রেফ ফাইঞ্জ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাতা তৈরি
 
Wakim32 রেইফ ফাইঞ্জ কে রেফ ফাইঞ্জ শিরোনামে স্থানান্তর করেছেন: বানান সংশোধন (রেইফ > রেফ)
(কোনও পার্থক্য নেই)

২১:১৫, ২১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে সংশোধিত সংস্করণ

রেইফ ফাইঞ্জ
Ralph Fiennes
২০১৩ সালে লন্ডন চলচ্চিত্র উৎসব-এ ফাইঞ্জ
জন্ম
রেইফ নাথানিয়েল টোইস্লেটন-ওয়িকহ্যাম-ফাইঞ্জ

(1962-12-22) ২২ ডিসেম্বর ১৯৬২ (বয়স ৬১)
ইপ্সউইচ, সাফোক, ইংল্যান্ড
জাতীয়তাইংরেজ
নাগরিকত্বযুক্তরাজ্য, সার্বিয়া
মাতৃশিক্ষায়তনরয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৮৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীআলেক্স কিংস্টন (বি. ১৯৯৩–১৯৯৭)
সঙ্গীফ্রান্সেস্কা অ্যানিস (১৯৯৫-২০০৬)
পিতা-মাতা
আত্মীয়
  • মার্থা ফাইঞ্জ (বোন)
  • ম্যাগনাস ফাইঞ্জ (ভাই)
  • সোফি ফাইঞ্জ (বোন)
  • জোসেফ ফাইঞ্জ (ভাই)
  • হিরো ফাইঞ্জ-টিফিন (ভাগ্নে)

রেইফ নাথানিয়েল টোইস্লেটন-ওয়িকহ্যাম-ফাইঞ্জ (ইংরেজি: Ralph Nathaniel Twisleton-Wykeham-Fiennes, /rf fnz/;[১] জন্ম: ২২শে ডিসেম্বর ১৯৬২) হলেন একজন ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

ফাইঞ্জ শিন্ডলার্স লিস্ট চলচ্চিত্রে নাৎসি যুদ্ধপরাধী আমন গ্যোট চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারে মনোনীত হন এবং শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার জিতেন। দি ইংলিশ পেশন্ট (১৯৯৬) চলচ্চিত্রে কাউন্ট আলমাসি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার, গোল্ডেন গ্লোববাফটার মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

ফাইঞ্জ ১৯৬২ সালের ২২শে ডিসেম্বর ইংল্যান্ডের সাফোকের ইপ্সউইচে জন্মগ্রহণ করেন। তার পিতা মার্ক ফাইঞ্জ (১৯৩৩-২০০৪) ছিলেন একজন কৃষক ও আলোকচিত্রী এবং মাতা জেনিফার ল্যাশ (১৯৩৮-১৯৯৩) ছিলেন একজন লেখিকা।[১] তিনি ইংরেজ, আইরিশ ও স্কটিশ বংশোদ্ভূত। তার বংশনাম ফাইঞ্জ এসেছে ফরাসি গ্রাম পাস-দ্য-কালাই থেকে। তার পিতামহ স্যার মরিস ফাইঞ্জ (১৯০৭-১৯৯৪) ছিলেন একজন শিল্পপতি এবং তার মাতামহ হেনরি আলিয়ন ল্যাশ ছিলেন ব্রিটিশ ব্রিগেডিয়ার।

ফাইঞ্জের ভাইবোনেরা হলেন পরিচালক মার্থা ফাইঞ্জ, সুরকার ম্যাগনাস ফাইঞ্জ, চলচ্চিত্র পরিচালক সোফি ফাইঞ্জ এবং জমজ দুই ভাই অভিনেতা জোসেফ ফাইঞ্জ ও পরিবেশ সংরক্ষণবাদী জ্যাকব ফাইঞ্জ।[২] তার ভাগ্নে হিরো ফাইঞ্জ-টিফিন একজন অভিনেতা।

তথ্যসূত্র

  1. "It's Raiph actually"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ১৪ নভেম্বর ১৯৯৯। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮ 
  2. "Ralph Fiennes Biography (1962-)"ফিল্ম রেফারেন্স। Advameg, Inc.। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮ 

বহিঃসংযোগ