বিউটি লাচ্ছি ও ফালুদা

স্থানাঙ্ক: ২৩°৪২′৪৭″ উত্তর ৯০°২৪′৪১″ পূর্ব / ২৩.৭১৩০৯২১° উত্তর ৯০.৪১১৪৪০৮° পূর্ব / 23.7130921; 90.4114408
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিউটি লাচ্ছি ও ফালুদা
গঠিত১৫ জুন ১৯২২; ১০১ বছর আগে (1922-06-15)
প্রতিষ্ঠাতাআবদুল আজিজ
প্রতিষ্ঠাস্থান৩০/১ জনসন রোড, ঢাকা
ধরনকনফেকশনারি দোকান
অবস্থান
স্থানাঙ্ক২৩°৪২′৪৭″ উত্তর ৯০°২৪′৪১″ পূর্ব / ২৩.৭১৩০৯২১° উত্তর ৯০.৪১১৪৪০৮° পূর্ব / 23.7130921; 90.4114408
পণ্যsলাচ্ছি, লেমোনেড, ফালুদা, বিরিয়ানি
মালিকমোহাম্মদ মানিক হোসেন ও জাবেদ হোসেন

বিউটি লাচ্ছি ও ফালুদা হলো একটি দোকান। এটি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকায় (বর্তমানে ঢাকা, বাংলাদেশ) ১৫ জুন ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। আবদুল আজিজ লাচ্ছি ও লেবুর শরবত বিক্রির উদ্দেশ্যে এটি খুলেছিলেন।[১]

নাজিরাবাজার শাখায় লাচ্ছি প্রস্তুতকরণ

ইতিহাস[সম্পাদনা]

বিউটি লাচ্ছির প্রতিষ্ঠাতা আবদুল আজিজ।

১৯২২ সালে বিউটি লাচ্ছি ও ফালুদা প্রতিষ্ঠিত হয়।[২] ভারত বিভাজনের পর আবদুল আজিজ প্রতিষ্ঠাতা হিসেবে ঢাকার ৩০/১ জনসন রোডে অস্থায়ী দোকানটি স্থানান্তর করেন।[৩] প্রতিষ্ঠাতার মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ আবদুল গাফফার পরবর্তী মালিক হন। ২০০০ সালে ফালুদা ও পাঁচ বছর পরে আরও কিছু খাবার যুক্ত করা হয়।[৪] মোহাম্মদ আবদুল গাফফারের পর তার দুই ছেলে মোহাম্মদ মানিক হোসেন ও জাবেদ হোসেন মালিক হয়।[৫] কোভিড-১৯ মহামারীর কারণে, বিউটি লাচ্ছি ও ফালুদা ২৬ মার্চ ২০২০ তারিখে বন্ধ হয়ে যায়। এরপর জুন মাসে এটি চালু হলেও গ্রাহকের অভাবে আবার বন্ধ হয়ে যায়। এরপর সেপ্টেম্বরের দিকে পুনরায় খুলে দেওয়া হয়।[৬]

শাখা ও পণ্যসমূহ[সম্পাদনা]

নাজিরাবাজার শাখায় টাঙ্গানো পণ্যের তালিকা (ফেব্রুয়ারি ২০২৩)

জনসন রোডে অবস্থিত এর আসল দোকানের সাথে নাজিরাবাজারলালবাগ থানায় তারা আরও দুটি শাখা খুলেছিলো।[৪][৫] বর্তমানে শুধুমাত্র জনসন রোড ও নাজিরাবাজারের শাখাটি খোলা আছে।[৬]

এটি মিষ্টি লাচ্ছি, লবণাক্ত লাচ্ছি, ফালুদা ও লেবুর শরবত সহ পাঁচটি খাবার[৭] বিক্রি করে। এর লেবুর শরবত হলো দোকানের সবচেয়ে জনপ্রিয় পণ্য, এটি লেবু, বরফ, চিনি ও লবণ দিয়ে তৈরি করা হয়।[২] এর নাজিরাবাজার শাখায় বিরিয়ানি বিক্রি করা হয়ে থাকে।[৪]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "100 years of 'Beauty Lassi'"বিডিনিউজ২৪.কম (ইংরেজি ভাষায়)। ৯ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩ 
  2. "Old Dhaka and Beauty Lassi"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। ১৪ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২১ 
  3. লিপি, সাকিবুন্নাহার (৪ মে ২০২২)। "৩ প্রজন্মের বিউটি লাচ্ছির ১০০ বছর"বিডিনিউজ২৪.কম। ২৮ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩ 
  4. রৌদ্র, আশিফ আহমেদ (১৫ নভেম্বর ২০২১)। "Beauty Lassi: A legacy of taste"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩ 
  5. "৯৫ বছরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী 'বিউটি লাচ্ছি'"কালের কণ্ঠ। ২৬ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩ 
  6. সুদীপ, মেহরাবুল ইসলাম (২৮ আগস্ট ২০২১)। "শতবর্ষেও স্বাদে অটুট বিউটি লাচ্ছি"নিউজবাংলা২৪.কম। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩ 
  7. রাব্বি, আহমেদ হাশেম (৬ জুলাই ২০১৯)। "Walking down the food lane"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৩ 

আরও পড়ুন[সম্পাদনা]