বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Tanvir (আলোচনা | অবদান)
সৃজন + চিত্র + উপবিষয়শ্রেণী + লেখা
 
Tanvir (আলোচনা | অবদান)
(কোনও পার্থক্য নেই)

১৩:৩৬, ১৭ আগস্ট ২০০৬ তারিখে সংশোধিত সংস্করণ

বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ

বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ (জন্ম ডিসেম্বর ৩০, ১৯৫০ আরহাস, ডেনমার্ক) হলেন একজন ডেনিশ কম্পিউটার বিজ্ঞানী এবং টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয় এর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ার অধ্যাপক। তিনি সি++ নামক প্রোগ্রামিং ভাষাটি উদ্ভাবণ করার জন্য সর্বাধিক পরিচিতি পেয়েছেন। ইংরেজীতে তাঁর নামের উচ্চারণ মোটামুটিভাবে এরকম "B-yar-ne Strov-stroop"[১]

স্ট্রোভস্ট্রুপ সি++ এর উদ্ভাবণ ও উন্নয়নে তাঁর অবদান সম্পর্কে বলেছেন, "সি++ উদ্ভাবণ করেছি, এর প্রথমদিককার সংজ্ঞাগুলি লিখেছি, এবং এটা সর্বপ্রথম বাস্তবায়ন করেছি... সি++ এর জন্য নির্মাণ শর্তাবলী নির্ধারণ করেছি, এর প্রধান সব সুবিধাগুলি যুক্ত করেছি এবং সি++ স্ট্যান্ডার্ড কমিটিতে বিস্তারিত প্রস্তাবনাগুলির সম্পাদনার কাজ করেছি।" স্ট্রোভস্ট্রুপ সি++ ভাষাটির উপর যে বইটি লিখেছেন, অনেকে সেটাকে এই বিষয়ের আদর্শ গ্রন্থ বলে বিবেচনা করে থাকেন। বর্তমানে তাঁর The C++ Programming Language বইটির তৃতীয় সংস্করণ চালু আছে। সি++ স্ট্যান্ডার্ড কমিটি কর্তৃক সম্পন্ন সি++ ভাষাটির সংস্কারসমূহের সাথে সামঞ্জস্য রেখে বইটা দু'দুবার পরিমার্জন করা হয়েছে।

স্ট্রোভস্ট্রুপ গণিত এবং কম্পিউটার বিজ্ঞানে ১৯৭৫ সালে ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয় থেকে ক্যান্ড. সায়েন্ট. ডিগ্রী (মাস্টার্স ডিগ্রী'র ডেনিশ নাম) অর্জন করেন। তিনি ১৯৭৯ সালে ইংল্যান্ডের ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন। আগে তিনি এটি এন্ড টি গবেষণাগার'র বৃহৎ মাত্রার প্রোগ্রামিং গবেষণা বিভাগের প্রধান হিসাবে এর সৃষ্টিলগ্ন থেকে ২০০২ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। বর্তমানে তিনি টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয়'র একজন অধ্যাপক এবং কম্পিউটার বিজ্ঞানের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং চেয়ারে আসীন আছেন।


প্রকাশিত গ্রন্থাবলী

বহিঃসংযোগসমূহ