তৃতীয় চার্লস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
নতুন নিবন্ধ রচিত হলো
 
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - নতুন পরিচ্ছেদ সৃষ্টি
১ নং লাইন: ১ নং লাইন:
{{কাজ চলছে}}
{{কাজ চলছে}}
'''চার্লস ফিলিপ আর্থার জর্জ''' ({{lang-en|Charles Philip Arthur George}}; [[জন্ম]]: [[১৪ নভেম্বর]], [[১৯৪৮]]) [[লন্ডন|লন্ডনের]] [[বাকিংহাম প্রাসাদ|বাকিংহাম প্রাসাদে]] জন্মগ্রহণকারী, ব্রিটিশ রাজসিংহাসনের প্রত্যাশী ব্রিটেনের রাণী [[দ্বিতীয় এলিজাবেথ]] ও [[প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবরা|প্রিন্স ফিলিপ]] দম্পতির জ্যেষ্ঠ পুত্র। এছাড়াও তিনি বিবাহ-বিচ্ছেদকৃত [[ডায়ানা, প্রিন্সেস অফ ওয়েলস|ডায়ানা]] ও পরবর্তীতে বিবাহ-বন্ধনে আবদ্ধ [[ক্যামিলা, ডাচেস অব কর্নওয়াল|ক্যামিলার]] স্বামী।
'''চার্লস ফিলিপ আর্থার জর্জ''' ({{lang-en|Charles Philip Arthur George}}; [[জন্ম]]: [[১৪ নভেম্বর]], [[১৯৪৮]]) [[লন্ডন|লন্ডনের]] [[বাকিংহাম প্রাসাদ|বাকিংহাম প্রাসাদে]] জন্মগ্রহণকারী, ব্রিটিশ রাজসিংহাসনের প্রত্যাশী ব্রিটেনের রাণী [[দ্বিতীয় এলিজাবেথ]] ও [[প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবরা|প্রিন্স ফিলিপ]] দম্পতির জ্যেষ্ঠ পুত্র। এছাড়াও তিনি বিবাহ-বিচ্ছেদকৃত [[ডায়ানা, প্রিন্সেস অফ ওয়েলস|ডায়ানা]] ও পরবর্তীতে বিবাহ-বন্ধনে আবদ্ধ [[ক্যামিলা, ডাচেস অব কর্নওয়াল|ক্যামিলার]] স্বামী।

== প্রারম্ভিক জীবন ==
বাকিংহাম প্রাসাদের অভ্যন্তরে গৃহশিক্ষা লাভের পর তিনি লন্ডন, হ্যাম্পশায়ার এবং স্কটল্যান্ডে পড়াশোনা করেন। এরপর ১৯৬৭ সালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। ১৯৭১ সালে সেখান থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি অ্যাবেরিস্টিথ ইউনিভার্সিটি কলেজ অব ওয়েলসে অধ্যয়ন করেন। এরপর রয়্যাল এয়ারফোর্স কলেজ ও ডার্টমাউথের রয়্যাল নেভাল কলেজে ভর্তি হন। ১৯৭১ থেকে ১৯৭৬ মেয়াদকালের রয়্যাল নেভিতে সফরকালীন দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে আধুনিক স্থাপত্যবিদ্যার সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন চার্লস। ১৯৮৯ সালে এ ভিশন অব ব্রিটেন নামীয় সাময়িকীতে তিনি এ সম্পর্কীয় মতামত প্রতিফলন করেন। ১৯৯২ সালে তিনি প্রিন্স অব ওয়েলস ইনস্টিটিউট অব আর্কটেকচার নামীয় প্রতিষ্ঠান গঠন করেন। এ প্রতিষ্ঠানটি পরবর্তীতে শহর পুণর্গঠন ও উন্নয়ন প্রকল্প হিসেবে পরিচিত বিআরই ট্রাস্টের সাথে জড়িত হয়।

== তথ্যসূত্র ==

০৫:০০, ১৬ নভেম্বর ২০১৩ তারিখে সংশোধিত সংস্করণ

চার্লস ফিলিপ আর্থার জর্জ (ইংরেজি: Charles Philip Arthur George; জন্ম: ১৪ নভেম্বর, ১৯৪৮) লন্ডনের বাকিংহাম প্রাসাদে জন্মগ্রহণকারী, ব্রিটিশ রাজসিংহাসনের প্রত্যাশী ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথপ্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র। এছাড়াও তিনি বিবাহ-বিচ্ছেদকৃত ডায়ানা ও পরবর্তীতে বিবাহ-বন্ধনে আবদ্ধ ক্যামিলার স্বামী।

প্রারম্ভিক জীবন

বাকিংহাম প্রাসাদের অভ্যন্তরে গৃহশিক্ষা লাভের পর তিনি লন্ডন, হ্যাম্পশায়ার এবং স্কটল্যান্ডে পড়াশোনা করেন। এরপর ১৯৬৭ সালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। ১৯৭১ সালে সেখান থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি অ্যাবেরিস্টিথ ইউনিভার্সিটি কলেজ অব ওয়েলসে অধ্যয়ন করেন। এরপর রয়্যাল এয়ারফোর্স কলেজ ও ডার্টমাউথের রয়্যাল নেভাল কলেজে ভর্তি হন। ১৯৭১ থেকে ১৯৭৬ মেয়াদকালের রয়্যাল নেভিতে সফরকালীন দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে আধুনিক স্থাপত্যবিদ্যার সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন চার্লস। ১৯৮৯ সালে এ ভিশন অব ব্রিটেন নামীয় সাময়িকীতে তিনি এ সম্পর্কীয় মতামত প্রতিফলন করেন। ১৯৯২ সালে তিনি প্রিন্স অব ওয়েলস ইনস্টিটিউট অব আর্কটেকচার নামীয় প্রতিষ্ঠান গঠন করেন। এ প্রতিষ্ঠানটি পরবর্তীতে শহর পুণর্গঠন ও উন্নয়ন প্রকল্প হিসেবে পরিচিত বিআরই ট্রাস্টের সাথে জড়িত হয়।

তথ্যসূত্র