বিষয়বস্তুতে চলুন

বিনয়া প্রসাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিনয়া প্রসাদ
জন্ম
বিনয়া ভাট

পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮৬–বর্তমান
দাম্পত্য সঙ্গী
  • ভিআরকে প্রসাদ (বি. ১৯৮৮; মৃ. ১৯৯৫)
  • জ্যোতিপ্রকাশ (বি. ২০০২)

বিনয়া প্রকাশ ( জন্ম নাম বিনয়া ভাট , জন্ম-২২ নভেম্বর ১৯৬৭) [] যিনি বিনয়া প্রসাদ নামেও পরিচিত, একজন ভারতীয় অভিনেত্রী যিনি কন্নড়, মালায়ালম এবং তেলুগু চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ধারাবাহিকে তার অভিনয়ের জন্য পরিচিত। []

কর্মজীবন

[সম্পাদনা]

বিনয়া প্রসাদ কর্ণাটক রাজ্যের উদুপি জেলার বাসিন্দা। ১৯৮৬ সালে জিভি আইয়ারের মাধবাচার্য ছবিতে একটি ছোট ভূমিকার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। গণেশনা মাদুভেতে চলচ্চিত্রে তিনি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন যেখানে তার সহ অভিনেতা ছিলেন অনন্ত নাগ। ছবিটি বিশাল ব্যাবসায়িক সাফল্য পায়। তিনি কন্নড় ভাষার পাশাপাশি মালায়ালাম, তামিল এবং তেলুগু ভাষার অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কিছু কন্নড় চলচ্চিত্রের মধ্যে রয়েছে গণেশনা মাদুভে, নীনু নাক্কারে হালু সাক্কারে, গৌরী গণেশা, মাইসোর জানা এবং সূর্যোদয় । তিনি কালজয়ী বিখ্যাত মালয়ালম চলচ্চিত্র মণিচিত্রাথাজুতে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি তামিল চলচ্চিত্র থাইকুলামে থাইকুলামে -তে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। তেলুগুতে, তার অভিনীত জনপ্রিয় কিছু চলচ্চিত্র হল, ইন্দ্রা, ডোঙ্গা দোঙ্গাদি এবং অন্ধ্রুদু

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

বিনয়া কর্ণাটকের উদুপি জেলার বাসিন্দা এবং উদুপিতে বড় হয়ে উঠেছেন। ১৯৮৮ সালে, তিনি কন্নড় চলচ্চিত্রের পরিচালক ও সম্পাদক ভিআরকে প্রসাদকে বিয়ে করেন, কিন্তু প্রসাদ অল্প বয়সেই মারা যান। [][]

২০০২ সালে, বিনয়া জ্যোতিপ্রকাশকে বিয়ে করেন এবং বর্তমানে তিনি তার স্বামী এবং কন্যা প্রথমা প্রসাদের সাথে বেঙ্গালুরুতে থাকেন। []

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

কন্নড় চলচ্চিত্র

[সম্পাদনা]

অন্যান্য ভাষার চলচ্চিত্র

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Vinaya Prasad: Movies, Photos, Videos, News, Biography & Birthday | Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১ 
  2. Sharadhaa, A. (২০১৭-১০-০৪)। "I love to laugh and make others laugh: Vinaya Prasad"The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১ 
  3. "Getting Kannada movie stars to bare their souls"Rediff (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১