বাহুবলী চরিত্রের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাহুবলী (চরিত্র) থেকে পুনর্নির্দেশিত)


চলচ্চিত্র ধারাবাহিকের চরিত্র[সম্পাদনা]

প্রধান চরিত্র[সম্পাদনা]

অমরেন্দ্র বাহুবলী[সম্পাদনা]

অমরেন্দ্র বাহুবলী (এছাড়াও বাহুবলী নামে পরিচিত) হল একটি কাল্পনিক চরিত্র।এই চরিত্রটিকে কেন্দ্র করে দুটি মহাকাব্য ধর্মী চলচ্চিত্র নির্মিত হয়েছে যা বাহুবলী নামে পরিচিত। এই চলচ্চিত্র দুটি লিখেছেন ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি এবং প্রযোজনা করেছে আরকা মিডিয়া ওয়ার্কস। চরিত্রটি নির্মান করেছেন কে. ভি. বিজয়েন্দ্র প্রসাদ এবং এই চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। এই চরিত্রটি প্রথম দেখা যায় দ্যা বিগিনিং চলচ্চিত্রে এবং পড়ে দেখা যায় বাহুবলীর দ্বিতীয় খন্ড দ্যা কনক্লুশন (২০১৭)। অমরেন্দ্র বাহুবলী,মহারাজ বিক্রমদেবের পুত্র মহেশমতিতে(তামিলে মাকিজমতি) জন্মগ্রহণ করেন। তার মা (রাজ্যের রাণী) তার জন্ম দেবার পড় মারা জান। তার কাকীমা শিবগামি তার নাম রাখেন বাহুবলী । তিনি তাকে মায়ের মত করে লালনপালন করেন। [১]।তিনি তার নেতৃত্বের গুণগুলো চিনতে পারেন এবং কালাকেয়া আক্রমণের সম্রাটকে হারানোর প্রতিযোগিতার সফল হওয়ার জন্য তাকে পরবর্তী রাজার ঘোষণা করেন।যদিও ভল্লালদেব কালাকেয়ার রাজা ইনকোসিকে বধ করেন,তবুও বাহুবলীকে তার যুদ্ধে শ্রদ্ধা প্রকাশের জন্য তাকে পরবর্তী রাজার ঘোষণা দেওয়ার হয়।তিনি ভল্লালদেব দ্বারা বিদ্বিষ্ট হন এবং শিবগামি দেবিকে নিপুনভাবে ব্যবহার করে কাট্টাপ্পা দ্বারা বাহুবলীর সাথে বিশ্বাসঘাতকা করার আদেশ করতে ঘুরে দাড়ান তিনি।তিনি একজন বিশ্বস্ত লোক এবং সিংহাসনকে বাঁচানোর প্রতিজ্ঞায় বন্ধিত।তিনি মহেন্দ্র বাহুবলী যার অন্য নাম শিভুদুর পিতা।তিনি তার পিঠে কাট্টাপ্পা দ্বারা ছুরিকাঘাত হয়েছিলেন।তিনি দেবসেনার সাথে বিবাহ করেন।

অন্যান্য প্রধান চরিত্র[সম্পাদনা]

দেবসেনা/থেভাসেনাই[সম্পাদনা]

দেবসেনা হল একটি কাল্পনিক চরিত্র।এই চরিত্রটিকে বাহুবলী স্ত্রী হিসাবে বাহুবলী নামের দুটি মহাকাব্য ধর্মী চলচ্চিত্র দেখা যায়। এই চলচ্চিত্র দুটি লিখেছেন ও পরিচালনা করেছেন এস. এস. রাজামৌলি এবং প্রযোজনা করেছে আরকা মিডিয়া ওয়ার্কস। চরিত্রটি নির্মান করেছেন কে. ভি. বিজয়েন্দ্র প্রসাদ এবং এই চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা শেঠি। এই চরিত্রটি প্রথম দেখা যায় দ্যা বিগিনিং চলচ্চিত্রে এবং পড়ে দেখা যায় বাহুবলীর দ্বিতীয় খন্ড দ্যা কনক্লুশন (২০১৭)। বাহুবলী: দ্য বিগিনিং (২০১৫) ও বাহুবলী: দ্য কনক্লুশন (২০১৭) চলচ্চিত্র দুটিতে দেবসেনা হল কুন্তল রাজ্যের রাজকন্যা বা রাজকুমারী। তিনি যুদ্ধ বিদ্যায় পারদর্শী। এর পড় দেখায় বাহুবলী রাজ্য ভ্রমনে বেড়িয়ে কুন্তল নগরে পৌচ্ছায় এবং সখানে দেবসেনার সঙ্গে তার পরিচয় ও ভালোবাসা হয়।এদিকে রাজমাতা শিবগামী দেবি দেবসেনার কাছে তার রাজ্য দূত পাঠিয়ে তার ছেলে ভল্লায় দেবের সঙ্গে বিবায়ের সম্মতি চায়। কিন্তু দেবসেনা তাতে রাজি না হলে বাহুবলীকে আদেশ দেন যে দেবসেনাকে বন্দি করে মহেশমতি রাজ্য নিয়ে আসতে।এর পড় বাহুবলী দেবসেনাকে নিয়ে মহেশমতি পৌচ্ছায়।সেখানে বাহুবলীর সঙ্গে দেবসেনার বিবাহ সম্পূর্ণ হয়।তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়।যে মাহেন্দ্র বাহুবলী নামে পরিচিত।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]