হরিশংকর জলদাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎শিক্ষাজীবন: টাইপো ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
→‎শিক্ষাজীবন: টাইপো ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
৩১ নং লাইন: ৩১ নং লাইন:
== শিক্ষাজীবন ==
== শিক্ষাজীবন ==
গ্রাম থেকে দুই মাইল দূরে ''আদাবস্যার'' নামে পরিচিত দেবেন্দ্রলাল দে এর পাঠশালায় প্রাথমিক শিক্ষা দিয়ে শিক্ষাজীবনের শুরু
গ্রাম থেকে দুই মাইল দূরে ''আদাবস্যার'' নামে পরিচিত দেবেন্দ্রলাল দে এর পাঠশালায় প্রাথমিক শিক্ষা দিয়ে শিক্ষাজীবনের শুরু
তিনি [[পতেঙ্গা উচ্চবিদ্যালয় | পতেঙ্গা উচ্চবিদ্যালয়ে]] [[১৯৬৬]] সালে ভর্তি হয়ে ষষ্ঠ থেকে দশন শ্রেণী পর্যন্ত অধ্যায়ন করে [[১৯৭১]] (পরীক্ষা হয় ১৯৭২ সালে) সালে [[এসএসসি]] পাশ করেন। এরপর [[চট্টগ্রাম কলেজ]] ও [[চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে]] পড়াশোনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তিনি ‘নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্ত জনজীবন’ বিষয়ে গবেষণা করে ১৯৮২ সালে [[পিএইচডি]] ডিগ্রি লাভ করেন।
তিনি [[পতেঙ্গা উচ্চবিদ্যালয় | পতেঙ্গা উচ্চবিদ্যালয়ে]] [[১৯৬৬]] সালে ভর্তি হয়ে ষষ্ঠ থেকে দশন শ্রেণী পর্যন্ত অধ্যায়ন করে [[১৯৭১]] (পরীক্ষা হয় ১৯৭২ সালে) সালে [[এসএসসি]] পাশ করেন। এরপর [[চট্টগ্রাম কলেজ]] ও [[চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে]] পড়াশোনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তিনি ‘নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্ত জনজীবন’ বিষয়ে গবেষণা করে ১৯৮২ সালে [[পিএইচডি]] ডিগ্রি লাভ করেন। <ref> [কৈবর্তকথা - হরিশংকর জলদাস।] </ref>


== ব্যক্তিগত ও কর্মজীবন ==
== ব্যক্তিগত ও কর্মজীবন ==

১৬:১৪, ১৬ নভেম্বর ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ

হরিশংকর জলদাস
পেশাঔপন্যাসিক, ছোটগল্পকার
জাতীয়তাবাংলাদেশী
উল্লেখযোগ্য পুরস্কারপ্রথম আলো বর্ষসেরা বই

হরিশংকর জলদাস (জন্ম: ১২ অক্টোবর, ১৯৫৫) বাংলাদেশের একজন বিখ্যাত ঔপন্যাসিক। তিনি অনেকগুলো উপন্যাস লিখেছেন। ১৪১৬ বাংলা সনে তিনি সৃজনশীল শাখায় প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার]] পেয়েছেন।[১]

তার লেখায় মূলত প্রাধান্য পেয়েছে জেলেজীবন এবং তাদের সংগ্রামের গল্প।

প্রারম্ভিক জীবন

তিনি ১৯৫৫ সালের ১২ই অক্টোবরে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা গ্রামের জেলে পল্লিতে জন্ম গ্রহণ করেন।

সেই গ্রামে থেকে পাঠশালায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। সেই জেলেপাড়ার প্রথম হাইস্কুল পড়ুয়া মানুষ হলেন তিনি। পিতা যুধিষ্ঠির জলদাস ছিলেন জেলে। বড় পরিবারের পুরো খরচ চলত বাবার আয়ে। বংশের প্রথম শিক্ষিত বানাবার স্বপ্ন দেখে যুধিষ্ঠির তাকে স্কুলে পাঠান। শৈশবে পরিবারের অভাব মেটাতে প্রাইমারি স্কুলের মাস্টার হবার স্বপ্ন দেখতেন বর্তমান বাংলার অধ্যাপক ড.হরিশংকর জলদাস।

শৈশব এবং কৈশোরের পুরোটা কাটিয়েছেন পতেঙ্গার এক কৈবর্তপাড়ায়।

শিক্ষাজীবন

গ্রাম থেকে দুই মাইল দূরে আদাবস্যার নামে পরিচিত দেবেন্দ্রলাল দে এর পাঠশালায় প্রাথমিক শিক্ষা দিয়ে শিক্ষাজীবনের শুরু তিনি পতেঙ্গা উচ্চবিদ্যালয়ে ১৯৬৬ সালে ভর্তি হয়ে ষষ্ঠ থেকে দশন শ্রেণী পর্যন্ত অধ্যায়ন করে ১৯৭১ (পরীক্ষা হয় ১৯৭২ সালে) সালে এসএসসি পাশ করেন। এরপর চট্টগ্রাম কলেজচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তিনি ‘নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্ত জনজীবন’ বিষয়ে গবেষণা করে ১৯৮২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। [২]

ব্যক্তিগত ও কর্মজীবন

হরিশংকর জলদাস পেশাগত জীবনে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান।

সাহিত্যিক জীবন

সন্মাননা

১৪১৬ বঙ্গাব্দের প্রথম আলো বর্ষসেরা পুরষ্কার বিজয়ী হরিশংকর জলদাস - সর্বডানে

১৪১৬ বাংলা সনে তাঁর দহনকাল উপন্যাসটিকে প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার প্রদান করা হয়।[৩]

গ্রন্থতালিকা

উপন্যাস

  • কসবি(২০১১)
  • রাম গোলাম(২০১২)
  • মহীথর
  • জলপুত্র
  • মোহনা

প্রবন্ধ

  • লোকবাদক বিনয়বাঁশি (২০০৪)
  • ধীবরজীবনকথা (২০০১)
  • কবি অদ্বৈত মল্লবর্মণ এবং (২০০২)
  • ছোটগল্পে নিম্নবর্গ ও অন্যান্য প্রসঙ্গ (২০০২)
  • বাংলা সাহিত্যের নানা অনুষঙ্গ (২০১২)

আত্মজীবনী

  • কৈবর্তকথা (২০০৯)
  • নিজের সঙ্গে দেখা (২০১২)

গল্প

  • লুচ্চা(২০১২)
  • জলদাসীর গল্প

বিবিধ প্রকাশনা

  • রাম গোলাম, হরিশংকর জলদাস,প্রথমা প্রকাশন, গ্রন্থমেলা ২০১২ , মূল্য ৩২০
  • বাংলা সাহিত্যের নানা অনুষঙ্গ, হরিশংকর জলদাস,রোদেলা প্রকাশনী, গ্রন্থমেলা ২০১২, মূল্য ২০০
  • নিজের সঙ্গে দেখা, হরিশংকর জলদাস,মাওলা ব্রাদার্স, গ্রন্থমেলা ২০১২, মূল্য ১৫০
  • লুচ্চা, হরিশংকর জলদাস,শুদ্ধস্বর, গ্রন্থমেলা ২০১২, মূল্য ১৫০
  • কসবি, হরিশংকর জলদাস,শুদ্ধস্বর,গ্রন্থমেলা ২০১১,মূল্য ২২৫

তথ্যসূত্র

  1. প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৬। পুরস্কার পেল দহনকালবাংলাদেশের গণসংগীত। তারিখ ০৮-০১-২০১১
  2. [কৈবর্তকথা - হরিশংকর জলদাস।]
  3. প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৬

বহিঃসংযোগ