বীড লোকসভা কেন্দ্র

স্থানাঙ্ক: ১৮°৫৯′১০.৭৯″ উত্তর ৭৫°৪৬′১.৮৬″ পূর্ব / ১৮.৯৮৬৩৩০৬° উত্তর ৭৫.৭৬৭১৮৩৩° পূর্ব / 18.9863306; 75.7671833
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বিদ (মহারাষ্ট্র লোকসভা কেন্দ্র) থেকে পুনর্নির্দেশিত)
বীড লোকসভা কেন্দ্র
অস্তিত্ব১৯৫২-বর্তমান
বর্তমান সাংসদপ্রীতম মুন্ডে
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যমহারাষ্ট্র

বিদ লোকসভা কেন্দ্রটি মহারাষ্ট্র রাজ্যের ৪৮ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রেটি মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই লোকসভা কেন্দ্রের সদর দফতর বিদ শহরে অবস্থিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল মারাঠি।

মহারাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল বিদ লোকসভা আসন। এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

বিধানসভা কেন্দ্র গুলি[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলি হল-[১]

জিওরাই বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি বিদ জেলায় অবস্থিত।[১]

মাজল গাওঁ কেন্দ্রীয় বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি বিদ জেলায় অবস্থিত।[১]

বিদ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি বিদ জেলায় অবস্থিত।[১]

অ্যশতি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি বিদ জেলায় অবস্থিত।[১]

কাইজ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনী এলাকাটি বিদ জেলায় অবস্থিত। [১]

পার্লি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি বিদ জেলায় অবস্থিত।[১]

বিদ লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান ও প্রাক্তন সংসদ[সম্পাদনা]

বিদ লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান সংসদ ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রীতম মুন্ডে[২][৩] এবং প্রাক্তন সংসদ ছিলেন ভারতীয় জনতা পার্টির সদস্য এবং তাঁর (প্রীতমের) পিতা গোপীনাথ মুন্ডে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. >"District wise List of Assembly and Parliamentary Constituencies"। Chief Electoral Officer, Maharashtra website। ১৮ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Munde's daughter Pritam wins Beed Lok Sabha bypoll by record margin"The Times of India। ১৯ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৪ 
  3. "Munde's daughter breaks Modi's Lok Sabha record"। India Today। ২০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৪ 

আরও পড়ুন[সম্পাদনা]

অমরাবতী লোকসভা কেন্দ্র
আহমেদনগর লোকসভা কেন্দ্র

বহিঃসংযোগ[সম্পাদনা]