জ্যোতিপ্রসাদ আগরওয়ালা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন: ১ নং লাইন:
'''জ্যোতিপ্রসাদ আগরয়ালা''' (ইংরাজী:Jyotiprasad Agarwala;অসমীয়া: জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা) ভারতের অসম রাজ্যের বিখ্যাত গীতকার, নাট্যকার, লেখক ও চলচিত্র নির্মাতা ছিলেন । তিনি অসমীয়া ভাষায় কবিতা, নাটক, প্রবন্ধ, সমালোচনা ও শিশুসাহিত্য রচনা করে অসমীয়া সাহিত্যে যথেষ্ট অবদান রেখেছেন। অসমীয়া সাহিত্যে যথেষ্ট আবদান থাকার জন্য জ্যোতিপ্রসাদ আগরয়ালাকে “রুপকোয়র” আখ্যা দেওয়া হয়েছে। ১৯৩৫ সনে তিনি প্রথম অসমীয়া চলচিত্র “জয়মতী” নির্মান করেছিলেন। ১৯৫১ সনের ১৭ জানুয়ারি তিনি কর্কট রোগে মৃত্যুবরন করেন। জ্যোতিপ্রসাদ আগরয়ালার মৃত্যুদিন ১৭ জানুয়ারি অসমে শিল্পী দিবস হিসেবে পালন করা হয়।
'''জ্যোতিপ্রসাদ আগরয়ালা''' (ইংরাজী:Jyotiprasad Agarwala;অসমীয়া: জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা) ভারতের অসম রাজ্যের বিখ্যাত গীতকার, নাট্যকার, লেখক ও চলচিত্র নির্মাতা ছিলেন । তিনি অসমীয়া ভাষায় কবিতা, নাটক, প্রবন্ধ, সমালোচনা ও শিশুসাহিত্য রচনা করে অসমীয়া সাহিত্যে যথেষ্ট অবদান রেখেছেন। অসমীয়া সাহিত্যে যথেষ্ট আবদান থাকার জন্য জ্যোতিপ্রসাদ আগরয়ালাকে “রুপকোয়র” আখ্যা দেওয়া হয়েছে। ১৯৩৫ সনে তিনি প্রথম অসমীয়া চলচিত্র “জয়মতী” নির্মান করেছিলেন। ১৯৫১ সনের ১৭ জানুয়ারি তিনি কর্কট রোগে মৃত্যুবরন করেন। জ্যোতিপ্রসাদ আগরয়ালার মৃত্যুদিন ১৭ জানুয়ারি অসমে শিল্পী দিবস হিসেবে পালন করা হয়।
==জন্ম==
==জন্ম==
১৯০৩ সনের ৩ জুনে উজনী অসমের ডিব্রুগড় জিলার অন্তর্গত তামোলবারী ছা্হ বাগিচায় জ্যোতিপ্রসাদ আগরয়ালার জন্ম হয়েছিল। জ্যোতিপ্রসাদ আগরয়ালার পিতার নাম পরমানন্দ আগরয়ালা ও মাতার নাম কিরনময়ী আগরয়ালা। চন্দ্রকুমার আগরয়ালা সমন্ধে কাকা ছিলেন। আগরয়ালার পুর্বপুরুষ নবরংগরাম ১৮১১ সনে রাজস্থান থেকে অসমে এসেছিলেন।
১৯০৩ সনের ৩ জুনে উজনী অসমের ডিব্রুগড় জেলার অন্তর্গত তামোলবারী চা বাগিচায় জ্যোতিপ্রসাদ আগরয়ালার জন্ম হয়েছিল। জ্যোতিপ্রসাদ আগরয়ালার পিতার নাম পরমানন্দ আগরয়ালা ও মাতার নাম কিরনময়ী আগরয়ালা। চন্দ্রকুমার আগরয়ালা সমন্ধে কাকা ছিলেন। আগরয়ালার পুর্বপুরুষ নবরংগরাম ১৮১১ সনে রাজস্থান থেকে অসমে এসেছিলেন।
==শিক্ষা==
==শিক্ষা==
অসম ও কলকতার বিভিন্ন স্থানের থেকে শিক্ষা লাভ করার পর ১৯২১ সনে দ্বিতীয় বিভাগে মেট্রিকুলেশনে উর্ত্তীন হন। ১৯২৬ সনে জ্যোতিপ্রসাদে অর্থনীতিতে উচ্চ শিক্ষার জন্য এডিনবার্গে যান কিন্তু ১৯৩০ সনে শিক্ষা শেষ না করে তিনি অসমে ঘুড়ে আসেন। ফিরে আসার পথে তিনি জার্মানী থেকে চলচিত্র নির্মানের প্রশিক্ষন নিয়েছিলেন।
অসম ও কলকতার বিভিন্ন স্থানের থেকে শিক্ষা লাভ করার পর ১৯২১ সনে দ্বিতীয় বিভাগে মেট্রিকুলেশনে উর্ত্তীন হন। ১৯২৬ সনে জ্যোতিপ্রসাদে অর্থনীতিতে উচ্চ শিক্ষার জন্য এডিনবার্গে যান কিন্তু ১৯৩০ সনে শিক্ষা শেষ না করে তিনি অসমে ঘুড়ে আসেন। ফিরে আসার পথে তিনি জার্মানী থেকে চলচিত্র নির্মানের প্রশিক্ষন নিয়েছিলেন।

০৬:৫৬, ১৩ জুন ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ

জ্যোতিপ্রসাদ আগরয়ালা (ইংরাজী:Jyotiprasad Agarwala;অসমীয়া: জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা) ভারতের অসম রাজ্যের বিখ্যাত গীতকার, নাট্যকার, লেখক ও চলচিত্র নির্মাতা ছিলেন । তিনি অসমীয়া ভাষায় কবিতা, নাটক, প্রবন্ধ, সমালোচনা ও শিশুসাহিত্য রচনা করে অসমীয়া সাহিত্যে যথেষ্ট অবদান রেখেছেন। অসমীয়া সাহিত্যে যথেষ্ট আবদান থাকার জন্য জ্যোতিপ্রসাদ আগরয়ালাকে “রুপকোয়র” আখ্যা দেওয়া হয়েছে। ১৯৩৫ সনে তিনি প্রথম অসমীয়া চলচিত্র “জয়মতী” নির্মান করেছিলেন। ১৯৫১ সনের ১৭ জানুয়ারি তিনি কর্কট রোগে মৃত্যুবরন করেন। জ্যোতিপ্রসাদ আগরয়ালার মৃত্যুদিন ১৭ জানুয়ারি অসমে শিল্পী দিবস হিসেবে পালন করা হয়।

জন্ম

১৯০৩ সনের ৩ জুনে উজনী অসমের ডিব্রুগড় জেলার অন্তর্গত তামোলবারী চা বাগিচায় জ্যোতিপ্রসাদ আগরয়ালার জন্ম হয়েছিল। জ্যোতিপ্রসাদ আগরয়ালার পিতার নাম পরমানন্দ আগরয়ালা ও মাতার নাম কিরনময়ী আগরয়ালা। চন্দ্রকুমার আগরয়ালা সমন্ধে কাকা ছিলেন। আগরয়ালার পুর্বপুরুষ নবরংগরাম ১৮১১ সনে রাজস্থান থেকে অসমে এসেছিলেন।

শিক্ষা

অসম ও কলকতার বিভিন্ন স্থানের থেকে শিক্ষা লাভ করার পর ১৯২১ সনে দ্বিতীয় বিভাগে মেট্রিকুলেশনে উর্ত্তীন হন। ১৯২৬ সনে জ্যোতিপ্রসাদে অর্থনীতিতে উচ্চ শিক্ষার জন্য এডিনবার্গে যান কিন্তু ১৯৩০ সনে শিক্ষা শেষ না করে তিনি অসমে ঘুড়ে আসেন। ফিরে আসার পথে তিনি জার্মানী থেকে চলচিত্র নির্মানের প্রশিক্ষন নিয়েছিলেন।

অন্যান্য

শিক্ষা ত্যাগ করে অসম আসার পর জ্যোতিপ্রসাদ আগরয়ালা ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। ১৯৩২ সনে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য ১৫ মাসের জন্য কারাবাসে থাকেন। শিলচর জেলে তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত থাকা অবস্থায় তিনি কারাবাস পূর্ন করেন। ১৯৩৩ সনে জ্যোতিপ্রসাদ ভোলাগুরি চাহ বাগিচায় চিত্রবন স্থাপন করেন ও প্রথম অসমীয়া চলচিত্র “জয়মতীর” সম্পাদনার কাজ আরম্ভ করেন। ১৯৩৫ সনে লখ্ষীনাথ বেজবরুয়ার কাহিনীর উপড়ে আধারিত অসমীয়া প্রথম চলচিত্র “জয়মতী” মুক্তি পায়। জয়মতী চলচিত্র থেকে হওয়া বানিজ্যিক লোকসানের ধন আদায় করার জন্য তিনি ১৯৩৯ সনে দ্বিতীয় অসমীয়া চলচিত্র “ইন্দ্রমালতী” নির্মান করেছিলেন। ১৯৪১ সনে জ্যোতিপ্রসাদ আগরয়ালা পুনরায় স্বাধীনতা সংগ্রামে অংশগ্র্ন করেন।

ব্যাক্তিগত জীবন

১৯৩৬ সনে জ্যোতিপ্রসাদ আগরয়ালা দেওয়ানী ভূঞার সঙ্গে বিবাহ করেছিলেন।

মৃত্যূ

১৯৫১ সনের ১৭ জানুয়ারি জ্যোতিপ্রসাদ আগরয়ালা কর্কট রোগে মৃত্যুবরন করেন। মৃত্যুর সময় আগরয়ালার বয়স ছিল ৪৮ বৎসর।