বিক্রম শেঠ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিক্রম শেঠ (২০ জুন ১৯৫২ সালে জন্ম) একজন ভারতীয় ঔপন্যাসিক এবং কবি । তিনি বেশ কয়েকটি উপন্যাসকবিতার বই লিখেছেন। তিনি পদ্মশ্রী, সাহিত্য একাডেমি পুরস্কার, প্রবাসী ভারতীয় সম্মান, ডাব্লুএইচ স্মিথ লিটারারি অ্যাওয়ার্ড এবং ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ডের মতো বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। ম্যাপিংস এবং বিস্টলি টেলসের মতো শেঠের কবিতা সংগ্রহগুলি ভারতীয় ইংরেজি ভাষার কাব্য ক্যাননে উল্লেখযোগ্য অবদান রয়েছে । [১]

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

শেঠের জন্ম ১৯৫২ সালের ২০ জুন কলকাতায় । তাঁর বাবা প্রেম নাথ শেঠ বাটা জুতোর নির্বাহী ছিলেন এবং প্রশিক্ষণ দ্বারা ব্যারিস্টার তাঁর মা লীলা শেঠ দিল্লী হাইকোর্টের প্রথম মহিলা বিচারক এবং ভারতের এক রাজ্য হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হয়েছিলেন । [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Joshi, Rita (১৯৯১)। "In Other Places: An Inner Voice": 55–65। জেস্টোর 23002110 
  2. Angela Atkins (২৬ জুন ২০০২)। Vikram Seth's Suitable Boy: A Reader's Guide। A&C Black। পৃষ্ঠা 7। আইএসবিএন 978-0-8264-5707-3