা নদী

প্রশাসনিক অঞ্চল

খুলনা জেলাধীন ইউনিয়ন পরিষদসমূহের তালিকা

ক্রঃনং উপজেলার নাম ইউনিয়নের নাম
1. রূপসা আইচগাতী
2. শ্রীফলতলা
3. নৈহাটি
4. টিএসবি
5. ঘাটভোগ
6. তেরখাদা তেরখাদ
7. ছাগলাদহ
8. বারাসাত
9. সাচিয়াগত
10. মধুপুর
11. আজগড়া
12. দিঘলিয়া দিঘলিয়া
13. সেনহাটি
14. গাজীরহাট
15. বারাকপুর
16. আড়ংঘাটা
17. যোগীপোল
18. ফুলতলা ফুলতলা
19. দামোদর
20. আটরা গিলাতলা
21. জামিরা
22. ডুমুরিয়া ডুমুরিয়া
23. মাগুরাঘোনা
24. ভান্ডারপাড়া
25. সাহস
26. রুদাঘরা
27. গুটুদিয়া
28. শোভনা
29. খর্ণিয়া
30. আটলিয়া
31. ধামালিয়া
32. মাগুরখালী
33. রঘুনাথপুর
34. রংপুর
35. শরাফপুর
36. বটিয়াঘাটা বটিয়াঘাটা
37. আমিরপুর
38. গঙ্গারামপুর
39. সুরখালী
40. ভান্ডারকোট
41. বলিয়াডাঙ্গা
42. জলমা
43. দাকোপ দাকোপ
44. বাজুয়া
45. কামারখোলা
46. তিলডাঙ্গা
47. সুতারখালী
48. লাউডোব
49. পানখালী
50. বানিশান্তা
51. কৈলাশগঞ্জ
52. পাইকগাছা হরিঢালী
53. গড়ইখালী
54. কপিলমুনি
55. লতা
56. দেলুটি
57. লস্কর
58. গদাইপুর
59. রাড়ুলী
60. চাঁদখালী
61. সোলাদানা
62. কয়রা কয়রা
63. মহারাজপুর
64. মহেশ্বরীপুর
65. উত্তর বেদকাশী
66. দক্ষিণ বেদকাশী
67. আমাদি
68. বাগালী

বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দর্শনীয় স্থান

চিত্রশালা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ডুমুরিয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৮৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯
  3. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৯। আইএসবিএন 984-70120-0436-4 

বহিঃসংযোগ