গৃহযুদ্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
কারণ
Suvray (আলোচনা | অবদান)
৪ নং লাইন: ৪ নং লাইন:
বিভিন্ন কারণে গৃহযুদ্ধ সংঘটিত হলেও মূলতঃ দু'টি প্রধান কারণ রয়েছে।
বিভিন্ন কারণে গৃহযুদ্ধ সংঘটিত হলেও মূলতঃ দু'টি প্রধান কারণ রয়েছে।
* [[রাষ্ট্র|রাষ্ট্রের]] [[নেতৃত্ব]] গ্রহণ কিংবা দেশ পরিচালনা পদ্ধতি বিষয়ে বিভিন্ন দলের মধ্যে মতানৈক্যে ঘটলে গৃহযুদ্ধ ঘটে। দু'টি [[রাজনৈতিক দল|রাজনৈতিক দলের]] মধ্যে কোন একটি দল যদি [[নির্বাচন|নির্বাচনের]] ফলাফল মেনে না নেয় কিংবা দু'দলের মধ্যে কোনরূপ [[চুক্তি]] সম্পাদন না হয়, তাহলেও তা গৃহযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।<ref>{{cite news|last=Wong|first=Edward|title=A Matter of Definition: What Makes a Civil War, and Who Declares It So?|url=http://www.nytimes.com/2006/11/26/world/middleeast/26war.html?pagewanted=all|accessdate=March 12, 2012|newspaper=[[The New York Times]]|date=November 26, 2006}}</ref>
* [[রাষ্ট্র|রাষ্ট্রের]] [[নেতৃত্ব]] গ্রহণ কিংবা দেশ পরিচালনা পদ্ধতি বিষয়ে বিভিন্ন দলের মধ্যে মতানৈক্যে ঘটলে গৃহযুদ্ধ ঘটে। দু'টি [[রাজনৈতিক দল|রাজনৈতিক দলের]] মধ্যে কোন একটি দল যদি [[নির্বাচন|নির্বাচনের]] ফলাফল মেনে না নেয় কিংবা দু'দলের মধ্যে কোনরূপ [[চুক্তি]] সম্পাদন না হয়, তাহলেও তা গৃহযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।<ref>{{cite news|last=Wong|first=Edward|title=A Matter of Definition: What Makes a Civil War, and Who Declares It So?|url=http://www.nytimes.com/2006/11/26/world/middleeast/26war.html?pagewanted=all|accessdate=March 12, 2012|newspaper=[[The New York Times]]|date=November 26, 2006}}</ref>
* এক দলভূক্ত জনগোষ্ঠী [[ভাষা]], [[সংস্কৃতি]] ইত্যাদিতে ভিন্নতাজনিত কারণে যদি দেশের অবিচ্ছেদ্য অংশ হতে ইচ্ছা প্রকাশ না করে তাহলেও গৃহযুদ্ধ হতে পারে। এ ধরনের যুদ্ধ [[বিচ্ছিন্নতাবাদ]] নামে পরিচিত। তখন তারা দেশ বিভাজন করে নতুন একটি [[স্বাধীন দেশ|স্বাধীন দেশের]] জন্যে গৃহযুদ্ধে সম্পৃক্ত হয়। খুব কমসংখ্যক জাতীয় নেতৃবৃন্দ এতে অংশ নিতে পারেন। অধিকাংশ [[জাতীয় নেতা|জাতীয় নেতা-ই]] দেশ বিভাজনে অংশ নিতে চান না যার ফলশ্রুতিতে অনিবার্য্যভাবে তা গৃহযুদ্ধের আকারে মোড় নেয়।

== ফলাফল ==


== তথ্যসূত্র ==
== তথ্যসূত্র ==

১২:৩৯, ১৬ আগস্ট ২০১২ তারিখে সংশোধিত সংস্করণ

গৃহযুদ্ধ (ইংরেজি: Civil war) এক ধরনের যুদ্ধ যা কোন দেশের অভ্যন্তরে দুই বা ততোধিক দল সরাসরি যুদ্ধে সম্পৃক্ত হয়ে পড়ে।

কারণ

বিভিন্ন কারণে গৃহযুদ্ধ সংঘটিত হলেও মূলতঃ দু'টি প্রধান কারণ রয়েছে।

  • রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণ কিংবা দেশ পরিচালনা পদ্ধতি বিষয়ে বিভিন্ন দলের মধ্যে মতানৈক্যে ঘটলে গৃহযুদ্ধ ঘটে। দু'টি রাজনৈতিক দলের মধ্যে কোন একটি দল যদি নির্বাচনের ফলাফল মেনে না নেয় কিংবা দু'দলের মধ্যে কোনরূপ চুক্তি সম্পাদন না হয়, তাহলেও তা গৃহযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[১]
  • এক দলভূক্ত জনগোষ্ঠী ভাষা, সংস্কৃতি ইত্যাদিতে ভিন্নতাজনিত কারণে যদি দেশের অবিচ্ছেদ্য অংশ হতে ইচ্ছা প্রকাশ না করে তাহলেও গৃহযুদ্ধ হতে পারে। এ ধরনের যুদ্ধ বিচ্ছিন্নতাবাদ নামে পরিচিত। তখন তারা দেশ বিভাজন করে নতুন একটি স্বাধীন দেশের জন্যে গৃহযুদ্ধে সম্পৃক্ত হয়। খুব কমসংখ্যক জাতীয় নেতৃবৃন্দ এতে অংশ নিতে পারেন। অধিকাংশ জাতীয় নেতা-ই দেশ বিভাজনে অংশ নিতে চান না যার ফলশ্রুতিতে অনিবার্য্যভাবে তা গৃহযুদ্ধের আকারে মোড় নেয়।

ফলাফল

তথ্যসূত্র

  1. Wong, Edward (নভেম্বর ২৬, ২০০৬)। "A Matter of Definition: What Makes a Civil War, and Who Declares It So?"The New York Times। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০১২