২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৫০ নং লাইন: ১৫০ নং লাইন:


{{DEFAULTSORT:ফিফা কনফেডারেশন্স কাপ ২০১৭}}
{{DEFAULTSORT:ফিফা কনফেডারেশন্স কাপ ২০১৭}}
[[বিষয়শ্রেণী:ফিফা কনফেডারেশন্স কাপ]]
[[বিষয়শ্রেণী:২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ]]

১৪:০৯, ১৮ জুন ২০১৭ তারিখে সংশোধিত সংস্করণ

২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ
Кубок конфедераций 2017
বিবরণ
স্বাগতিক দেশরাশিয়া
তারিখ১৭ জুন – ২ জুলাই ২০১৭
দল (৬টি কনফেডারেশন থেকে)
মাঠ (৪টি আয়োজক শহরে)
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা২ (ম্যাচ প্রতি ২টি)
দর্শক সংখ্যা৫০,২৫১ (ম্যাচ প্রতি ৫০,২৫১ জন)
শীর্ষ গোলদাতারাশিয়া ফ্যাদোর স্মোলভ (১ গোল)
২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণকারী দলসমূহ

২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ (ইংরেজি ভাষায়: 2017 FIFA Confederations Cup) হলো ১০ম ফিফা কনফেডারেশন্স কাপ, ফিফার দ্বারা আয়োজিত একটি চতুর্বষীয় আন্তর্জাতিক পুরুষ ফুটবল প্রতিযোগিতা। এটি ১৭ জুন হতে ২ জুলাই ২০১৭ পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত হবে।[১] এটি ২০১৮ ফিফা বিশ্বকাপের পূর্বে অনুষ্ঠিত সবচেয়ে বড় প্রতিযোগিতা। ব্রাজিল ফিফা কনফেডারেশন্স কাপের বর্তমান শিরোপাধারী দল।

অংশগ্রহণকারী দল

নিম্নোক্ত দলগুলো এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে।

দেশ কনফেডারেশন যোগ্যতা নির্ধারণ যোগ্যতা নির্ধারণের তারিখ এই প্রতিযোগিতায় পূর্ববর্তী অংশগ্রহণ,
 রাশিয়া উয়েফা ২০১৮ ফিফা বিশ্বকাপ স্বাগতিক ২ ডিসেম্বর ২০১০ ০ (অভিষেক)
 জার্মানি উয়েফা ২০১৪ ফিফা বিশ্বকাপ বিজয়ী ১৩ জুলাই ২০১৪ ২ (১৯৯৯, ২০০৫)
 অস্ট্রেলিয়া এএফসি ২০১৫ এএফসি এশিয়ান কাপ বিজয়ী ৩১ জানুয়ারী ২০১৫ ৩ (১৯৯৭, ২০০১, ২০০৫)
 চিলি কনমেবল ২০১৫ কোপা আমেরিকা বিজয়ী ৪ জুলাই ২০১৫ ০ (অভিষেক)
 মেক্সিকো কনকাকাফ ২০১৫ কনকাকাফ কাপ বিজয়ী ১০ অক্টোবর ২০১৫ ৬ (১৯৯৫, ১৯৯৭, ১৯৯৯, ২০০১, ২০০৫, ২০১৩)
 নিউজিল্যান্ড ওএফসি ২০১৬ ওএফসি নেশন্স কাপ বিজয়ী ১১ জুন ২০১৬ ৩ (১৯৯৯, ২০০৩, ২০০৯)
 পর্তুগাল উয়েফা উয়েফা ইউরো ২০১৬ বিজয়ী ১০ জুলাই ২০১৬ ০ (অভিষেক)
 ক্যামেরুন ক্যাফ ২০১৭ আফ্রিকা কাপ অফ নেশন্স বিজয়ী ৫ ফেব্রুয়ারী ২০১৭ ২ (২০০১, ২০০৩)
বোল্ড উক্ত বছরের চ্যাম্পিয়নকে নির্দেশ করে।
ইটালিক উক্ত বছরের স্বাগতিককে নির্দেশ করে।
2 অস্ট্রেলিয়ার পূর্বের সকল অংশগ্রহণ ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের চ্যাম্পিয়ন হিসেবে নির্ধারিত হয়েছে। এই বারই প্রথম তারা এশিয়াকে প্রতিনিধিত্ব করছে।

গ্রুপ পর্ব

প্রতিটি গ্রুপ হতে শীর্ষ দুটি দল সেমি-ফাইনালের জন্য অগ্রসর হবে। প্রতিটি গ্রুপে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হবে নিম্নোক্ত পদ্ধতি (প্রবিধান ধারা ৩২.৫) অনুসারে:[২]

  1. সকল গ্রুপ পর্বে প্রাপ্ত পয়েন্ট;
  2. সকল গ্রুপ পর্বে গোল পার্থক্য;
  3. সকল গ্রুপ পর্বে করা গোলের সংখ্যা;

যদি দুই বা ততোধিক দলের অবস্থান উপরোক্ত নিয়মে সমান হয়, তবে নিম্নোক্ত পদ্ধতিতে তাদের অবস্থান নির্ণয় করা হবে:

  1. সংশ্লিষ্ট দলগুলোর গ্রুপ পর্বে প্রাপ্ত পয়েন্ট;
  2. সংশ্লিষ্ট দলগুলোর গ্রুপ পর্বে গোল পার্থক্য;
  3. সংশ্লিষ্ট দলগুলোর গ্রুপ পর্বে করা গোলের সংখ্যা;
  4. ফেয়ার প্লে পয়েন্ট
    • প্রথম হলুদ কার্ড: ১ পয়েন্ট বিয়োগ;
    • পরোক্ষভাবে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড): ৩ পয়েন্ট বিয়োগ;
    • সরাসরি লাল কার্ড: ৪ পয়েন্ট বিয়োগ;
    • হলুদ কার্ড এবং সরাসরি লাল কার্ড: ৫ পয়েন্ট বিয়োগ;
  5. ফিফা আয়োজক কমিটি দ্বারা নির্ধারিত আরো অনেক।

নিম্নে সকল সময় রাশিয়ার মস্কো সময় অনুযায়ী,[৩]

গ্রুপ এ

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 পর্তুগাল +৫ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ
 মেক্সিকো +২
 রাশিয়া (H)
 নিউজিল্যান্ড −৭
২১ জুন ২০১৭ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা
(H) স্বাগতিক।

গ্রুপ বি

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 জার্মানি +৩ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ
 চিলি +২
 অস্ট্রেলিয়া −১
 ক্যামেরুন −৪
২২ জুন ২০১৭ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ফিফা

নকআউট পর্ব

নকআউট পর্বে, সম্পূর্ণ সময় শেষে যদি দুই দলের গোল সংখ্যা সমান থাকে তবে অতিরিক্ত সময় (দুই অর্ধে ১৫ মিনিত করে) দেওয়া হবে। এরপরও যদি গোল সংখ্যা সমান থাকে তবে পেনাল্টি শুট-আউট দ্বারা বিজয়ী নির্ধারণ করা হবে।[২]

সেমি-ফাইনাল

তৃতীয় স্থান নির্ধারণী

ফাইনাল

পরিসংখ্যান

গোলদাতাগণ

তথ্যসূত্র

  1. "Ethics: Executive Committee unanimously supports recommendation to publish report on 2018/2022 FIFA World Cup™ bidding process"। FIFA.com। ১৯ ডিসেম্বর ২০১৪। 
  2. "Regulations – FIFA Confederations Cup Russia 2017" (পিডিএফ)। FIFA.com। 
  3. "FIFA Confederations Cup Russia 2017 - Match Schedule" (পিডিএফ)। FIFA.com। 

বহিঃসংযোগ