ইনকা সাম্রাজ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
নকীব বট (আলোচনা | অবদান)
৯২ নং লাইন: ৯২ নং লাইন:


[[বিষয়শ্রেণী:ইনকা সাম্রাজ্য]]
[[বিষয়শ্রেণী:ইনকা সাম্রাজ্য]]
[[বিষয়শ্রেণী:প্রাক্তন সাম্রাজ্যসমূহ]]
[[বিষয়শ্রেণী:প্রাক্তন সাম্রাজ্য]]

০৯:৪১, ১ এপ্রিল ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

চার যুক্ত প্রদেশ

Tawantinsuyu
১৪৩৮–১৫৩৩
অবস্থাসাম্রাজ্য
রাজধানীকোস্কো (১৪৩৮-১৫৩৩)
প্রচলিত ভাষাকেচুয়া (সরকারি), আইমারা, পুকুইনা, জাকি পরিবার, মুচিক এবং ক্ষুদ্রতর ভাষার স্কোর।
ধর্ম
ইনকা ধর্ম
সরকাররাজতন্ত্র
সাপা ইনকা 
• ১৪৩৮-১৪৭১
পাকাকুতি
• ১৪৭১-১৪৯৩
তুপাক ইনকা ইয়াপানকুই
• ১৪৯৩-১৫২৫
হুয়ায়না কাপাক
• ১৫২৫-১৫৩২
হুয়াস্কার
• ১৫৩২-১৫৩৩
আতাহুয়ালপা
ঐতিহাসিক যুগপি-কলাম্বিয়ান
• 1570
1438
• Pachacutec created the Twantinsuyu
১৪৩৮
১৫২৯-১৫৩২
• ফ্রান্সিসকো পিযাররো্র নেতৃত্বে স্পেনীসদের বিজয়
১৫৩৩
আয়তন
১৪৩৮[১]৮,০০,০০০ বর্গকিলোমিটার (৩,১০,০০০ বর্গমাইল)
১৫২৭২০,০০,০০০ বর্গকিলোমিটার (৭,৭০,০০০ বর্গমাইল)
জনসংখ্যা
• ১৪৩৮[১]
12000000
• ১৫২৭
20000000
পূর্বসূরী
উত্তরসূরী
চিত্র:Red and yellow কোস্কোর রাজ্য
Governorate of New Castile চিত্র:Golden star

ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা। ধারণা করা হয়, ইনকা সভ্যতার মানুষ আমেরিকার অন্যান্য লোকেদের মতই বেরিয় প্রনালি পার হয়ে এশিয়া থেকে আফ্রিকা মহাদেশে পা রেখেছিলো। কালক্রমে নানাভাবে বিভক্ত হয়ে এরা আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থানে বসতি স্থাপনকরে।

নামকরণ

দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় ১২ শতকে যে সভ্যতা গড়ে উঠেছিল তা ইনকা সভ্যতা নামে পরিচিত। ইনকা শব্দের অর্থ সূর্যের সন্তান।তারা যুদ্ধবাজ জাতি ছিলো।সাধারণত কুজকো অঞ্চলের শাসকদের ইনকা বলা হতো। কখনো কখনো সমুদয় জনগোষ্ঠীকেও ইনকা বলা হতো। ইনকার রাষ্ট্রীয় ভাষার নাম কুয়েচাওয়া। এর বাইরেও সাম্রাজ্য জুড়ে অন্তত ২০ টি স্থানীয় ভাষার অস্তিত্ব ছিল।

অবস্থান

ইনকা সভ্যতা বর্তমান পেরু, ইকুয়েডর, বলিভিয়া, আর্জেন্টিনা, ও চিলির একটি বড় অংশ জুড়ে বিস্তৃত ছিল।

সভ্যতার ক্রমবিকাশ

আমেরিকার স্থানীয় অধিবাসীদের গড়া সবচেয়ে বড় সাম্রাজ্য হচ্ছে ইনকা।ইনকা সভ্যতার সূচনা হয় দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার দক্ষিণে কুজকো অঞ্চলে। চৌদ্দ শতকের শেষ দিকে এখান থেকে ইনকা সাম্রাজের বিস্তার শুরু হয়। ইনকারা তাদের আবাস ভূমিকে বলত তাওয়ানজিনসুয়ু। এ শব্দটির অর্থ চার অংশ। বিশাল আকারের জন্য ইনকা সাম্রাজে ছিল ভৌগোলিক বৈচিত্র্য। কোথাও ছিলো চাষ উপযোগী উপত্যকা, কোথাও পাহাড়ি ভূমি, কোনো অংশ জুড়ে ছিলো সমুদ্রের তটভূমি।

ইতিহাস

ইনকা সভ্যতার সাম্রাজের প্রথম যুগের ইতিহাস খুব স্পষ্ট নয়। স্পেনীয়দের লেখায় কিছু ধারণা পাওয়া যায়। কুজকো অঞ্চলে যাত্রা শুরু হলেও ক্রমে বর্তমান আইয়াকুচো, পেরু ইত্যাদি অঞ্চলের অনেকটা অংশ নিয়ে ইনকাদের বিশাল শক্তিশালী রাজ্য গড়ে উঠেছিল।দশ শতকে এ অঞ্চলগুলো ছোট ছোট সামন্ত অধিপতিদের অধীনে ছিল। প্রথমদিকে ইনকারা প্রতিবেশী ক্ষুদ্র রাজ্যগুলোর ওপর আধিপত্য বিস্তার করে । অনেকের ধারণা, ইনকা সাম্রাজের প্রতিষ্ঠাতা ছিলেন মানকো কাপাক।ইনকাদের রাজ্য বিস্তারে সবচেয়ে সফল রাজা ছিলেন পাচাকুটি। স্পেনীয় ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী, পরবর্তীকালে প্রতিষ্ঠিত ইনকা সাম্রাজের তিন ভাগের দুই ভাগই অধিকার করেছিলেন তিনি।১৪৭০ সালে ইনকারা সবচেয়ে সম্পদশালী ও শক্তিধর রাজ্য চিমু অধিকার করে। বর্তমান পেরুই হচ্ছে সে যুগের চিমু। বিজয় অভিযান চূরান্তভাবে সম্পন্ন করেছিলেন পাচাকুটির ছেলে। সিংহাসনের এ উওরাধিকারীর নাম ছিল টোপা ইনকা। সিংহাসনে বসার আগেই উওরের সীমান্ত এলাকায় আঘাত হানেন তিনি। এখানেই জন্ম নেয় ইকুয়েডর রাজ্য। তার শাসনকালে ইনকা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পেরুর দক্ষিণে সমুদ্র তীরাঞ্চল, চিলির উওরাংশ, আজেন্টিনারেউওর-পশ্চিমাংশ এবং বলিভিয়া- মালভূমির কিছু অংশ। শেষ ইনকা শাসক আটাহুয়ালপা এর পিতা হুয়াইনা কাপাক ১৫২৭ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত সাম্রাজ্যের শেষ উওর সীমায় শাসন করেছিলেন।

ইনকা সাম্রাজ্যের শাসকবৃন্ধ

  • পাঁচাকুটি (১৪৩৮-১৪৭১)
  • টোপা ইনকা (১৪৭১-১৪৯৩)
  • হুয়াইনা কাপাক (১৪৯৫-১৫২৭)
  • ওয়াসকার ইনকা (১৫২৭-১৫৩২)
  • আটাহুয়ালপা (১৫৩২-১৫৩৩)

সাম্রাজ্যের অবসান

সাম্রাজ্য যখন খুব বড় হয়ে যায় তখন তা নিয়ন্ত্রণে রাখা সব সময়েই কঠিন। হুয়াইনা কাপাক এর সময় ইনকাতে গুহযুদ্ধ হয়েছিল। এ যুগে উওরাধিকার নির্বাচনের কোনো নির্দিষ্ট নিয়মছিল না। একারণে সিংহাসনের দাবিদারদের মধ্যে দ্বন্ধ লেগেই থাকত। নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হত। এ দ্বন্ধ- সংঘাতের সুযোগ নিয়েছিলো স্পেনীয়রা। ১৫৩২ সালে স্পেনীয় বিজেতা ফ্রান্সিসকো পিজাররো ইনকা সাম্রাজ্যে প্রবেশ করেন। তার বাহিনীই ধ্বংস করে দেয় ইনকা সাম্রাজ্য।

রাষ্ট্রব্যবস্থা

ইনকা সাম্রাজ্যে সম্রাটের হাতে সার্বভৌমত্ব কোনো ক্ষমতা ছিলো না। সাম্রাজ্য জুড়ে ছিল নানা গোত্র আর ভাষারমানুষ। ফলে সাম্রাজের ভেতর ঐক্য গড়ে তোলা কঠিন ছিলো। ইনকাদের মধ্যে ঐক্য গড়ার জন্য কিছু ব্যবস্থা য়ো হয়। এ লক্ষে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে অভিজাতদের একটি দল কুজকোতে আসে। তারা জনসাধারণের ওপর প্রভাব বিস্তার করতে থাকে। সামরিক অভিযান প্রতিহত করার জন্যও সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রশাসন

ইনকা সমাজে রাজা ছিলেন সূর্যদেবতা ইনটির প্রতিনিধি ।

তথ্যসূত্র

  1. "The Inca Empire. Created by Katrina Namnama & Kathleen DeGuzman"। ২৭ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০০৯ 

বহিঃসংযোগ