শিবনাথ বন্দ্যোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরী হচ্ছে
 
বিষয়বস্তু যোগ
২ নং লাইন: ২ নং লাইন:


== প্রারম্ভিক জীবন ==
== প্রারম্ভিক জীবন ==
শিবনাথ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ ভারতে খুলনা জেকায় জন্মগ্রহন করেন, তার পিতার নাম ছিল দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়। ছোটবেলায় হুগলী জেলায় চলে আসেন। হুগলী মহসীন কলেজে পড়া শেষ করে কলকাতা বশ্ববিদ্যালয়ে এম এস সি পরেন গনিতে।


== বিপ্লবী কর্মকান্ড ==
== বিপ্লবী কর্মকান্ড ==
ভারতের স্বাধীনতা সংগ্রামে বৈদেশিক সোভেয়েত সাহায্য পাওয়ার চেষ্টায় তিনি ১৯২১ সালে সোভিয়েত রাশিয়া চলে যান আফগানিস্তানের ভেতর দিয়ে। এই সময় তিনি দীর্ঘ পথ পদব্রজে অতিক্রক করেছিলেন। ্মস্কোতে লেনিনের মরদেহ নিয়ে যেদিন শোক্মিছিল বের হয় সেইদিন তিনি সেখানে পোউছান ও মিছিলে যোগদান করেন। আফগান্সতানে থাকাকালীন সেখানকার হাবিবিয়া কলেজে বিজ্ঞানের অধ্যাপনা করতেন, রাজা আম্নুল্লার সাথে তার আলাপ হয়। কাবুলে অস্থায়ী ভারত সরকার গঠনে তিনি ছলেন অন্যপ্তম প্রধান স্থপতি। মস্কোতে থাকাকালীন প্রায় সব বলশেভিক নেতার সংস্পর্শে আসেন তিনি। মস্কো টয়লার্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।


== শ্রমিক আন্দলন ==
== শ্রমিক আন্দলন ==

১৭:৫৯, ২১ জানুয়ারি ২০১৮ তারিখে সংশোধিত সংস্করণ

শিবনাথ বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি শ্রমিক নেতা, স্বাধীনতা সংগ্রামী ও সোসালিস্ট ইন্টারন্যাশনালের সদস্য ছিলেন।

প্রারম্ভিক জীবন

শিবনাথ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ ভারতে খুলনা জেকায় জন্মগ্রহন করেন, তার পিতার নাম ছিল দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়। ছোটবেলায় হুগলী জেলায় চলে আসেন। হুগলী মহসীন কলেজে পড়া শেষ করে কলকাতা বশ্ববিদ্যালয়ে এম এস সি পরেন গনিতে।

বিপ্লবী কর্মকান্ড

ভারতের স্বাধীনতা সংগ্রামে বৈদেশিক সোভেয়েত সাহায্য পাওয়ার চেষ্টায় তিনি ১৯২১ সালে সোভিয়েত রাশিয়া চলে যান আফগানিস্তানের ভেতর দিয়ে। এই সময় তিনি দীর্ঘ পথ পদব্রজে অতিক্রক করেছিলেন। ্মস্কোতে লেনিনের মরদেহ নিয়ে যেদিন শোক্মিছিল বের হয় সেইদিন তিনি সেখানে পোউছান ও মিছিলে যোগদান করেন। আফগান্সতানে থাকাকালীন সেখানকার হাবিবিয়া কলেজে বিজ্ঞানের অধ্যাপনা করতেন, রাজা আম্নুল্লার সাথে তার আলাপ হয়। কাবুলে অস্থায়ী ভারত সরকার গঠনে তিনি ছলেন অন্যপ্তম প্রধান স্থপতি। মস্কোতে থাকাকালীন প্রায় সব বলশেভিক নেতার সংস্পর্শে আসেন তিনি। মস্কো টয়লার্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

শ্রমিক আন্দলন

তথ্যসূত্র