বিজয় ফোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিজয় ফোন একটি বাংলাদেশী ফিক্সড লাইন ফোন অপারেটর। এটি বাংলাদেশের একটি বেসরকারি পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএ) অপারেটর। মে ২০০৮ পর্যন্ত এই অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ছিল ৩,৯৪৮। [১]

ইতিহাস[সম্পাদনা]

বিজয় ফোন বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে ফিক্সড ফোন পরিষেবা প্রদানের জন্য বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স পেয়েছে। [২]

নম্বর স্কিম[সম্পাদনা]

বিজয় ফোন তার গ্রাহকদের জন্য নিম্নলিখিত নম্বর স্কিম ব্যবহার করে থাকে:

+৮৮০ ৬০৫ ন

যেখানে ৮৮০ হল বাংলাদেশের জন্য আন্তর্জাতিক গ্রাহক ডায়ালিং কোড এবং কেবল দেশের বাইরে থেকে ডায়াল করার ক্ষেত্রে এটির প্রয়োজন।

৬০৫ হল বিজয় ফোনের অ্যাক্সেস কোড যা বাংলাদেশ সরকার বরাদ্দ করেছে। স্থানীয় কলের ক্ষেত্রে +৮৮০ পরিবর্তে "০" ব্যবহার করতে হয়, সুতরাং ০৬০৫ হল সাধারণ অ্যাক্সেস কোড।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangladesh Telecommunication Regulatory Commission"। ২০০৮-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৭ 
  2. "Bangladesh Telecommunication Regulatory Commission"। ২০০৬-০৪-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]