উইকিপিডিয়া:উইকিমিডিয়া আন্দোলনের কৌশল নির্ধারণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সাইন ও নতুন অনুচ্ছেদ
৬ নং লাইন: ৬ নং লাইন:
==টেকনোলোজী ভিত্তিক==
==টেকনোলোজী ভিত্তিক==
আমি চাই বাংলা উইকি হোক সঠিক তথ্য নির্ভর।জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করনে চাই আরো উৎসাহী নিবন্ধক।যারা বাংলা ভাষাকে আরো টেকনোলোজী ভিত্তিক করবে। <small><span class="autosigned">— [[ব্যবহারকারী:Rashu ahmed|Rashu ahmed]] ([[ব্যবহারকারী আলাপ:Rashu ahmed|আলাপ]] • [[Special:Contributions/Rashu ahmed|অবদান]]) এই [[উইকিপিডিয়া:স্বাক্ষর|স্বাক্ষরহীন]] মন্তব্যটি যোগ করেছেন।</span></small><!-- টেমপ্লেট:স্বাক্ষরবিহীন -->
আমি চাই বাংলা উইকি হোক সঠিক তথ্য নির্ভর।জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করনে চাই আরো উৎসাহী নিবন্ধক।যারা বাংলা ভাষাকে আরো টেকনোলোজী ভিত্তিক করবে। <small><span class="autosigned">— [[ব্যবহারকারী:Rashu ahmed|Rashu ahmed]] ([[ব্যবহারকারী আলাপ:Rashu ahmed|আলাপ]] • [[Special:Contributions/Rashu ahmed|অবদান]]) এই [[উইকিপিডিয়া:স্বাক্ষর|স্বাক্ষরহীন]] মন্তব্যটি যোগ করেছেন।</span></small><!-- টেমপ্লেট:স্বাক্ষরবিহীন -->

== নিজস্ব সংস্কৃতি, আচার নিজের মতো করে লিখতে হবে ==

উত্তর - ১: আঞ্চলিক রীতিনীতি, স্থানীয় তথ্যদি-কে গুরুত্ব দিতে হবে। নিজস্ব সংস্কৃতি, আচার ইত্যাদি তো নিজের মতো করে লিখতে হবে, শুধু পশ্চিমাদের অনুসরণ করলে তা বিশ্বকোষ হিসেবে সম্পূর্ণ হবে না।
নির্দিষ্ট তথ্য ও সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল বিষয়বস্তু অনুসন্ধান সম্পর্কে, নিবন্ধে সঠিক ও অধিক কীওয়ার্ড বা ব্যবহার করতে হবে। প্রচলিত বানানও খেয়াল করতে হবে যাতে নিবন্ধটি সহজে খুঁজে পাওয়া যায়।

উত্তর - ২: সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার হবে, সে বিষয়ে আমাদের হাত নেই। আর সেখানে পাওয়া তথ্য অনেকেই নির্ভরযোগ্য করে, এ বিষয়ে আমি একমত পোষণ করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই নিত্য নতুন বিষয়বস্তু আসতে থাকে এবং তা চলে যেতেও সময় লাগে না। এখানে একটি বিষয় লক্ষণীয় যে, উইকিপিডিয়ার নিবন্ধ খুব কমই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়। তাই উইকির নিবন্ধের নির্দিষ্ট কিছু লাইন বা একটি অনুচ্ছেদ আলাদা ভাবে শেয়ার করা গেলে, এর আবেদন বাড়বে ও মানুষজনেরও আগ্রহ বাড়বে।

উত্তর - ৩: হ্যাঁ, মৌখিক জ্ঞানকেও উইকিতে যুক্ত করা যেতে পারে, তবে তা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আর যেসব ক্ষেত্রে লিখিত মাধ্যম আছে, সেখানে মৌখিক জ্ঞান যুক্ত করা যাবে না। আমার মতে অল্প কিছু বিরল ও অপ্রচলিত জ্ঞানের ক্ষেত্রে মৌখিক জ্ঞানকে পরীক্ষামূলকভাবে যুক্ত করে দেখা যেতে পারে।

উত্তর - ৪: নির্ভরযোগ্য উৎস খুঁজে বের করার চেয়ে অনির্ভরযোগ্য উৎস খুঁজে বের করা জরুরী। কিছু ওয়েবসাইট বেশিরভাগ সময়েই ভুল তথ্য, সংবেদনশীল তথ্য ভুল ভাবে প্রকাশ করে থাকে। আমাদের সেসব উৎস চিহ্নিত করে কালো তালিকাভূক্ত করতে হবে।

০৫:৩১, ১৯ জুলাই ২০১৭ তারিখে সংশোধিত সংস্করণ


মতামতের পাতা
বাংলা সম্প্রদায়ের জন্য আলোচনা পাতা

কেন্দ্রীয় আলোচনা
মেটা উইকিতে ইংরেজি আলোচনা পাতা

আরও তথ্য
এই আলোচনার জন্য আরও যে তথ্যগুলো জানতে পারেন

এই পরিবর্তনশীল বিশ্বে আমাদের সম্প্রদায় ও বিষয়বস্তু কীভাবে খাপ খেতে পারে বলে মনে করেন? (তৃতীয় পর্বের আলোচনা)

আপনারা ইতিমধ্যেই জানেন গত ৩ মাস ব্যাপী উইকিমিডিয়ার ভবিষ্যৎ লক্ষ্য বা কৌশল কি হবে সেটি নির্ধারণী আলোচনা চলছে। ইতিমধ্যে আমাদের বাংলাসহ বিশ্বের বিভিন্ন সম্প্রদায় থেকে তাদের মতামত সংগ্রহ করা হয়েছে। একই সময়ে সম্প্রদায়ের বাইরে আমাদের পাঠক ও বিভিন্ন দেশের বিশেষজ্ঞ এবং গবেষকদের কাছ থেকেও মতামত সংগ্রহ করা হয়েছে। সবার মতামত নিয়ে কৌশলগত একটি দিকনির্দেশনার খসড়া প্রস্তুত করা হয়েছে। আপনি যদি এই খসড়ার সাথে একমত পোষণ করেন সেক্ষেত্রে এই পাতাতে বা মেটার আলোচনা পাতায় অপানার সমর্থন ব্যক্ত করতে পারেন। (পূর্বের আলোচনা পাবেন: সংগ্রহশালা পাতায়।)

টেকনোলোজী ভিত্তিক

আমি চাই বাংলা উইকি হোক সঠিক তথ্য নির্ভর।জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করনে চাই আরো উৎসাহী নিবন্ধক।যারা বাংলা ভাষাকে আরো টেকনোলোজী ভিত্তিক করবে। Rashu ahmed (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

নিজস্ব সংস্কৃতি, আচার নিজের মতো করে লিখতে হবে

উত্তর - ১: আঞ্চলিক রীতিনীতি, স্থানীয় তথ্যদি-কে গুরুত্ব দিতে হবে। নিজস্ব সংস্কৃতি, আচার ইত্যাদি তো নিজের মতো করে লিখতে হবে, শুধু পশ্চিমাদের অনুসরণ করলে তা বিশ্বকোষ হিসেবে সম্পূর্ণ হবে না। নির্দিষ্ট তথ্য ও সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল বিষয়বস্তু অনুসন্ধান সম্পর্কে, নিবন্ধে সঠিক ও অধিক কীওয়ার্ড বা ব্যবহার করতে হবে। প্রচলিত বানানও খেয়াল করতে হবে যাতে নিবন্ধটি সহজে খুঁজে পাওয়া যায়।

উত্তর - ২: সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার হবে, সে বিষয়ে আমাদের হাত নেই। আর সেখানে পাওয়া তথ্য অনেকেই নির্ভরযোগ্য করে, এ বিষয়ে আমি একমত পোষণ করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই নিত্য নতুন বিষয়বস্তু আসতে থাকে এবং তা চলে যেতেও সময় লাগে না। এখানে একটি বিষয় লক্ষণীয় যে, উইকিপিডিয়ার নিবন্ধ খুব কমই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়। তাই উইকির নিবন্ধের নির্দিষ্ট কিছু লাইন বা একটি অনুচ্ছেদ আলাদা ভাবে শেয়ার করা গেলে, এর আবেদন বাড়বে ও মানুষজনেরও আগ্রহ বাড়বে।

উত্তর - ৩: হ্যাঁ, মৌখিক জ্ঞানকেও উইকিতে যুক্ত করা যেতে পারে, তবে তা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আর যেসব ক্ষেত্রে লিখিত মাধ্যম আছে, সেখানে মৌখিক জ্ঞান যুক্ত করা যাবে না। আমার মতে অল্প কিছু বিরল ও অপ্রচলিত জ্ঞানের ক্ষেত্রে মৌখিক জ্ঞানকে পরীক্ষামূলকভাবে যুক্ত করে দেখা যেতে পারে।

উত্তর - ৪: নির্ভরযোগ্য উৎস খুঁজে বের করার চেয়ে অনির্ভরযোগ্য উৎস খুঁজে বের করা জরুরী। কিছু ওয়েবসাইট বেশিরভাগ সময়েই ভুল তথ্য, সংবেদনশীল তথ্য ভুল ভাবে প্রকাশ করে থাকে। আমাদের সেসব উৎস চিহ্নিত করে কালো তালিকাভূক্ত করতে হবে।