বিটিভি নিউজ
| বিটিভি নিউজ | |
|---|---|
| উদ্বোধন | ৩১ ডিসেম্বর ২০২৪ |
| মালিকানা | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |
| চিত্রের বিন্যাস | ১০৮০আই এইচডিটিভি (এসডিটিভি সেটের জন্য ১৬:৯ ৫৭৬আইতে ডাউনস্কেলকৃত) |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| প্রধান কার্যালয় | রামপুরা, ঢাকা |
| ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | |
| ওয়েবসাইট | btv |
| সরাসরি | www |
বিটিভি নিউজ বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলা ভাষার একটি টেলিভিশন চ্যানেল। এটি একটি সংবাদভিত্তিক চ্যানেল ও বাংলাদেশ টেলিভিশন নেটওয়ার্কের অংশ। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর বিটিভি ওয়ার্ল্ড বন্ধ করে দেওয়া হয় ও এর পরিবর্তে পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে “বিটিভি নিউজ” যাত্রা শুরু করে।[১]
ইতিহাস
[সম্পাদনা]২০২৪ সালের ৪ ডিসেম্বর বিটিভি ওয়ার্ল্ডকে সংবাদ চ্যানেলে রূপান্তরের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়।[২] একই মাসের ৩০ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে বিটিভি নিউজের সম্প্রচার শুরু হয়।[৩] পরের দিন, ৩১ ডিসেম্বর পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে “বিটিভি নিউজ” যাত্রা শুরু করে।[৪]
২০২৫ সালের ৫ জানুয়ারি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, সরকার বিটিভিকে ঢেলে সাজানোর অংশ হিসেবে বিটিভি নিউজের সম্প্রচার শুরু করেছে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বিটিভির ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল চালু হলো"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৫।
- ↑ "বিটিভি ওয়ার্ল্ডকে স্বতন্ত্র নিউজ চ্যানেল হিসেবে চালু করার প্রশাসনিক অনুমোদন" (পিডিএফ)। বাংলাদেশ টেলিভিশন। ৫ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৫।
- 1 2 "বিটিভিকে আরও বড় আকারে ঢেলে সাজাতে চায় সরকার"। জাগোনিউজ২৪.কম। ৫ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫।
- ↑ "বিটিভি নিউজের যাত্রা শুরু"। কালের কণ্ঠ। জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৫।