বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন
অবয়ব
বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | ময়মনসিংহ জেলা ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইন |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৮৯৪ |
অবস্থান | |
বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[২][৩]
ইতিহাস
[সম্পাদনা]ঢাকা স্টেট রেলওয়ে কম্পানি দ্বারা ১৮৮৫ সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত হয়। এই রেলপথ ১৮৯৪ সালে জামালপুর পর্যন্ত, সম্প্রসারণ করা হয়।[৪] এসময় এই লাইনের স্টেশন হিসেবে বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা
[সম্পাদনা]বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:
- তিস্তা এক্সপ্রেস
- অগ্নিবীণা এক্সপ্রেস
- যমুনা এক্সপ্রেস
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস
- ময়মনসিংহ এক্সপ্রেস
- ধলেশ্বরী এক্সপ্রেস
- দেওয়ানগঞ্জ কমিউটার
- জামালপুর কমিউটার
- ভাওয়াল এক্সপ্রেস ও
- লোকাল ট্রেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ রেলওয়ে
- ↑ "বিদ্যাগঞ্জে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ "বিদ্যাগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবিতে মানববন্ধন"। Jugantor। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।