উইকিপিডিয়া:মিডিয়া কপিরাইট প্রশ্ন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Reverted 1 edit by 119.30.39.170 (talk): -. (টুইংকল)
৮৩ নং লাইন: ৮৩ নং লাইন:
উত্তর: শুধু চিত্র সংযোগে লিখতে হবে: <nowiki>[[চিত্র:Filename.jpg|thumb|100px|left|ক্যাপশন]]</nowiki> -এখানে প্রথমে চিত্রটির নাম দেয়া হয়েছে; তারপর সেটাকে Thumbnail আকারে দেখাতে Thumb লেখা হয়েছে; Thumbnail-এর ডাইমেনশন বোঝাতে 100px লেখা হয়েছে; ছবিটা নিবন্ধের বামে দেখাতে Left, ডানে দেখাতে Right লিখতে হয়, না লিখলে বাই ডিফল্ট বামে দেখায়; তারপর ছবির ক্যাপশন লিখতে হয়। Thumb না লিখলে পুরো ছবিটাই নিবন্ধে যোগ হয়ে যাবে, যা নিবন্ধের আকার এবং লোডিং সময় বাড়িয়ে দিবে।<br/>
উত্তর: শুধু চিত্র সংযোগে লিখতে হবে: <nowiki>[[চিত্র:Filename.jpg|thumb|100px|left|ক্যাপশন]]</nowiki> -এখানে প্রথমে চিত্রটির নাম দেয়া হয়েছে; তারপর সেটাকে Thumbnail আকারে দেখাতে Thumb লেখা হয়েছে; Thumbnail-এর ডাইমেনশন বোঝাতে 100px লেখা হয়েছে; ছবিটা নিবন্ধের বামে দেখাতে Left, ডানে দেখাতে Right লিখতে হয়, না লিখলে বাই ডিফল্ট বামে দেখায়; তারপর ছবির ক্যাপশন লিখতে হয়। Thumb না লিখলে পুরো ছবিটাই নিবন্ধে যোগ হয়ে যাবে, যা নিবন্ধের আকার এবং লোডিং সময় বাড়িয়ে দিবে।<br/>
গ্যালারিতে ছবি যোগের জন্য: [[আলাপ:পানাম নগর]]-কে কোড মোডে খুলে দেখে নেয়া যেতে পারে।&nbsp;—[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ১৬:৩৮, ৭ মার্চ ২০১২ (ইউটিসি)
গ্যালারিতে ছবি যোগের জন্য: [[আলাপ:পানাম নগর]]-কে কোড মোডে খুলে দেখে নেয়া যেতে পারে।&nbsp;—[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ১৬:৩৮, ৭ মার্চ ২০১২ (ইউটিসি)

== natural varites and geographyical position of bangladesh ==

[[Special:Contributions/119.30.39.170|119.30.39.170]] ([[User talk:119.30.39.170|আলাপ]]) ১২:৫৩, ৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)

১৩:৪৯, ৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে সংশোধিত সংস্করণ


কীভাবে কোনো চিত্রের পাতায় কপিরাইট ট্যাগ যুক্ত করবেন
  1. ফাইলের বর্ণনা পাতায় (যেখানে চিত্র: দিয়ে পাতা/ফাইল শুরু হয়েছে ), সম্পাদনা করুন অংশে ক্লিক করুন।
  2. উইকিপিডিয়া:ছবি কপিরাইট ট্যাগ থেকে উপযুক্ত ট্যাগ বাছাই করে নিন।
  3. আপনি যে ট্যাগটি বাছাই করবেন (যদি আপনি {{GFDL-self}})ট্যাগটি বাছাই করেন, সাথে অবশ্যই {{ আগে ও পরে }} দিতে ভুলবেন না) সেটি বর্ণনার শেষে যুক্ত করুন।
  4. সংরক্ষণ-এ ক্লিক করুন
  5. এছাড়াও আপনার আরও কিছু প্রশ্ন যদি থাকে নিচের "কীভাবে এখানে প্রশ্ন করবেন" থেকে জেনে নিন।
কীভাবে এখানে প্রশ্ন করবেন
  1. নতুন প্রশ্ন করার জন্য উপরের "কোনো প্রশ্ন জিজ্ঞাসার থাকলে এখানে ক্লিক করুন"
  2. দয়া করে প্রশ্ন লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন;
  3. এই পাতাটিকে নজরে রাখুন ও আপনার প্রশ্নের উত্তরের অপেক্ষা করুন।
  4. দয়া করে এখানে কোনও ই-মেইলের ঠিকানা দেবেন না। ই-মেইলে আপনাকে উত্তর দেওয়া হবে না, উত্তর এখানেই দেওয়া হবে।



চিত্রের সীমারেখা

১। বাংলা উইকিতে চিত্র সংযোগে কোন দেশের নীতিমালা প্রয়োগ করা হয়?- সুব্রত রায় (আলাপ) ১৮:১১, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তরঃ এইগুলি পড়ে দেখুন। অনুবাদ করা আশু প্রয়োজন...

২। (বাংলাদেশে) কত বছর অতিক্রম করলে একটি চিত্র কপিরাইট মুক্ত হবে? - সুব্রত রায় (আলাপ) ১৮:১১, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তরঃ

Public domain
এই চিত্রটি বাংলাদেশের পাবলিক ডোমেইন এর অন্তর্গত কারন এটির কপিরাইটের মেয়াদকাল অবসান হয়ে গেছে। বাংলাদেশ কপিরাইট আইন, ২০০০ অনুযায়ী, সকল চিত্র ও সাউন্ড রেকর্ডিং তাদের প্রথম প্রকাশের ৬০ বছর পর পাবলিক ডোমেইনে মুক্ত হয়। ( অর্থাৎ, ১লা জানুয়ারী, ১৯৬৩ সালের পূর্বে প্রকাশিত)

৩। রঙিন চিত্রকে সাদা-কালো, স্ক্যাচ বা গ্রাফ করে যুক্ত করলে কোন অসুবিধা আছে কি? - সুব্রত রায় (আলাপ) ১৮:১১, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তরঃ মানে কি এটা বোঝাতে চাইছেন, ফটোশপ বা ইত্যাদি ফটো এডিটিং সফ্টওয়্যার দিয়ে কোনো ছবিকে সাদা-কালো বা স্ক্যাচ করবেন? এই কাজটিকে derivative works বলে। এতেও সমস্যা আছে, যদি যে ছবিকে তা করবেন, সেইটি কপিরাইটেড হয়। কারন কপিরাইটেড ছবিকে ফটোশপ বা ইত্যাদি কোনো ফটো এডিটিং সফ্টওয়্যার দিয়ে পরিবর্তন করে পুনঃপ্রকাশ করার অধিকার অন্য কারুর নেই। এখানে আরও পাবেন

৪। ক্যামেরা/স্ক্যান করে টেলিভিশনের চিত্র বা বই, পত্র-পত্রিকার চিত্র ধারণে কি ধরণের সীমাবদ্ধতা রয়েছে? - সুব্রত রায় (আলাপ) ১৮:১১, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তরঃ কপিরাইটের মেয়াদকাল অবসান হয়ে গেছে এমন যা কিছুকেই আপনি ক্যামেরা/স্ক্যান বা স্ক্যান করতে পারবেন।

৫. ইংরেজী উইকি'র চিত্রগুলোর বেশীরভাগই ঠিক কোন কোন কারণে বাংলা উইকিতে দৃশ্যমান হয় না? - সুব্রত রায় (আলাপ) ১৮:১১, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তর: সব উইকি পরিচালিত হয় মেটা থেকে। কিন্তু সব উইকিতে ব্যবহারযোগ্য মিডিয়াগুলো আপলোড করা হয় কমন্স-এ। কমন্সে যা থাকে, তার লিংক সব উইকিতে কাজ করে, দেখা যায়। কিন্তু শুধুমাত্র ইংরেজি উইকিতে আপলোডকৃত ছবিগুলো অন্যান্য উইকিতে দেখা যাবে না, যেমনটা বাংলা উইকির ছবি অন্যান্যগুলোতে যায় না (যদিনা সেটা কমন্সে থেকে থাকে)। সাধারণত ফেয়ার ইউজ লাইসেন্সের অধীনে কপিরাইটমুক্ত নয় এমন ছবি কোনো স্থানীয় উইকিতে আপ করা হয়, এসকল ছবি কমন্সে আপ করা যায় না বলেই জানি। শুধু সেসকল ছবি বাদে বাকি উন্মুক্ত ছবিগুলো স্থানীয় উইকি থেকে কমন্সে নিয়ে যাওয়ারও উদাহরণ রয়েছে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

৬. কি কি কারণে বাংলা উইকিতে চিত্র দৃশ্যমান হয় না? - সুব্রত রায় (আলাপ) ১৮:১১, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তর: বাংলা উইকিতে চিত্র দৃশ্যমান না হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে:

  1. চিত্রটি মুছে ফেলা হয়েছে।
  2. লিংক করা চিত্রটি অন্য ভাষার স্থানীয় উইকিতে আপলোড করা।
  3. চিত্রটি যে টেমপ্লেটে ব্যবহৃত হয়েছে, সেই টেমপ্লেটের কোডে কোথাও ভুল রয়েছে (বাগ রয়েছে)।
  4. চিত্রটি যে নিয়মসিদ্ধ কোড ব্যবহার করে নিবন্ধে ব্যবহার হবার কথা ছিল, সেভাবে তা হয়নি।
  5. চিত্রটি যে নিবন্ধে ব্যবহৃত হয়েছে, তার অভ্যন্তরীণ কোনো গাঠনিক কোডে ভুল রয়েছে।
  6. মিডিয়া-উইকির (উইকিপিডিয়া যে সফ্টওয়্যার দিয়ে পরিচালিত হয়) কোনো বাগ (সফ্টওয়্যার-ত্রুটি) রয়েছে।

উপর্যুক্ত যেকোনো একটি অথবা এগুলোর সমষ্টিগত কারণে বাংলা উইকিতে ছবি দৃশ্যমান না হতে পারে বলে আমি জানি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

৭। ভুলবশতঃ ফাইল আপলোড করার প্রেক্ষাপটে ব্যবহারকারীর কি করণীয় রয়েছে? -সুব্রত রায় (আলাপ) ০২:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তর:{{db}} ট্যাগ দিন।

৮। চিত্র সংগ্রহের মাধ্যম কিরূপ হবে বা কোন কোন ডিভাইসের সাহায্যে চিত্র সংগ্রহ করা যাবে বা সীমাবদ্ধতা রয়েছে কি? - সুব্রত রায় (আলাপ) ১৭:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তর: নেই। যা সংগৃহীত হচ্ছে তা নষ্ট না হলেই হলো। মূল ঠিক রেখে আপলোড করাটাই কাজ। কিসে বহন করা হচ্ছে তা মুখ্য নয়। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৩৮, ৭ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

৯। চিত্র সংগ্রহ করে কি সাপোর্টেড সফট্‌ওয়্যার বা ফটোশপে এডিট করা যাবে? - সুব্রত রায় (আলাপ) ১৭:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তর: যদি সেই অনুমতি আপনাকে চিত্রদাতা দিয়ে থাকেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৩৮, ৭ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

১০। বাংলা উইকিতে চিত্র সংযোগে কোন কোন কোড প্রয়োগ করা হয় (উদাহরণসহ)? - সুব্রত রায় (আলাপ) ১৭:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তর: শুধু চিত্র সংযোগে লিখতে হবে: [[চিত্র:Filename.jpg|thumb|100px|left|ক্যাপশন]] -এখানে প্রথমে চিত্রটির নাম দেয়া হয়েছে; তারপর সেটাকে Thumbnail আকারে দেখাতে Thumb লেখা হয়েছে; Thumbnail-এর ডাইমেনশন বোঝাতে 100px লেখা হয়েছে; ছবিটা নিবন্ধের বামে দেখাতে Left, ডানে দেখাতে Right লিখতে হয়, না লিখলে বাই ডিফল্ট বামে দেখায়; তারপর ছবির ক্যাপশন লিখতে হয়। Thumb না লিখলে পুরো ছবিটাই নিবন্ধে যোগ হয়ে যাবে, যা নিবন্ধের আকার এবং লোডিং সময় বাড়িয়ে দিবে।
গ্যালারিতে ছবি যোগের জন্য: আলাপ:পানাম নগর-কে কোড মোডে খুলে দেখে নেয়া যেতে পারে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৩৮, ৭ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]