বিয়াট্রিক্স ডি'সুজা
বিয়াট্রিক্স ডি'সুজা | |
---|---|
সংসদ সদস্য, লোকসভা | |
নির্বাচনী এলাকা | অ্যাংলো-ইণ্ডিয়ান, তামিলনাড়ু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৫ মে ১৯৩৫ |
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | সমতা পার্টি |
জীবিকা | সমাজকর্মী, অধ্যাপক, শিক্ষাবিদ |
বিয়াট্রিক্স ডি'সুজা (জন্ম ৫ই মে ১৯৩৫) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সমাজকর্মী। তিনি সমতা পার্টির (উদয় মণ্ডলের নেতৃত্বে) সদস্য হিসেবে[১][২] ১৯৯১-৯৬ সাল পর্যন্ত তামিলনাড়ু রাজ্য বিধানসভায় এবং ১৯৯৮-২০০৪ সাল পর্যন্ত লোকসভায় ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছেন।[৩]
শিক্ষা
[সম্পাদনা]বিয়াট্রিক্স ডি'সুজা চেন্নাইয়ের (তামিলনাড়ু) মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের স্টেলা ম্যারিস কলেজ এবং প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[৪] তিনি অস্ট্রেলিয়ান সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]বিয়াট্রিক্স ডি'সুজা তাঁর কর্মজীবনের শুরু থেকেই অল ইণ্ডিয়া অ্যাংলো-ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন। তিনি অ্যাংলো-ইণ্ডিয়ান উইমেন ফোরামের প্রতিষ্ঠাতা-সভাপতি ছিলেন।[২] একজন রাজনীতিবিদ হিসেবে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন এবং এমপিল্যাড স্কিমের অধীনে (এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট) জনসাধারণের উপকারে আসা প্রকল্পগুলি নাগরিক কর্তৃপক্ষ কর্তৃক সময়মতো বাস্তবায়নের চেষ্টা করেছেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Flaming torch a free symbol, EC can allot it to any other party: Delhi HC dismisses Samata Party's appeal"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-১৯। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৬।
- ↑ ক খ গ "Biographical Sketch Member of Parliament 13th Lok Sabha"। ১ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ ক খ Says, Sizy John (২০২৩-০১-২০)। "Dr. Beatrix D'Souza – the voice of the Anglo-Indian Community"। Madras Musings (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৭।
- ↑ "Beatrix D'Souza - Alchetron, The Free Social Encyclopedia"। Alchetron.com (ইংরেজি ভাষায়)। ২০১৬-০১-১৮। সংগ্রহের তারিখ ২০২৫-০৩-২৭।
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী শিক্ষাবিদ
- ত্রয়োদশ লোকসভার সদস্য
- দ্বাদশ লোকসভার সদস্য
- সমতা পার্টির রাজনীতিবিদ
- তামিলনাড়ুর শিক্ষাবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় শিক্ষাবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- পর্তুগিজ বংশোদ্ভূত ভারতীয় ব্যক্তি
- ইঙ্গ-ভারতীয় ব্যক্তিত্ব
- জীবিত ব্যক্তি
- ১৯৩৫-এ জন্ম
- তামিলনাড়ু বিধানসভার সদস্য ১৯৯১-১৯৯৬