বিধান ভবন, নাগপুর

বিধান ভবন, নাগপুর হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের দ্বিতীয় রাজধানী নাগপুরের সিভিল লাইন এলাকার একটি ভবন। এখানে মহারাষ্ট্র আইনসভার শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হয়। ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৯১২ সালে। এটি যুক্তপ্রদেশ এবং বেরার প্রশাসনের জন্য তৎকালীন ব্রিটিশ কমান্ড দ্বারা নির্মিত হয়েছিল, যার মধ্যে নাগপুর ছিল রাজধানী। পরবর্তীতে ১৯৫২ সালে সিপি ও বেরারকে বৃহৎ মধ্যভারত রাজ্য মধ্যপ্রদেশে বিভক্ত করা হয় যার মধ্যে বর্তমান মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং বিদর্ভ অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। নাগপুর ছিল এই রাজ্যের রাজধানী। ১৯৬০ সালে এই রাজ্যটি আরও বিভক্ত হয়, যার ফলে বিদর্ভ অঞ্চল মহারাষ্ট্র রাজ্যে চলে যায়। এভাবে নাগপুর তার রাজধানীর মর্যাদা হারায়। কিন্তু বিদর্ভ অঞ্চলের স্বার্থ রক্ষা এবং সমান উন্নয়নের জন্য যশবন্তরাও চ্যাভানের নেতৃত্বে মহারাষ্ট্র রাজ্য সরকার দ্বারা একটি নাগপুর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তদনুসারে নাগপুরকে মহারাষ্ট্রের দ্বিতীয় রাজধানী করা হয় এবং রাজ্য আইনসভার শীতকালীন অধিবেশন এবং রাজ্য আইন পরিষদের অধিবেশন নাগপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Archived copy"। ২৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১২।