আল্লামা বিন্নুরী টাউন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বিন্নুরী টাউন থেকে পুনর্নির্দেশিত)

আল্লামা বিন্নুরী টাউন বা আল্লামা বিন্নুরী নগর হল করাচির একটি আবাসিক এবং বাণিজ্যিক এলাকা। পূর্বে এটির মূল নাম ছিল "নতুন নগর"।[১] হাদিস পণ্ডিত মুহম্মদ ইউসুফ বিন্নুরীর সম্মানে এটির নাম আল্লামা বিন্নুরী নগর নামকরণ করা হয়।[২]

ইউসুফ বন্নুরী বিশ্বখ্যাত দেওবন্দি মাদ্রাসা জামিয়া উলুমুল ইসলামিয়া নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সৈয়দ মেহবুব রিজভীদার আল-উলুম দেওবন্দের ইতিহাস (২য় খণ্ড) (পিডিএফ) (১৯৮১ সংস্করণ)। ইদারা-ই-এহতেমাম, দারুল উলুম দেওবন্দ। পৃষ্ঠা ১২০-১২১। সংগ্রহের তারিখ ৮ মে ২০২০ 
  2. আমীর, হামজা (জানুয়ারি ২৭, ২০২০)। "Pakistan: Hindu woman abducted from wedding, forcibly converted, married off"ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)।