সুবিমল বসাক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shankar Sen (আলোচনা | অবদান)
Shankar Sen (আলোচনা | অবদান)
৩১ নং লাইন: ৩১ নং লাইন:
* Intrepid Hungryalist Issue (1969). Editor: Allan De Loach. Buffalo, New York, USA.
* Intrepid Hungryalist Issue (1969). Editor: Allan De Loach. Buffalo, New York, USA.
* Salted Feathers Hungryalist Issue (1967). Editor Lee Altman and Dick Bakken. Portland, Oregon, USA.
* Salted Feathers Hungryalist Issue (1967). Editor Lee Altman and Dick Bakken. Portland, Oregon, USA.
==আরও দেখুন==


== গ্রন্হতালিকা ==
== গ্রন্হতালিকা ==

১৩:২৫, ১৮ আগস্ট ২০১১ তারিখে সংশোধিত সংস্করণ

সুবিমল বসাক ( জন্ম ১৫.ডিসেম্বর.১৯৩৯ ) বাংলা সাহিত্যে হাংরি আন্দোলন-এর একজন প্রখ্যাত ঔপন্যাসিক । তাঁর জন্ম ও পড়াশোনা বিহারের রাজধানী পাটনায় । তিনি তন্তুবায় পরিবারের সন্তান । তাঁর বাবা তারকনাথ বসাক ছিলেন ঢাকা শহরের আদি-নিবাসী । দেশভাগের সময়ে পরিবারটি পাটনায় স্হানান্তরিত হয় । তারকনাথ সেখানে স্বর্ণকারের পেশা অবলম্বন করেন । গোল্ড কনট্রোল আইন লাগু হবার কারনে তারকনাথ দেউলিয়া হয়ে যান এবং আত্মহত্যা করেন । তিন ভাই ও এক বোনের দায়িত্ব শৈশব থেকে সুবিমল বসাকের ওপর বর্তায় । পরিবারটি পাটনার অপরাধীদের পাড়া হিসাবে কুখ্যাত লোদিপুর অঞ্চলে থাকতে বাধ্য হয় । এই অঞ্চলের ভাষা সুবিমল বসাককে শৈশব থেকে আকৃষ্ট করেছে এবং সাহিত্যে তাঁর প্রবেশ বাংলার সঙ্গে মিশ্রিত এই অঞ্চলের ভাষার কারনে ।

হাংরি আন্দোলন

চিত্র:Hungry Generation.jpg
হাqরি প্ত্রিকার কভার

পাটনা নিবাসী হবার কারণে হাংরি আন্দোলন-এর স্রষ্টা মলব রায়চৌধুরীর সঙ্গে তাঁর পরিচয় হয় । মলয় রায়চৌধুরী তাঁকে দেবী রায়-এর সঙ্গে পরিচয় করিয়ে দেন । এনাদের কার্যকলাপের কারনে অচিরে কলকাতায় এই তিনজন হাংরি ত্রিমূর্তি নামে খ্যাত হন । হাংরি বুলেটিনগুলিতে প্রকাশিত স্কেচগুলি আঁকার দায়িত্ব নেন সুবিমল বসাক । বেশ কিছু হাংরি বুলেটিন এবংহাংরি আন্দোলন-এর পত্রিকার প্রচ্ছদের জন্য তিনি কাঠখোদাই করে দিয়েছিলেন । স্কেচগুলি অশ্লীলতার অভিযোগে আক্রান্ত হয় এবং সুবিমল বসাক সম্পাদকদের দৃষ্টি আকর্ষণ করেন । হাংরি আন্দোলনে যুক্ত থাকার কারণে ১৯৬৪ সালের সেপটেমবরে অন্যান্যদের সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপতারি পরোয়ানা জারি হয়েছিল ।

চিত্র:Hungry Generation Poets.jpg
হাqরি প্ত্রিকার কভার

সাহিত্যধারা

১৯৬৫ সালে তিনি ছাতামাথা নামে একটি উপন্যাস লেখেন । উপন্যাসটিতে ন্যারেটিভ লিখিত হয় পূর্ব বঙ্গের কথ্য ভাষায় এবং সংলাপ লিখিত হয় কলকাতার কথ্য ভাষায় । বাংলা ভাভায় পূর্ব বঙ্গের ভাষায় লেখা উপন্যাস সম্ভবত এইটিই প্রথম । সেসময়ে সুবিমল বসাক সাহিত্যের ভাষাকে কলুষিত করছেন বলে সমালোচিত হলেও, পরবর্তীকালে, বিশেষ করে পূর্ববঙ্গে এই ভাষায় সাহিত্য রচনা এখন স্বীকৃত । এর পর তিনি ঢাকা শহরের কথ্য ভাষায় একট কাব্যগপন্হ প্রকাশ করেন এবং তার নাম দেন হাবিজাবি । ন্যারেটিভের মাধ্যম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা তিনি হাংরি আন্দোলন ফুরিয়ে যাবার পরও বজায় রেখেছিলেন । তাঁর পরবর্তী উপন্যাস প্রত্নবীজ-এ তিনি শৈশবের লোদিপুর পাড়ার কথ্য ইনগদির সঙ্গে মিশ্রিত বাংলা, যা ওই অঞ্চলের বাঙালিরা ব্যবহার করেন সেটি প্রয়োগ করেন । পশ্চিমবঙ্গে কালক্রমে একটি মিশ্রিত ভাষায় ন্যারেটিভ তৈরির চল হয়েছে যেটি বহির্বঙ্গীব বাঙালিরা ব্যবহার করেন ।

ক্ষেত্রসমীক্ষা

চিত্র:Poetry Sessions.jpg
কবিতা পাঠের আস্রে

১৯৬৫ সালে হাংরি আন্দোলন ফুরিয়ে গেলে সুবিমল বসাক ক্ষেত্রসমীক্ষায় লিপ্ত হন । তিনি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ভ্রমণ করে বিভিন্ন অঞ্চলের ঢাকাই বিয়ার গীত এবং বাঙালির কুসংস্কার সংগ্রহ করে গ্রন্হাকারে প্রকাশ করেন ।

চিত্র:Hungry Generation Poets News Paper Article 1964.jpg
সুবিমল, সুব, মলব আর ত্রিদিব

পুরস্কার

২০০৭ সালে অনুবাদের জন্য তিনি সাহিত্য অকাদেমী পুরস্কার পান ।

তথ্যসূত্র

  • মিলন সুবিমল বসাক সংখ্যা (জানুয়ারি ২০০৭ ) । সম্পাদক: বিশ্বজিৎ নন্দী । চারুকুঠী, পো: তুরা, মেঘালয় ৭৯৪০০১ ।
  • হাংরি শ্রুতি ও শাস্ত্রবিরোধী আন্দোলন (১৯৮৬ ) । ড. উত্তম দাশ । মহাদিগন্ত প্রকাশনী, কলকাতা ।
  • ক্ষুধিত প্রজন্ম ও অন্যান্য প্রবন্ধ (১৯৯৫ ) । ড. উত্তম দাশ । মহাদিগন্ত প্রকাশনী, কলকাতা ।
  • একালের গদ্যপদ্য সাহিত্য আন্দোলনের দলিল (১৯৭০) । সত্য গুহ । অধুনা প্রকাশনী, আমহার্স্ট স্ট্রিট, কলকাতা ।
  • হাংরি গদ্যের পোস্টমর্টেম (বাং ১৩৭৭ ) । ধুর্জটি চন্দ । আবহ, কলকাতা ।
  • বনতুলসী কা গন্ধ (১৯৮৮) । ফণীশ্বরনাথ রেণু । রাজকমল প্রকাশন, দিল্লি ।
  • যুবযন্ত্রণা ও সাহিত্য (১৯৬৮ ) । ড. অলোকরঞ্জন দাশগুপ্ত । শারদীয় বসুমতী, বৌবাজার, কলকাতা ।
  • উত্তরপ্রবাসী হাংরি আন্দোলন সংখ্যা (১৯৮৫) । সম্পাদক: গজেন্দ্রকুমার ঘোষ । গোটেনবার্গ, সুইডেন ।
  • কৃত্তিবাস (১৯৬৬) । সম্পাদক : সুনীল গঙ্গোপাধ্যায় । যুগীপাড়া রোড, দমদম, কলকাতা ।
  • বাঙালির প্রবাস (১৯৯৯)। সমীর বসু । পদক্ষেপ সাহিত্য পরিষদ, সল্ট লেক, কলকাতা ।
  • হাওয়া ৪৯ হাংরি আন্দোলন সংখ্যা (জানুয়ারি ২০০৬) । সম্পাদক: সমীর রায়চৌধুরী । বাঁশদ্রোণি, কলকাতা ৭০০০৭০ ।
  • Intrepid Hungryalist Issue (1969). Editor: Allan De Loach. Buffalo, New York, USA.
  • Salted Feathers Hungryalist Issue (1967). Editor Lee Altman and Dick Bakken. Portland, Oregon, USA.

আরও দেখুন

গ্রন্হতালিকা

  • উপন্যাস: ছাতামাথা, প্রত্নবীজ ।
  • গল্পগ্রন্হ : অযথা খিটক্যাল, গেরিলা আক্রোশ, আত্মার শান্তি দু মিনিট ।
  • কাব্যগ্রন্হ: হাবিজাবি ।
  • গবেষণাগ্রন্হ: ঢাকাই বিয়ার গীত, কুসংসকার সংকলন ।
  • সম্পাদিত পত্রিকা: হাংরি বুলেটিন, প্রতিদ্বন্দ্ব্বী ।

বহিঃসংযোগ