বিজয় নাম্বিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিজয় নাম্বিয়ার
২০১৩ সালে বিজয়
জন্ম (1979-04-12) ১২ এপ্রিল ১৯৭৯ (বয়স ৪৫)[১]
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র পরিচালক, কাহিনী লেখক, চিত্রনাট্য লেখক
দাম্পত্য সঙ্গীজুহি বব্বর (বিবাহিত জীবনঃ ২০০৭-২০০৯)
শীতল মেনন (২০১৫ সালে বিয়ে)

বিজয় নাম্বিয়ার হচ্ছেন ভারতের একজন চলচ্চিত্র পরিচালক। বিজয় তার পরিচালিত শর্ট ফিল্ম রাহু অ্যান্ড রিফ্লেকশন্স-এর জন্য বেশি পরিচিত, এটাতে তিনি মালয়ালম চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা মোহনলালকে দিয়ে অভিনয় করিয়েছিলেন।[২] টেলিভিশন চ্যানেল সনি পিক্সে বিজয় 'গেটওয়ে টু হলিউড' নামের একটি প্রতিযোগিতায় জিতেছিলেন, প্রতিযোগিতায় বিচারক ছিলেন অশোক অমৃতরাজ, রজত কাপুর এবং অনুরাগ বসু[৩] বিজয় পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিলো 'শয়তান' (২০১১) এবং এটি ছিলো হিন্দি ভাষার। ২০১৩ সালে তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র মুক্তি পায়, এটির নাম ছিলো ড্যাভিড, এই চলচ্চিত্রটি তামিল ভাষার চলচ্চিত্র; যদিও হিন্দি ভাষাতেও স্বল্প একটু আলাদাভাবে তৈরি করে চলচ্চিত্রটি তৈরি করেছিলেন তিনি।[৪] বিজয় ফারহান আখতার এবং অমিতাভ বচ্চনকে নিয়ে 'ওয়াজির' নামের একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন, এটি ২০১৬ সালে মুক্তি পেয়েছিলো।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bejoy Nambiar"। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "Reflections-Short film-Mohanlal"। ১৫ মে ২০০৮। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫ – YouTube-এর মাধ্যমে। 
  3. "Bejoy is winner of Sony Pix's Gateway"। businessofcinema। ১৪ মে ২০০৮। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫ 
  4. "Shot Cuts: Helping heart"The Hindu। ২৯ এপ্রিল ২০১২। ১২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]