আর্থার কেনেডি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

১৭:৩০, ৫ জানুয়ারি ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

জন আর্থার কেনেডি (ইংরেজি: John Arthur Kennedy; ১৭ ফেব্রুয়ারি ১৯১৪ - ৫ জানুয়ারি ১৯৯০) ছিলেন একজন মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। তিনি পার্শ্ব চরিত্রে তার অভিনয়ের বৈচিত্রতা এবং "মঞ্চে ব্যতিক্রমধর্মী স্বতঃস্ফূর্ত অভিনয়ের দক্ষতা"র জন্য পরিচিত।[১] তিনি ব্রডওয়ে মঞ্চে আর্থার মিলারের নাটকে অভিনয় করে বেশি সমাদৃত হয়েছেন। ১৯৪৯ সালে তিনি মিলারের ডেথ অব আ সেলসম্যান নাটকে অভিনয় করে শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা বিভাগে টনি পুরস্কার অর্জন করেন। তিনি চ্যাম্পিয়ন (১৯৪৯), ব্রাইট ভিক্টরি (১৯৫১), ট্রায়াল (১৯৫৫), পেটন প্লেস (১৯৫৭) এবং সাম কেম রানিং (১৯৫৮) চলচ্চিত্রে অভিনয় করে পাঁচটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ১৯৫৫ সালে ট্রায়াল ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

তথ্যসূত্র

  1. ম্যাকিনলি জুনিয়র, জেমস সি. (৭ জানুয়ারি ১৯৯০)। "Arthur Kennedy, Actor, 75, Dies; Was Versatile in Supporting Roles"। দ্য নিউ ইয়র্ক টাইমস। পৃ. ৩০।

বহিঃসংযোগ