উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Masum Ibn Musa: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nocturnal306 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Ashiq Shawon (আলোচনা | অবদান)
মোবাইল সম্পাদনার কারণে ভোটটি মুছে যাওয়ায় পুনরায় যুক্ত করা হলো।
২৬ নং লাইন: ২৬ নং লাইন:


==== সমর্থন ====
==== সমর্থন ====
+
# দীর্ঘদিন যাবৎ বাংলা উইকিপিডিয়ায় নিরলস অবদানকারীদের অন্যতম মাসুমের আরো পূর্বেই প্রশাসক হিসাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা উচিত ছিলো বলে আমি মনে করি; কারণ বিভিন্ন টুলসের ব্যবহার সম্পর্কে তার ভালো জ্ঞান আছে এবং এর পাশাপাশি সে ধ্বংসপ্রবণতা রোধে ও রক্ষণাবেক্ষণেে যথেষ্ট মনোযোগীও আছে। সঙ্গত কারণেই তার প্রশাসকত্ব পাওয়ার বিষয়ে আমার জোরালো {{সমর্থন}} আছে। - [[ব্যবহারকারী:Ashiq Shawon|Ashiq Shawon]] ([[ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon|আলাপ]]) ০৩:৫১, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি
# : {{দৃঢ় সমর্থন}}। বাংলা উইকিপিডিয়ার একজন পুরাতন, নিরলস এবং নিবেদিত প্রাণ উইকিপিডিয়ান। [[ব্যবহারকারী:Ferdous|— <span style="color:red">ফের</span><span style="color:green">দৌস</span>]] • ০৪:০৫, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
# : {{দৃঢ় সমর্থন}}। বাংলা উইকিপিডিয়ার একজন পুরাতন, নিরলস এবং নিবেদিত প্রাণ উইকিপিডিয়ান। [[ব্যবহারকারী:Ferdous|— <span style="color:red">ফের</span><span style="color:green">দৌস</span>]] • ০৪:০৫, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)



০৪:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

Masum Ibn Musa

এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (০/০/০); শেষ হবে: ‍‍২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৫ (ইউটিসি)

মনোনয়ন

২০০৮ সাল থেকে প্রাথমিকভাবে ইংরেজি উইকিপিডিয়াতে কাজের মাধ্যমে উইকিতে আগমন করলেও বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত ব্যবহারকারী হিসেবে ২০১৩ সাল থেকে কাজ করে আসছি। উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্প; যেমন: ইংরেজি, কমন্স, উইকিডাটাসহ বিভিন্ন প্রকল্পেও আমি কাজ করে থাকি। বাংলা উইকিপিডিয়ায় আমার নিবন্ধ সংখ্যা ১৬৫০+ এবং সম্পাদনা সংখ্যা ৪৩০০০+। আর, আমার বৈশ্বিক সম্পাদনা সংখ্যা প্রায় ৮৫,৭০০+। আমার নির্দিষ্ট কোনো ক্ষেত্র নেই তাই সকল বিষয় নিয়ে লেখালেখি করে থাকি। উইকিপিডিয়ায় নিয়মিত নিবন্ধ তৈরীর পাশাপাশি পুরাতন নিবন্ধসমূহের মানোন্নয়ন, ধ্বংসপ্রবণতা রোধ, নিরপেক্ষতা যাচাই, নতুন ব্যবহারকারীদের সহায়তা প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদানের কাজ করে থাকি। এছাড়াও আমি উইকিপ্রকল্প ক্রিকেট, উইকিপ্রকল্প ইসলাম, উইকিপ্রকল্প চলচ্চিত্রের অন্যতম অবদানকারীসহ জেলার নিবন্ধ এবং বিষয়শ্রেণী, টেমপ্লেট, প্রবেশদ্বার পাতাসমূহেও অবদান রেখেছি। আমি খুলনা উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি ২০১৬ সাল থেকে। অনলাইনের পাশাপাশি আমি উইকিমিডিয়া প্রকল্পসমূহের বিভিন্ন অফলাইন কর্মকান্ডেও জড়িত। আমার পূর্বের অধিকার স্বয়ংক্রিয় পরীক্ষক, ফাইল স্থানান্তরকারী, নিরীক্ষক, রোলব্যাকার এর যথাযথ ব্যবাহার করেছি। বাংলা উইকিপিডিয়ার পরিধি ক্রমেই বাড়ছে এবং সেই সাথে এর ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে, সুতরাং প্রশাসক অধিকারটি পেলে আমার কাজের ধারা আরো গতিশীল হবে বলে মনে করছি। ‍‍

প্রশাসক সরঞ্জাম ব্যবহার করে আমি ধ্বংসপ্রবণতা রোধ, অনুরোধকৃত পাতা অপসারণ, কপিরাইট বিতর্কিত চিত্র অপসারণ, বাতিলকৃত কপিরাইট বিষয়ের সংস্করণ অপসারণ, বাতিলকৃত কপিরাইট কন্টেন্টের সংস্করণগুলো অপসারণ, উন্নয়ন প্রয়োজন কিন্তু সংরক্ষিত রয়েছে এমন পাতাগুলোর মানোন্নয়ন, অনুরোধকৃত অপ্রয়োজনীয় পাতা অপসারণ এবং অন্যান্য ব্যবহারকরীদের অনুরোধগুলোও নিয়মিতভাবে সমাধান করার চেষ্ঠা করবো প্রশাসক হিসবে।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৩:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদনকারীর প্রতি প্রশ্ন

প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:

১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
উ: প্রশাসক হিসেবে বাংলা উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধ, অনুরোধকৃত পাতা অপসারণ, কপিরাইট বিতর্কিত চিত্র অপসারণ, বাতিলকৃত কপিরাইট বিষয়ের সংস্করণ অপসারণ, বাতিলকৃত কপিরাইট কন্টেন্টের সংস্করণগুলো অপসারণ, উন্নয়ন প্রয়োজন কিন্তু সংরক্ষিত রয়েছে এমন পাতাগুলোর মানোন্নয়ন, অনুরোধকৃত অপ্রয়োজনীয় পাতা অপসারণ এবং অন্যান্য ব্যবহারকরীদের অনুরোধগুলোও নিয়মিতভাবে সমাধান করতে চাই।
২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
উ: বাংলা উইকিপিডিয়াতে আমি এখনও পর্যন্ত ১৬৫০+ নিবন্ধ তৈরি করেছি বিভিন্ন বিষয়ের উপর। তবে এর মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু নিবন্ধ হচ্ছে: ক্রাইস্টচার্চ মসজিদ হামলা, দিলীপ কুমার, মনির খান, বিনোদন ও গণমাধ্যমে মুসলমানদের তালিকা, আজিজ আহমেদ, ২০১৮ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০, শবনম ফারিয়া, মেহেদী হাসান, সালমান খান অভিনীত চলচ্চিত্রের তালিকা, ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ, মুস্তাফিজুর রহমান, ইসলামে ধর্মান্তরিত ব্যক্তিদের তালিকা, মুমতাজ (অভিনেত্রী), ফরিদা জালাল, ঝুলন গোস্বামী, তাবু (অভিনেত্রী), ইমরান খান (ভারতীয় অভিনেতা), আনুশকা শর্মা, ইউনুস খান, সনু নিগম, আহমেদ দিদাত। এছাড়াও ৪৭৮টি চিত্র, ১১৬৪টি ফাইল স্থানান্তর, ৪৪৬টি কমন্স চিত্রে অবদান রয়েছে।
৩. আপনার মতে উইকিপিডিয়ায় সর্বাধিক গুরুত্বপূর্ণ নীতিটি কী এবং কেন??


সমর্থন

+

  1. দীর্ঘদিন যাবৎ বাংলা উইকিপিডিয়ায় নিরলস অবদানকারীদের অন্যতম মাসুমের আরো পূর্বেই প্রশাসক হিসাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা উচিত ছিলো বলে আমি মনে করি; কারণ বিভিন্ন টুলসের ব্যবহার সম্পর্কে তার ভালো জ্ঞান আছে এবং এর পাশাপাশি সে ধ্বংসপ্রবণতা রোধে ও রক্ষণাবেক্ষণেে যথেষ্ট মনোযোগীও আছে। সঙ্গত কারণেই তার প্রশাসকত্ব পাওয়ার বিষয়ে আমার জোরালো  সমর্থন আছে। - Ashiq Shawon (আলাপ) ০৩:৫১, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি
  2. : দৃঢ় সমর্থন। বাংলা উইকিপিডিয়ার একজন পুরাতন, নিরলস এবং নিবেদিত প্রাণ উইকিপিডিয়ান। ফেরদৌস০৪:০৫, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বিরোধিতা

নিরপেক্ষ

মন্তব্য