বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Barrah Habil Uddin High School

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা গ্রামে অবস্থিত।  বর্তমানে পদ্মার মূল স্রোত থেকে ২০ মিটার পূর্বে যে কোন মূহুর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে নয়াবাড়ী ইউনিয়নে অবস্থিত একটি মাত্র মাধ্যমিক স্কুল।[১]

ইতিহাস[সম্পাদনা]

প্রতিষ্ঠাকাল ১ জানুয়ারী ১৯৭১ সাল। ঢাকা জেলার দোহার থানাধীন ১নং নয়াবাড়ী ইউনিয়ন একটি জনবহুল এলাকা। এই ইউনিয়নে কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় এলাকার ছাত্র/ছাত্রীদের কমপক্ষে ৫ মাইল দূরে গিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে হতো। ছাত্র/ছাত্রীদের এই দুরবস্থার পরিপ্রেক্ষিতে এলাকার সচেতন নাগরিকগণ বিষয়টি হৃদয়ঙ্গম করায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষিত সমাজের মধ্যে সর্ব জনাব নূর মোহাম্মদ খান, আমিন উদ্দিন চৌধুরী, আবুল কাশেম মুছুল্লী, আব্দুল ওয়াহেদ মিয়া, ডাঃ আমজাদ হোসেন, শ্রী কমল চন্দ্র বিশ্বাস, শহিদ মৃধা প্রমুখ ব্যক্তিবর্গ একযোগে সর্ব জনাব মোঃ সিরাজ বেপারী ও আবুল হাসেম ভূইয়ার মাধ্যমে জনাবা রাহেলা বেগমের ঐকান্তি সহযোগীতায় তার একমাত্র পুত্র জনাব মোঃ বজলুর রহমান ভূইয়ার স্মরানাপন্ন হযে তার নিকট এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবি পেশ করেন। পরবর্তীতে তিনি এলাকার মুরুব্বিদের কথায় সম্মত হয়ে একক অর্থায়নে তার দাদার নামে “বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়টি” প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হন। সেই সুবাদে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়টি ১৯৭১ সনের ১লা জানুয়ারী হতে একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে বিদ্যালয়ের নিজস্ব ভূমির পরিমাণ ৩.৪ একর। [২]

ভবিষৎ পরিকল্পনা[সম্পাদনা]

ভবিষতে স্কুলটি আরও সুন্দর করে সরকারী করণের উদ্যোগ গ্রহণ করা।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২০ 
  2. "পদ্মাপারে খুশির জোয়ার | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-১১-০২ 
  3. "আন্তর্জাতিক নারী দিবসে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত আলোচনা সভা"Priyo Bangla (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-০৯। সংগ্রহের তারিখ ২০২০-১১-০২