পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
+
Xqbot (আলোচনা | অবদান)
r2.7.3) (Robot: Modifying ar:إنعكاس تام to ar:انعكاس تام; কসমেটিক পরিবর্তন
৪ নং লাইন: ৪ নং লাইন:
'''পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন''' ({{lang-en|Total internal reflection}}) তখনই ঘটে যখন [[আলোকশক্তি|আলো]] ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময়ে দুই মাধ্যমের বিভেদতলে অভিলম্বের সাথে সংকট কোণের চেয়ে বেশী কোণে আপতিত হয়। যেহেতু আলোর আপতন কোণ সংকট কোণের সমান হলে প্রতিফলিত রশ্মি দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে যায়, সেহেতু আলো সংকট কোণের চেয়ে বেশী কোণে আপতিত হলে তা পরবর্তী মাধ্যমে প্রবেশ না করে পূনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসবে। এই প্রক্রিয়ায় আপতিত সমস্ত রশ্মি প্রথম মাধ্যমে প্রতিফলনের মাধ্যমে ফিরে আসে বলে একে ''পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন'' বলা হয়।
'''পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন''' ({{lang-en|Total internal reflection}}) তখনই ঘটে যখন [[আলোকশক্তি|আলো]] ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময়ে দুই মাধ্যমের বিভেদতলে অভিলম্বের সাথে সংকট কোণের চেয়ে বেশী কোণে আপতিত হয়। যেহেতু আলোর আপতন কোণ সংকট কোণের সমান হলে প্রতিফলিত রশ্মি দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে যায়, সেহেতু আলো সংকট কোণের চেয়ে বেশী কোণে আপতিত হলে তা পরবর্তী মাধ্যমে প্রবেশ না করে পূনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসবে। এই প্রক্রিয়ায় আপতিত সমস্ত রশ্মি প্রথম মাধ্যমে প্রতিফলনের মাধ্যমে ফিরে আসে বলে একে ''পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন'' বলা হয়।


==পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কিছু শর্ত==
== পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কিছু শর্ত ==
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হতে প্রধানত দুটি শর্ত রয়েছে, যথা:
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হতে প্রধানত দুটি শর্ত রয়েছে, যথা:
* আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে ঘন ও তুলনামূলক হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে।
* আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে ঘন ও তুলনামূলক হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে।
২৫ নং লাইন: ২৫ নং লাইন:
[[বিষয়শ্রেণী:পদার্থবিজ্ঞান]]
[[বিষয়শ্রেণী:পদার্থবিজ্ঞান]]


[[ar:إنعكاس تام]]
[[ar:انعكاس تام]]
[[bg:Пълно вътрешно отражение]]
[[bg:Пълно вътрешно отражение]]
[[ca:Reflexió total]]
[[ca:Reflexió total]]

২২:৪৭, ১০ জুলাই ২০১২ তারিখে সংশোধিত সংস্করণ

পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলনের জ্যামিতিক চিত্র। আপতন কোণ যত বেশী হবে, আলোও অভিলম্ব থেকে তত দূরে বেঁকে যাবে. (চিত্রে বিভিন্ন রংএর রশ্মি ব্যবহার করা হয়েছে বোঝার সুবিধার জন্য, আলোকরশ্মির রংএর সাথে এর কোন সম্পর্ক নেই।)
পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন

পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন (ইংরেজি: Total internal reflection) তখনই ঘটে যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময়ে দুই মাধ্যমের বিভেদতলে অভিলম্বের সাথে সংকট কোণের চেয়ে বেশী কোণে আপতিত হয়। যেহেতু আলোর আপতন কোণ সংকট কোণের সমান হলে প্রতিফলিত রশ্মি দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে যায়, সেহেতু আলো সংকট কোণের চেয়ে বেশী কোণে আপতিত হলে তা পরবর্তী মাধ্যমে প্রবেশ না করে পূনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসবে। এই প্রক্রিয়ায় আপতিত সমস্ত রশ্মি প্রথম মাধ্যমে প্রতিফলনের মাধ্যমে ফিরে আসে বলে একে পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন বলা হয়।

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কিছু শর্ত

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হতে প্রধানত দুটি শর্ত রয়েছে, যথা:

  • আলোকরশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে ঘন ও তুলনামূলক হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে।
  • আপতন কোণ ক্রান্তি বা সংকট কোণের চেয়ে বড় হতে হবে।

সংকট কোণ

নির্দিষ্ট রঙের আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায় তাকে ঐ রঙের জন্য হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বা ক্রান্তি কোণ (critical angle) বলে।

PMMA-তে পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন

ব্যবহার

অপটিক্যাল ফাইবার: অপটিকাল ফাইবার হল একধরনের অতিসূক্ষ্ম এবং নমনীয় কাঁচ তন্তু। এর মাধ্যমে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতফলনের ধর্মকে কাজে লাগিয়ে আলো বহনের কাজ করা হয়। আলোক রশ্মি যখন কাঁচ তন্তুর এক প্রান্তদিয়ে প্রবেশ করে তখন তন্তুর ভিতরের পৃষ্ঠে বারাবার এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ঠিক যতক্ষন না তা অপর প্রান্ত দিয়ে নির্গত হয়। এভাবে আলোকরশ্মি ফাইবারটির সম্পুর্ণ দৈর্ঘ্য অতিক্রম করে। চিকিৎসকরা মানবদেহের বিশেষ কোন অংশ পরীক্ষা করতে অপটিকাল ফাইবার ব্যবহার করে থাকেন।

দৈনন্দিন জীবন থেকে উদাহরণ

  • মরিচীকা-র দৃষ্টিভ্রম
  • পানির নিচে থেকে উপরের পৃষ্ঠের দিকে তাকালে দর্পণের মতো দেখায়
পানির উপিরতেল পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন