বিটা ক্ষয়
নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে বিটাক্ষয় হল একধরনের তেজসক্রিয় ক্ষয় যেখানে বিটা রশ্মি ও নিউট্রিো নির্গত হয় পরমাণুর নিউক্লিয়াস থেকে।যেমন:ইলেক্ট্রন নির্গত হওয়ার পর প্রোটন,নিউট্রনে পরিণত হয়।বিটা ক্ষয় হল দুর্বল নিউক্লিয় বলের একটি ফলাফল।[১][২]
বর্ণনা[সম্পাদনা]
বিটা ক্ষয় দুই প্রকার।যথা:১.বিটা ঋণাত্মক এবং বিটা ধনাত্মক।ঋণাত্মক বিটা ক্ষয়ে একটি ইলেক্ট্রন ও ইলেক্ট্রন নিউট্রন প্রতিকণিকা নির্গত করে নিউট্রন,প্রোটনে পরিণত হয়।আবার বিটা ধনাত্মক ক্ষয়ে একটি পজিট্রন ও ইলেক্ট্রন নিউট্রন নির্গত হয়ে প্রোটন,নিউট্রনে পরিণত হয়।
- === আবিষ্কার ===#
ধনাত্মক বিটা ক্ষয়[সম্পাদনা]
ধনাত্মক বিটা ক্ষয়ে পরমাণুতে নিউক্লিয় সংখ্যা তার পূর্ববর্তি পরমাণুর নিউক্লিয় সংখ্যার চেয়ে এক কম হয়। p → n+(e^+)+v নিউট্রনের ভর প্রোটনের চেয়ে বেশি হওয়ার কারণে এটি ঘটে থাকে।
ঋণাত্মক বিটা ক্ষয়[সম্পাদনা]
ঋণাত্মক বিটা ক্ষয়ের কারণে পরমাণু পারমাণবিক সংখ্যা এক করে বেরে যায়। n→p+(e^-)+v নিউট্রনের ভর প্রোটনের চেয়ে বেশি হওয়ার কারণে এটি ঘটে থাকে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "beta decay"। lbl.gov। ১১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৭। Authors list-এ
|প্রথমাংশ1=
এর|শেষাংশ1=
নেই (সাহায্য) - ↑ Konya, J.; Nagy, N. M. (২০১২)। Nuclear and Radio-chemistry। এলসেভিয়ার। পৃষ্ঠা ৭৪–৭৫। আইএসবিএন 978-0-12-391487-3।