চট্টগ্রাম সিটি কর্পোরেশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
৮৪ নং লাইন: ৮৪ নং লাইন:
সেপ্টেম্বর ১৬, ১৯৮২ সালে চট্টগ্রাম পৌরসভাকে চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়। এই সময়ে এর আওতাধীন এলাকা হয় সর্বমোট ৬০ বর্গমাইল। প্রশাসক হিসেবে নিযুক্ত হন ব্রিগেডিয়ার মফিজুর রহমান চৌধুরী।
সেপ্টেম্বর ১৬, ১৯৮২ সালে চট্টগ্রাম পৌরসভাকে চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়। এই সময়ে এর আওতাধীন এলাকা হয় সর্বমোট ৬০ বর্গমাইল। প্রশাসক হিসেবে নিযুক্ত হন ব্রিগেডিয়ার মফিজুর রহমান চৌধুরী।


জুলাই ৩১, ১৯৯০ সালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তিত করে ''চট্টগ্রাম সিটি কর্পোরেশন'' নামকরণ করা হয়। সরকার কর্তৃক মাহমুদুল ইসলাম চৌধুরীকে মেয়র নিযুক্ত করা হয়। পরবর্তিতে ১৯৯৪ সালের প্রথম নির্বাচন পর্যন্ত মীর মোহাম্মদ নাসির উদ্দীন মেয়র হিসেবে দ্বায়িত্ব পান। ১৯৯৪ সালের প্রথম নির্বাচনে [[এবিএম মহিউদ্দীন চৌধুরী]] মেয়র নির্বাচিত হন। ২০১০ সালের নির্বাচনে সর্বশেষ মেয়র নির্বাচিত হন [[মোহাম্মদ মনজুর আলম|এম মনজুর আলম]]।<ref name="ইতিহাস">{{cite web |url=http://ccc.org.bd/history |title=চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাস |date=২০১৫ |website=ccc.org.bd |publisher=চট্টগ্রাম সিটি কর্পোরেশন |accessdate=এপ্রিল ২৪, ২০১৫}}</ref> ২০১৫ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন [[আ জ ম নাছির উদ্দিন]]।<ref name="ekushey">{{cite web |url=http://ekushey-tv.com/chitagong/2015/04/28/চট্টগ্রামে-এক-লাখেরও-বেশ/ |title=চট্টগ্রামের নতুন নগর পিতা আ জ ম নাছির |author= |editor= |date=এপ্রিল ২৯, ২০১৫ |website=ekushey-tv.com |publisher=[[একুশে টেলিভিশন]] |accessdate=এপ্রিল ২৯, ২০১৫}}</ref>
জুলাই ৩১, ১৯৯০ সালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তিত করে ''চট্টগ্রাম সিটি কর্পোরেশন'' নামকরণ করা হয়। সরকার কর্তৃক মাহমুদুল ইসলাম চৌধুরীকে মেয়র নিযুক্ত করা হয়। পরবর্তিতে ১৯৯৪ সালের প্রথম নির্বাচন পর্যন্ত মীর মোহাম্মদ নাসির উদ্দীন মেয়র হিসেবে দ্বায়িত্ব পান। ১৯৯৪ সালের প্রথম নির্বাচনে [[এবিএম মহিউদ্দীন চৌধুরী]] মেয়র নির্বাচিত হন। ২০১০ সালের নির্বাচনে সর্বশেষ মেয়র নির্বাচিত হন [[মোহাম্মদ মনজুর আলম|এম মনজুর আলম]]।<ref name="ইতিহাস">{{ওয়েব উদ্ধৃতি |url=http://ccc.org.bd/history |title=চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাস |date=২০১৫ |website=ccc.org.bd |publisher=চট্টগ্রাম সিটি কর্পোরেশন |accessdate=এপ্রিল ২৪, ২০১৫}}</ref> ২০১৫ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন [[আ জ ম নাছির উদ্দিন]]।<ref name="ekushey">{{ওয়েব উদ্ধৃতি |url=http://ekushey-tv.com/chitagong/2015/04/28/চট্টগ্রামে-এক-লাখেরও-বেশ/ |title=চট্টগ্রামের নতুন নগর পিতা আ জ ম নাছির |author= |editor= |date=এপ্রিল ২৯, ২০১৫ |website=ekushey-tv.com |publisher=[[একুশে টেলিভিশন]] |accessdate=এপ্রিল ২৯, ২০১৫}}</ref>


== প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রদের তালিকা ==
== প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রদের তালিকা ==
২০২ নং লাইন: ২০২ নং লাইন:
* [http://portal.ccc.org.bd/ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইট]
* [http://portal.ccc.org.bd/ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইট]
== তথ্যসূত্র ==
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
{{Reflist}}


==বহিঃসংযোগ==
==বহিঃসংযোগ==

০৩:৩৬, ২২ মার্চ ২০১৭ তারিখে সংশোধিত সংস্করণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন
চট্টগ্রাম নগর ভবন
গঠিত৩১ জুলাই ১৯৯০ (1990-07-31)
ধরনপৌরসভা
সদরদপ্তরচট্টগ্রাম নগর ভবন
অবস্থান
দাপ্তরিক ভাষা
বাংলা
আ জ ম নাছির উদ্দিন
ওয়েবসাইটccc.org.bd

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) (ইংরেজি: Chittagong City Corporation) বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের স্থানীয় সরকার সংস্থা যা সার্বিকভাবে চট্টগ্রাম মহানগরীর পরিচালনের দায়িত্ব পালন করে থাকে। এই কর্পোরেশন চট্টগ্রাম শহরকে সর্বমোট ৪১টি ওয়ার্ডে বিভক্ত করেছে এবং প্রতিটি ওয়ার্ডে একজন নির্বাচিত কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত। প্রতি ৫ বছর অন্তর সরাসরি ভোটের মাধ্যমে একজন মেয়র এবং প্রতিটি ওয়ার্ডে একজন করে কাউন্সিলর নির্বাচন করা হয়। মেয়র সিটি কর্পোরেশনের কার্যনির্বাহী প্রধান হিসাবে দ্বায়িত্বপ্রাপ্ত। এছাড়াও একজন সরকারি কর্মকর্তা প্রেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ করেন। বর্তমান ভারপ্রাপ্ত মেয়র বা নগরপাল হলেন প্যানেল মেয়র ১ মোহাম্মদ হোসেন। মার্চ ২৭, ২০১৫ সালে প্রাক্তন মেয়র এম মনজুর আলম ক্ষমতা ছেড়ে দিলে প্যানেল মেয়র ১ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান।

ইতিহাস

জুন ২২, ১৮৬৩ সালে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি যাত্রা শুরু হয়। ১৯৮৪ সালে এর প্রশাসন ও কার্যক্রম পরিচালনার জন্য ১৮ জন কমিশনার সমন্বয়ে পরিষদ গঠন করা হয়। সেসময়ে চট্টগ্রাম শহরের সাড়ে চার বর্গমাইল এলাকা উক্ত মিউনিসিপ্যালিটির আওতাধীন ছিল। প্রথমে ৪টি ওয়ার্ডে মিউনিসিপ্যালিটি বিভক্ত থাকলেও ১৯১১ সালে এ, বি, সি, ডি এবং ই নামে ৫টি ওয়ার্ড সৃষ্টি করা হয়। জে, ডি, ওয়ার্ডে ছিলেন প্রথম প্রশাসক। খান বাহাদুর আবদুচ ছত্তার ছিলেন প্রথম নির্বাচিত চেয়ারম্যান। পরবর্তীতে ত্রিশ বছর ধরে চেয়ারম্যান ছিলেন নূর আহমদ।

জুন ২৯, ১৯৭৭ সালে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির নাম পরিবর্তিত করে চট্টগ্রাম পৌরসভা নামকরণ করা হয়। চট্টগ্রাম পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ফজল করিম। এই পৌরসভার কাজ ছিল শহুরেদের কাছ থেকে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির হোল্ডিং ও জেটি কর, গৃহায়ন কর, ভূমি কর এবং (১৮৯৬ সাল থেকে) পয়ঃনিষ্কাশন কর আদায় করা। ১৯০৬ সাল থেকে শুরু হয় ফেরি কর ও টোল কর আদায়। ১৯৫‌-৬ সালে কর আদায়ের সাফল্যের জন্য চট্টগ্রাম পৌরসভার প্রথম সরকারি অর্থ সাহায্যের জন্য সরকারি অর্থ সাহায্যের তালিকায় নথিভুক্ত হয়।

সেপ্টেম্বর ১৬, ১৯৮২ সালে চট্টগ্রাম পৌরসভাকে চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়। এই সময়ে এর আওতাধীন এলাকা হয় সর্বমোট ৬০ বর্গমাইল। প্রশাসক হিসেবে নিযুক্ত হন ব্রিগেডিয়ার মফিজুর রহমান চৌধুরী।

জুলাই ৩১, ১৯৯০ সালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তিত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নামকরণ করা হয়। সরকার কর্তৃক মাহমুদুল ইসলাম চৌধুরীকে মেয়র নিযুক্ত করা হয়। পরবর্তিতে ১৯৯৪ সালের প্রথম নির্বাচন পর্যন্ত মীর মোহাম্মদ নাসির উদ্দীন মেয়র হিসেবে দ্বায়িত্ব পান। ১৯৯৪ সালের প্রথম নির্বাচনে এবিএম মহিউদ্দীন চৌধুরী মেয়র নির্বাচিত হন। ২০১০ সালের নির্বাচনে সর্বশেষ মেয়র নির্বাচিত হন এম মনজুর আলম[১] ২০১৫ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন আ জ ম নাছির উদ্দিন[২]

প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রদের তালিকা

মিউনিসিপ্যালিটি (১৮৬৩)

  • জে ডি ওয়ার্ড (মনোনীত, প্রশাসক) সময়কাল- ১৮৬৪-১৮৬৭
  • কার্কউড (প্রশাসক) সময়কাল- ১৮৬৭-১৮৬৮
  • সি এ স্যামুয়েলস (প্রশাসক) সময়কাল- ১৮৬৮-১৮৭৮
  • এইচ টি এস কার্টন (প্রশাসক) সময়কাল ১৮৭৮-১৮৭৯
  • মি. সি. এ স্যামুয়েলসপ্রশাসক সময়কাল ১৮৭৯-১৮৮৪,
  • এ আর এস এন্ডারসন (প্রশাসক) সময়কাল- উল্লেখ নাই,
  • গুড (প্রশাসক) সময়কাল- উল্লেখ নাই,
  • কে. বি.আমান আলী (প্রথম মনোনীত চেয়ারম্যান) সময়কাল- ১৯১৬-১৯১৯,
  • খান বাহাদুর আবদুচ ছত্তার (প্রথম নির্বাচিত চেয়ারম্যান) সময়কাল- ১৯১৯-১৯২৯,
  • নূর আহমদ (চেয়ারম্যান) সময়কাল- ১৯২১-১৯৫৪,[৩]
  • রফিক উদ্দিন সিদ্দিকী (চেয়ারম্যান) সময়কাল- ১৯৫৫-১৯৫৮,
  • হাসান জহুর (সি.এস.পি.) (প্রশাসক) সময়কাল- ৩০-১০-৫৮ থেকে ১০-১১-৫৮,
  • এন.আই.খান (প্রশাসনিক অফিসার) সময়কাল- ১১-১১-৫৮ থেকে ১৬-০২-৫৯,
  • সামসুদ্দিন আহমদ (প্রশাসনিক অফিসার) সময়কাল- ১৭-০২-৫৯ থেকে ০১-১১-৬০,
  • লে. কর্নেল(অব) জহুরুল হাসান (চেয়ারম্যান ও প্রশাসক) সময়কাল- ১০-১১-৬০ থেকে ২৪-০১-৬৯,
  • এরশাত হোসেন (চেয়ারম্যান ও প্রশাসক) সময়কাল- ২৫-০১-৬৯ থেকে ২৫-০৩-৬৯
  • মোহাম্মদ আমজাদ (প্রশাসক) সময়কাল- ২৫-০৩-৬৯ থেকে ২২-০৪-৬৯
  • শরাফত উল্লাহ (চেয়ারম্যান ও প্রশাসক) সময়কাল- ২২-০৪-৬৯ থেকে ০৫-০২-৭২
  • মোহাম্মদ হোসাইন (ই.পি.সি.এস, প্রশাসক) সময়কাল- ০৫-০২-৭২ থেকে ০২-০৫-৭২
  • এ.এন.এম. জাহেদ (ই.পি.সি.এস, প্রশাসক) সময়কাল- ০২-০৫-৭২ থেকে ২৮-০৬-৭২
  • এনায়েত হোসেন (ই.পি.সি.এস, প্রশাসক) সময়কাল- ২৮-০৬-৭২ থেকে ২৫-০২-৭৪

পৌরসভা (উন্নীতকরণ ২৯-০৬-১৯৭৭)

  • ফজল করিম (নির্বাচিত চেয়ারম্যান) সময়কাল- ২৫-০২-৭৪ থেকে ২২-০৯-৮২,

মিউনিসিপ্যাল কর্পোরেশন (উন্নীতকরণ ১৬-০৯-১৯৮২)

  • ব্রিগেডিয়ার মফিজুর রহমান (প্রশাসক) সময়কাল- ২৩-০৯-৮২ থেকে ১৯-০৮-৮৬,
  • ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী (প্রশাসক) সময়কাল- ১২-০৮-৮৬ থেকে ১৬-০১-৮৭,
  • মোহাম্মদ সেকান্দর হোসেন মিয়া (প্রশাসক) সময়কাল- ১৭-০১-৮৭ থেকে ২৭-০৮-৮৮,
  • মাহমুদুল ইসলাম চৌধুরী (প্রশাসক) সময়কাল- ২৮-০৮-৮৮ থেকে ২৯-০৮-৮৯,
  • মাহমুদুল ইসলাম চৌধুরী (প্রথম মনোনীত মেয়র) সময়কাল- ৩০-০৯-৮৯ থেকে ০৪-১২-৯০,

সিটি কর্পোরেশন (উন্নীতকরণ ৩০-০৭-১৯৯০)

  • এম. এ. বারী (বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত মেয়র) সময়কাল- ১৩-১২-৯০ থেকে ১১-০৫-৯১,
  • মীর মো. নাসিরউদ্দিন (মনোনীত মেয়র) সময়কাল- ১২-০৫-৯১ থেকে ২০-১২-৯৩,
  • ওমর ফারুক (বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত প্রশাসক) সময়কাল- ২১-১২-৯৩ থেকে ১০-০৩-৯৪,
  • এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী (প্রথম নির্বাচিত মেয়র) সময়কাল- ১১-০৩-৯৪ থেকে ০১-০২-১০,
  • মোহাম্মদ মনজুর আলম (নির্বাচিত মেয়র) সময়কাল- ২০-০৬-১০ থেকে ২৭-০৩-১৫ পর্যন্ত।[৪]
  • আ জ ম নাছির উদ্দিন (নির্বাচিত মেয়র) সময়কাল-

ওয়ার্ডসমূহ

ওয়ার্ড ভিত্তিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মানচিত্র

থানাসমূহ

চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে ১৬টি থানা রয়েছে।[৫][৬]

== শিক্ষা কার্যক্রম ==স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কম্পিউটার ইন্সটিটিউট, কিন্টারগাটেন,ফোরকানিয়া মাদরাসা। স্কাই : ১.আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ।

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. "চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাস"ccc.org.bd। চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২০১৫। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৫ 
  2. "চট্টগ্রামের নতুন নগর পিতা আ জ ম নাছির"ekushey-tv.comএকুশে টেলিভিশন। এপ্রিল ২৯, ২০১৫। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৫ 
  3. দৈনিক আজাদী, ২৭শে জুন ২০১৩
  4. দৈনিক আজাদী, ২৪শে জুন ২০১৩
  5. দৈনিক আজাদী
  6. বিডিনিউজ২৪

বহিঃসংযোগ