প্রণালী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nirav~bnwiki (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: প্রণালী হচ্ছে দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রব...
 
Nirav~bnwiki (আলোচনা | অবদান)
২ নং লাইন: ২ নং লাইন:


'
'
=== ''পরিভাষাঃ''' ===
=== পরিভাষাঃ ===
সাধারণত চ্যানেল, নালা, সমুদ্রপথ এইগুলো প্রণালীর সমার্থক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু অনেক ক্ষেত্রেই এইগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থনৈতিকভাবে অনেক প্রণালীই গুরুত্বপূর্ণ। প্রণালী গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এই পর্যন্ত প্রণালী দখলের জন্য অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে।
সাধারণত চ্যানেল, নালা, সমুদ্রপথ এইগুলো প্রণালীর সমার্থক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু অনেক ক্ষেত্রেই এইগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থনৈতিকভাবে অনেক প্রণালীই গুরুত্বপূর্ণ। প্রণালী গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এই পর্যন্ত প্রণালী দখলের জন্য অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে।



১০:৩৫, ২৬ আগস্ট ২০১২ তারিখে সংশোধিত সংস্করণ

প্রণালী হচ্ছে দুটি নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা।

'

পরিভাষাঃ

সাধারণত চ্যানেল, নালা, সমুদ্রপথ এইগুলো প্রণালীর সমার্থক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু অনেক ক্ষেত্রেই এইগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থনৈতিকভাবে অনেক প্রণালীই গুরুত্বপূর্ণ। প্রণালী গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এই পর্যন্ত প্রণালী দখলের জন্য অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে।

অনেক কৃত্রিম চ্যানেল স্থলভাগের উপর নির্মিত হয়েছে দুটি জলাধারকে সংযোগ করার জন্য যা খাল নামে পরিচিত, যেমন সুয়েজ খান। যদিও নদী এবং খাল দুটি হৃদ অথবা একটি হৃদ এবং একটি সাগরকে সংযোগ করে যা প্রণালীর সংজ্ঞার সাথে অনেকাংশেই মিলে যায় কিন্তু প্রণালীর সাথে নদী এবং খালের যথেষ্ঠ পার্থক্য রয়েছে। প্রণালী সাধারণত অনেক বড় এবং বেশি সামুদ্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিছু ব্যাতিক্রমও আছে, যেখানে প্রণালীকে খাল নামে ডাকা হচ্ছে যেমন, Pearse Canal

কিছু বিখ্যাত প্রণালীঃ

তথ্যসুত্রঃ

  1. Marine Briefing" (December 2006) Scottish Renewables Forum. Glasgow
  2. The Energetics of Large Tidal Turbine Arrays, Ross Vennell, 2012, preprint submitted to Royal Society, 2011
  3. Estimating the power potential of tidal currents and the impact of power extraction on flow speeds. Ross Vennell, 2011