১২,৫২৫টি
সম্পাদনা
Ashiq Shawon (আলোচনা | অবদান) অ (মান-সম্মত অবয়বে আনয়ন) |
|||
[[হযরত আয়েশা (রাঃ)]] থেকে বর্ণিত আছে, রসূলুল্লাহ্ (সাঃ)- এর উপর জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং
যে কাজটি করেননি, তাও করেছেন বলে অনুভব করতেন। একদিন তিনি হযরত আয়েশা (রাঃ)-কে বললেনঃ আমার রোগটা কি, আল্লাহ্ তা'আলা তা আমাকে বলে দিয়েছেন। (স্বপ্নে) দুব্যক্তি আমার কাছে আসল এবং একজন শিয়রের কাছে ও অন্যজন পায়ের কাছে বসে গেল। শিয়রের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্য জনকে বলল, তাঁর অসুখটা কি? অন্যজন বললঃ ইনি জাদুগ্রস্ত। প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলঃ কে জাদু করেছে? উত্তর হল, ইহুদীদের মিত্র মুনাফিক লবীদ ইবনে আ'সাম জাদু করেছে। আবার প্রশ্ন হলঃ কি বস্তুতে জাদু করেছে? উত্তর হল, একটি চিরুনীতে। আবার প্রশ্ন হল, চিরুনীটি কোথায়? উত্তর হল, খেজুর ফলের আবরণীতে 'বির যরোয়ান' কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। অতঃপর রসূলুল্লাহ্ (সাঃ) সে কূপে গেলেন এবং বললেনঃ স্বপ্নে আমাকে এই কূপই দেখানো হয়েছে। অতঃপর চিরুনীটি সেখান থেকে বের করে আনলেন।<ref name="বোখারী শরীফ">সহীহ্ বোখারী শরীফ।</ref>
== আয়াতসমূহ ==
:'''قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ
:১. ''' ১.) বলো, আশ্রয় চাচ্ছি আমি প্রভাতের রবের,
:'''مِن شَرِّ مَا خَلَقَ
:২. ''' এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন।
:'''وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
:৩. ''' এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে, যখন তা ছেয়ে যায়।
:'''وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلۡعُقَدِ
:৪. ''' আর গিরায় ফুঁৎকারদানকারীদের (বা কারিনীদের) অনিষ্টকারিতা থেকে।
:'''وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
:৫. ''' এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে, যখন সে হিংসা করে।
== বিষয়বস্তুর বিবরণ ==
|