ব্যবহারকারী আলাপ:Raihan Musfiq: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Raihan Musfiq (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Raihan Musfiq (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৫৩ নং লাইন: ৫৩ নং লাইন:
কবিতার পঙ্কক্তি সাজাতে চাই।
কবিতার পঙ্কক্তি সাজাতে চাই।


.
.
.
.
.
.


'''মোঃ মুশফিকুজ্জামান রায়হান'''
'''মোঃ মুশফিকুজ্জামান রায়হান'''


১১/০২/২০১৫
১১/০২/২০১৫
.


.
.

.
.

.
.

.
.

.
.
.


৯৮ নং লাইন: ১০৪ নং লাইন:


কোন খোরাক আছে জীবন চালাবার?
কোন খোরাক আছে জীবন চালাবার?
.
.
.
.
.
.


'''মোঃ মুশফিকুজ্জামান রায়হান'''
'''মোঃ মুশফিকুজ্জামান রায়হান'''

১৩:০১, ৩ নভেম্বর ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ

কবি আর কবিতা

আমি পেশাদার কবি নই,

হতেও চাইনা কখনো।

আমার ভিতর যে ক্ষীণ কবিত্বের

বীজ আছে তা তুমি কেনো?

আমিও জানতাম না কখনো-

যদি ভালবাসতে আমায়।

তোমার অবহেলা, ব্যস্ততার ছলে

এড়িয়ে চলা,

আর চরম নিষ্ঠুরতা আমার

কবিতার জন্য দায়ী।

ভালবাসা দিয়ে তাজমহল তৈরি হয়,

তিক্ত রসে ভরা কবির সন্তান

কাব্য হয়না।

আমার কাব্যিক কথা গুলোর

আক্ষরিক জন্মদাতা হয়তো আমি,

কিন্তু তুমিই এদের পরোক্ষ শ্রষ্ঠা।

যার কাছে ভালবাসা পাইনি

পেয়েছি কাব্য চর্চার অনুপ্রেরণা।

ভালবাসা পাইনি তাতে কী?

কষ্ট হয়না একটুও!

একপাক্ষিক ভাল তো বেসেছি!

তোমার নিষ্ঠুরতা এত মধুর লাগে যে

আমি বারবার তোমার নিষ্ঠুরতার

শিকার হতে চাই।

তোমার নিষ্ঠুরতার কালি দিয়েই

কবিতার পঙ্কক্তি সাজাতে চাই।

       .
       .
       .
       .

মোঃ মুশফিকুজ্জামান রায়হান

১১/০২/২০১৫ .

.

.

.

.

.

অলস আমি

দুম,দুম করে হৃৎপিন্ডটা,

সিস্টোল ডায়াস্টোল করছে অবিরত।

সময়টা অলস কেটে যায়,

মুল্যহীন উদ্ভট চিন্তায়।

প্রতিটি স্বর্গীয় সকাল পার হয়ে যায়

কাঁথা মুড়ি দিয়ে বিছানায়।

কখনো বা ঝড়ো সন্ধায় বিছানায় পড়ে থাকি

সমরেশের ‘কালবেলা ‘ কিংবা

সুনীলের কোনো কল্পকাহিনী নিয়ে।

কিছুতেই সুন্দর সময় গুলোকে কাজে লাগাতে পারিনা আমি।

কোনো কাজে মন বসাতে পারিনা ঠিক মতো।

হুমায়ুনের ‘ হিমু রিমান্ডে ‘ ভালো লাগে তবু বারবার।

এমনি করে অলস সময় করে পার,

কি লাভ আছে?

কোন খোরাক আছে জীবন চালাবার?

                 .
                 .
                 . 
                 .

মোঃ মুশফিকুজ্জামান রায়হান