২৪ অক্টোবর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Reverted good faith edits by 27.131.15.249 (talk). (TW)
৪৩ নং লাইন: ৪৩ নং লাইন:
* [[১৮৯৯]] - [[ফেরহাত আব্বাস]], [[আলজেরিয়া|আলজেরীয়]] রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।
* [[১৮৯৯]] - [[ফেরহাত আব্বাস]], [[আলজেরিয়া|আলজেরীয়]] রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।
* [[১৯০৬]] - রাশিয়ান গণিতবীদ আলেকজান্ডার জেলফন্ড।
* [[১৯০৬]] - রাশিয়ান গণিতবীদ আলেকজান্ডার জেলফন্ড।
* [[১৯২৯]] - [[শামসুর রাহমান]], প্রখ্যাত [[বাংলাদেশ|বাংলাদেশী]] কবি।
* [[১৯৩০]] - [[Malaysia|মালায়শিয়ার]] বাদশাহ সুলতান আহমাদ শাহ।
* [[১৯৩০]] - [[Malaysia|মালায়শিয়ার]] বাদশাহ সুলতান আহমাদ শাহ।
* [[১৯৩২]] - নোবেল পদক প্রাপ্ত [[কানাডা|কানাডিয়ান]] অর্থনীতিবীদ রবার্ট মান্ডেল।
* [[১৯৩২]] - নোবেল পদক প্রাপ্ত [[কানাডা|কানাডিয়ান]] অর্থনীতিবীদ রবার্ট মান্ডেল।
* [[১৯৭৬]] - [[India|ভারতীয়]] অভিনেত্রী মল্লিকা শারাওয়াত।
* [[১৯৮১]] - [[India|ভারতীয়]] অভিনেত্রী মল্লিকা শারাওয়াত।
* [[১৯৮৫]] - [[English|ইংরেজ]] [[ফুটবল]] খেলোয়ার [[Wayne Rooney|ওয়েন রুনী]]।
* [[১৯৮৫]] - [[English|ইংরেজ]] [[ফুটবল]] খেলোয়ার [[Wayne Rooney|ওয়েন রুনী]]।
* [[১৯৮৬]] - [[English|ইংরেজ]] [[ফুটবল]] খেলোয়ার জন রুডি।
* [[১৯৮৬]] - [[English|ইংরেজ]] [[ফুটবল]] খেলোয়ার জন রুডি।

১৬:১৫, ২৪ অক্টোবর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

২৪ অক্টোবর গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৭ তম (অধিবর্ষে ২৯৮ তম) দিন।

ঘটনাবলী

  • ৬৯ - দানিয়ুব সেনবাহিনীর সেনাপতি অ্যান্টনিয়াস প্রিমিয়াসের অধিনে বেদ্রিয়াকামের দ্বিতীয় যুদ্ধ,তিঁনি ভেস্পেসিয়ানের অনুগত হন। তাঁর সেনাবাহিনী সম্রাট ভিটেলিয়াসের বাহিনীকে পরাজিত করে।
  • ১১৪৭ - চার মাস অবরধের পর ক্রুসেডার সৈন্যদের নেতৃত্ত্ব নেন আফনসো হেনরিকস্,লিসবন পুনরদ্ধার করেন।
  • ১২৬০ - ফ্রান্সের রাজা নবম লুইসের উপস্থিতিতে চারট্রেসের গির্জা উৎসর্গ করা হয়।যা বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।
  • ১২৬০ - মিশিরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুয কে গোপনে খুন করা হয় ।
  • ১৩৬০ - দ্বিতীয় রয়ানক কলনির গভর্নর জন হোয়াইট তার সঙ্গীদের খুঁজে না পেয়ে ব্যার্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন।
  • ১৬৪৮ - ত্রিশ বছর যুদ্ধের পর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৭৯৫ - পোল্যান্ড-লিথুনিয়ান কমনওয়েলথ অস্ট্রিয়া,প্রুশিয়া এবং রাশিয়া এই তিনটি ভাগে বিভক্ত হয়।
  • ১৮১২ - নেপলিয়ানের যুদ্ধঃ গোলাগোলি ক্রমশ মালয়ারস্লাভেতস হতে মস্কোর সন্নিকটে সরে আসে।
  • ১৮৫৭ - ইংল্যান্ডের শিফিল্ড শহরে পৃথিবীর সর্বপ্রথম ফুটবল ক্লাব,শিফিল্ড এফ. সি প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬১ - বিশ্বের প্রথম এ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়।
  • ১৯০১ - এ্যানি এডিসন টেইলর,একটি পিপার ভিতরে করে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রাতন পার হন।
  • ১৯১১ - অভরিল রাইট্ তাঁর আবিস্কৃত উরজাহাজে করে নর্থ ক্যারলিনাআর আকাশে নয় মিনিট পাঁচল্লিশ সেকেন্ড ভেসে বেরান।
  • ১৯১২ - প্রথম বল্কান যুদ্ধঃ সার্বিয়ানদের বিজয়ের মাধ্যমে কুমানোভের যুদ্ধের অবসান ঘটে।
  • ১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্র-ইতালিয়ান কাপরেতোর সম্মুখ যুদ্ধ শুরু।
  • ১৯৩১ - জর্জ ওয়াশিংটন ব্রীজ জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়।
  • ১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধঃ লেয়ট গালফ যুদ্ধে জাপানের যুদ্ধবিমান যুইকাকু এবং মুসাশি নামের একটি যুদ্ধজাহাজ ডুবে যায়।
  • ১৯৪৫ - জাতিসংঘের যাত্রা শুরু।
  • ১৯৪৬ - ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।
  • ১৯৪৭ - ওয়াল্ট ডিজনী "হাউস আন-আমেরিকান এ্যাক্টিভিটিস কমিটী" দৃঢ়ভাবে সমর্থন করেন।
  • ১৯৫৪ - ডুইট ডি. আইসেনহাওয়ার আমেরিকার পক্ষে সাওথ ভিয়েতনামের সমর্থন করেন।
  • ১৯৫৭ - আমেরিকান বিমানবাহিনী সামরিক ব্যাবহারে জন্য "X-২০ ডায়না-সয়ার " কর্মসুচী চালু করে।
  • ১৯৬৪ - যুক্তরাজ্য থেকে উত্তর রোডেশিয়া স্বাধিনতা অর্জন করে।
  • ১৯৮৪ - চালু হল কলকাতা মেট্রো
  • ১৯৮৬ - হিথরোতে বোমাহামলার জন্য নেযার হিন্দাওয়ি কে ৪৫ বছর কারাবাসের আদেশ দেয় ব্রিটিশ কোর্ট।
  • ২০০৩ - কনকর্ডের সর্বশেষ ফ্লাইট।
  • ২০০৫ - ওইয়িলমা নামক হারিকেনটি ফ্লোরিডায় ভূমিধসের সৃষ্টি করে যার ফলে প্রায় ২০.৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।
  • ২০০৮ - "ব্লাডি ফ্রাইডে", এইদিন বিশ্ব অর্থনীতিতে ইতিহাসের সবচেয়ে বড় ধ্বস নামে। শেয়ারবাজারের সূচক প্রায় ১০% পর্যন্ত নেমে যায়।

জন্ম

মৃত্যু

  • ১২৬০ - মিশরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুয।
  • ১৫৩৭ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী জেন সেইমুর।
  • ২০০১ - জার্মান নিও নাৎসী হারম্যান গ্যাভিরিয়া।

ছুটি ও অন্যান্য

বহি:সংযোগ