বিষয়বস্তুতে চলুন

বিমান বাগচী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিমান বাগচী
বিমান বাগচী
জন্ম (1954-01-01) ১ জানুয়ারি ১৯৫৪ (বয়স ৭০)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তন
পরিচিতির কারণঅধ্যয়ন করেছেন
পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্র
প্রতিষ্ঠানসমূহ
ওয়েবসাইটbimanbagchi.com

বিমান বাগচী (জন্ম: ১ জানুয়ারি, ১৯৫৪) একজন ভারতীয় বায়োফিজিকাল রসায়নবিদ, তাত্ত্বিক রসায়নবিদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সলিড স্টেট অ্যান্ড স্ট্রাকচারাল কেমিস্ট্রি ইউনিটের একজন অমৃত মোদি অধ্যাপক।[] তিনি পরিসংখ্যান মেকানিক্স বিষয়ে পড়াশুনার জন্য পরিচিত; বিশেষত ফেজ ট্রানজিশন এবং নিউক্লিয়েশন, সলভেশন ডায়নামিক্স, ইলেক্ট্রোলাইট ট্রান্সপোর্টের মোড-কাপলিং থিয়োরি, জৈবিক ম্যাক্রোমলিকিউলের গতিবিদ্যা (প্রোটিন, ডিএনএ ইত্যাদি), প্রোটিন ভাঁজ, এনজাইম গতিবিজ্ঞান, অতি ঠাণ্ডা তরল এবং প্রোটিন হাইড্রেশন স্তর অধ্যয়নের জন্যেও সবিশেষ পরিচিতি লাভ করেছেন।[] তিনি ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি,[] ইন্ডিয়ান একাডেমি অব সায়েন্স[] এবং ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস এর একজন নির্বাচিত সহযোগী।[] বেশ কয়েকটি বৈজ্ঞানিক নিবন্ধ ছাড়াও তিনি দুটি বই লিখেছেন। সেগুলি হল মলিকিউলার রিল্যাক্সেশন ইন লিকুইডস[] এবং ওয়াটার ইন বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেসেস: ফ্রম স্ট্রাকচার অ্যান্ড ডায়নামিক্স টু ফাংশান[] বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত সরকারের শীর্ষস্থানীয় সংস্থা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ তাকে ১৯৯১ সালে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারে ভূষিত করেছেন। রাসায়নিক বিজ্ঞানে তার অবদানের জন্য এটি একটি সর্বোচ্চ ভারতীয় বিজ্ঞান পুরস্কার।[]

জীবনী

[সম্পাদনা]

বিমান বাগচী ১৯৫৪ সালের ইংরেজি নববর্ষের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়। তার পিতা বিনয় কুমার বাগচী ছিলেন একটি স্কুলের অধ্যক্ষ এবং তার মা আভা ছিলেন একাধারে গৃহবধূ ও খণ্ডকালীন শিক্ষক।[] তিনি ১৯৭৪ সালে প্রেসিডেন্সি কলেজ, কলকাতা (বর্তমান সময়ের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ১৯৭৬সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরাল গবেষণা করেন। এটি একটি আইভি লীগ সংস্থা, যেখানে তিনি ১৯৮০ সালে অধ্যাপক জুলিয়ান গিবসের সাথে কাজ করে পিএইচডি অর্জন করেছিলেন। তিনি তার পোস্ট-ডক্টরাল পড়াশোনা করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের জেমস ফ্রাঙ্ক ইনস্টিটিউট থেকে, একজন গবেষণা সহযোগী হিসাবে। এখানে তিনি ১৯৮৩ অবধি ডেভিড ডব্লিউ. অক্সটোবি, গ্রাহাম ফ্লেমিং এবং স্টুয়ার্ট রাইসের মতো নামী রসায়নবিদদের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন। এরপর তিনি এক বছরের জন্য রবার্ট জ্বোয়ানজিগ এর মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে চলে যান।[] বাগচী ১৯৮৪ সালে ভারতে ফিরে আসেন এবং ইন্ডিয়ান ইন্সটিট্যুট অব সায়েন্সের (আইআইএসসি) সলিড স্টেট এবং স্ট্রাকচারাল কেমিস্ট্রি বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। সেখানে তিনি বাগচি গবেষণা গ্রুপ প্রতিষ্ঠা করেছেন[১০] এবং অমৃত মোদি অধ্যাপক হিসাবে কাজ করছেন।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Amrut Mody Professor"। Indian Institute of Science। ২০১৬। ১৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  2. "Brief Profile of the Awardee"। Shanti Swarup Bhatnagar Prize। ২০১৬। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৬ 
  3. "Indian fellow"। Indian National Science Academy। ২০১৬। ৫ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 
  4. "Fellow profile"। Indian Academy of Sciences। ২০১৬। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৬ 
  5. "TWAS fellow"। The World Academy of Sciences। ২০১৬। 
  6. Biman Bagchi (১৭ এপ্রিল ২০১২)। Molecular Relaxation in Liquids। Oxford University Press, USA। আইএসবিএন 978-0-19-986332-7 
  7. Biman Bagchi (১৪ নভেম্বর ২০১৩)। Water in Biological and Chemical Processes: From Structure and Dynamics to Function। Cambridge University Press। আইএসবিএন 978-1-107-03729-8 
  8. "View Bhatnagar Awardees"। Shanti Swarup Bhatnagar Prize। ২০১৬। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৬ 
  9. Bagchi, Biman (২০১৫)। "Autobiography of Biman Bagchi"। J. Phys. Chem. B119 (34): 10813–10816। ডিওআই:10.1021/acs.jpcb.5b06114পিএমআইডি 26310133 
  10. "Bagchi Group official website"Laboratory profile। Bagchi Group। ২০১৬। ২৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

আরো পড়ুন

[সম্পাদনা]
  • চন্দ্র, এ.; বিশ্বাস, আর.; ফ্লেমিং, জি. আর. (আগস্ট ২০১৫)। চন্দ্র, অমলেন্দু; বিশ্বাস, রঞ্জিত; ফ্লেমিং, গ্রাহাম আর., সম্পাদকগণ। "বিমান বাগচীর প্রতি শ্রদ্ধাঞ্জলি"। দ্য জার্নাল অফ ফিজিক্যাল কেমিস্ট্রি119 (34): 10809–11442। ডিওআই:10.1021/acs.jpcb.5b06606পিএমআইডি 26310132