অপরাধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সৃষ্ট
 
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
১ নং লাইন: ১ নং লাইন:
'''অপরাধ''' ({{lang-en|Crime, Misdemeanor, Felony}}) হচ্ছে কোন [[ব্যক্তি]] কর্তৃক আইনবিরুদ্ধ কাজ। [[দেশ]] বা [[অঞ্চল|অঞ্চলের]] [[শান্তি]]-শৃঙ্খলা রক্ষার্থে প্রণীত [[আইন|আইনের]] পরিপন্থী কার্যকলাপই অপরাধ হিসেবে গণ্য করা হয়। অপরাধ গুরুতর কিংবা লঘু - উভয় ধরনেরই হতে পারে। অপরাধের ফলে ব্যক্তিকে [[অর্থদণ্ড]], [[হাজতবাস]] বা [[কারাগার|কারাগারে]] প্রেরণ কিংবা [[প্রাণদণ্ড|প্রাণদণ্ডও]] প্রদান করা হয়ে থাকে। যে বা যিনি অপরাধ করেন বা অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তিনি [[অপরাধী]] হিসেবে চিহ্নিত। অপরাধ নিয়ন্ত্রণের জন্য [[আইন প্রয়োগকারী সংস্থা]] হিসেবে [[থানা|থানাসহ]] [[পুলিশ]], [[গোয়েন্দা]] রয়েছে। অপরাধের গুরুত্ব অনুযায়ী [[আদালত|আদালতের]] মহামান্য [[বিচারক]] অপরাধীকে প্রয়োজনীয় ও যথোপযুক্ত [[শাস্তি]] দিয়ে থাকেন।
'''অপরাধ''' ({{lang-en|Crime, Misdemeanor, Felony}}) হচ্ছে কোন [[ব্যক্তি]] কর্তৃক আইনবিরুদ্ধ কাজ। [[দেশ]] বা [[অঞ্চল|অঞ্চলের]] [[শান্তি]]-শৃঙ্খলা রক্ষার্থে প্রণীত [[আইন|আইনের]] পরিপন্থী কার্যকলাপই অপরাধ হিসেবে গণ্য করা হয়। অপরাধ গুরুতর কিংবা লঘু - উভয় ধরনেরই হতে পারে। অপরাধের ফলে ব্যক্তিকে [[অর্থদণ্ড]], [[হাজতবাস]] বা [[কারাগার|কারাগারে]] প্রেরণ কিংবা [[প্রাণদণ্ড|প্রাণদণ্ডও]] প্রদান করা হয়ে থাকে। যে বা যিনি অপরাধ করেন বা অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তিনি [[অপরাধী]] হিসেবে চিহ্নিত। অপরাধ নিয়ন্ত্রণের জন্য [[আইন প্রয়োগকারী সংস্থা]] হিসেবে [[থানা|থানাসহ]] [[পুলিশ]], [[গোয়েন্দা]] রয়েছে। অপরাধের গুরুত্ব অনুযায়ী [[আদালত|আদালতের]] মহামান্য [[বিচারক]] অপরাধীকে প্রয়োজনীয় ও যথোপযুক্ত [[শাস্তি]] দিয়ে থাকেন।

সাধারণ ধারনা অনুযায়ী কোন ব্যক্তি, অন্য কোন ব্যক্তি বা সমাজের সমস্যা সৃষ্টিকল্পে যে সকল কাজ করেন তাই অপরাধ। অপরাধ হিসেবে কোন ব্যক্তিকে [[খুন]], জখম, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড, [[ধর্ষণ]], জালিয়াতি, অর্থপাচার ইত্যাদি রয়েছে যা পৃথিবীর সকল সভ্য দেশেই স্বীকৃত। এছাড়াও, [[মদ্যপান]], [[কোকেন]], [[হেরোইন]], [[গাজা সেবন]], নিষিদ্ধ প্রাণীর মাংস খাওয়াসহ সমাজের বিরুদ্ধ কার্যাবলী সম্পাদন করা অপরাধের আওতাভূক্ত।


== তথ্যসূত্র ==
== তথ্যসূত্র ==

১১:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে সংশোধিত সংস্করণ

অপরাধ (ইংরেজি: Crime, Misdemeanor, Felony) হচ্ছে কোন ব্যক্তি কর্তৃক আইনবিরুদ্ধ কাজ। দেশ বা অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে প্রণীত আইনের পরিপন্থী কার্যকলাপই অপরাধ হিসেবে গণ্য করা হয়। অপরাধ গুরুতর কিংবা লঘু - উভয় ধরনেরই হতে পারে। অপরাধের ফলে ব্যক্তিকে অর্থদণ্ড, হাজতবাস বা কারাগারে প্রেরণ কিংবা প্রাণদণ্ডও প্রদান করা হয়ে থাকে। যে বা যিনি অপরাধ করেন বা অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তিনি অপরাধী হিসেবে চিহ্নিত। অপরাধ নিয়ন্ত্রণের জন্য আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে থানাসহ পুলিশ, গোয়েন্দা রয়েছে। অপরাধের গুরুত্ব অনুযায়ী আদালতের মহামান্য বিচারক অপরাধীকে প্রয়োজনীয় ও যথোপযুক্ত শাস্তি দিয়ে থাকেন।

সাধারণ ধারনা অনুযায়ী কোন ব্যক্তি, অন্য কোন ব্যক্তি বা সমাজের সমস্যা সৃষ্টিকল্পে যে সকল কাজ করেন তাই অপরাধ। অপরাধ হিসেবে কোন ব্যক্তিকে খুন, জখম, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ধর্ষণ, জালিয়াতি, অর্থপাচার ইত্যাদি রয়েছে যা পৃথিবীর সকল সভ্য দেশেই স্বীকৃত। এছাড়াও, মদ্যপান, কোকেন, হেরোইন, গাজা সেবন, নিষিদ্ধ প্রাণীর মাংস খাওয়াসহ সমাজের বিরুদ্ধ কার্যাবলী সম্পাদন করা অপরাধের আওতাভূক্ত।

তথ্যসূত্র