বিষয়বস্তুতে চলুন

বাহরাইন–বাংলাদেশ সম্পর্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাহরাইন–বাংলাদেশ সম্পর্ক
মানচিত্র Bahrain এবং Bangladesh অবস্থান নির্দেশ করছে

বাহরাইন

বাংলাদেশ

বাহরাইন-বাংলাদেশ সম্পর্ক বলতে বাংলাদেশ এবং বাহরাইন রাষ্ট্রদ্বয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে বোঝানো হয়। মানামায় বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে[] এবং সেখানে রাষ্ট্রদূত হিসেবে মো. রইস হাসান সরোয়ার নিযুক্ত আছেন।[] উভয় দেশই ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য।

শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এলএমআরএ)-এর হিসাব অনুযায়ী, বাহরাইনে বসবাসকারী প্রায় ৭০,০০০ অভিবাসী কর্মী অনথিভুক্ত। এদের বেশিরভাগই বাংলাদেশি কর্মী। যদিও সরকার দাবি করে যে বেসরকারি খাতের শ্রম আইন সকল শ্রমিকের জন্য প্রযোজ্য, তবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং আন্তর্জাতিক এনজিওগুলো উল্লেখ করেছে যে বিদেশি কর্মীরা কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হন। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা পাসপোর্ট আটকে রাখেন, চলাচলে বিধিনিষেধ আরোপ করেন, চুক্তি পরিবর্তন করেন অথবা মজুরি পরিশোধ করেন না।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭৪ সালে, বাহরাইন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের পর দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।[] ২৮ ফেব্রুয়ারি ১৯৮৩ সালে, বাংলাদেশ বাহরাইনে দূতাবাস স্থাপন করে।[]

২০০৭ সালে, বাহরাইনে ৭৪ হাজার বাংলাদেশী কর্মী ছিলেন, যা ছিল দ্বীপরাষ্ট্রটির মোট জনসংখ্যার ১০ শতাংশ।[] ঐ রাজ্যে সীমিত আইনি সুরক্ষার মধ্যে বাংলাদেশী কর্মীরা মানবাধিকার ও শ্রম অধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন।[]

মোসাদ্দেক আলী ফালু বাহরাইনের আমির ঈসা বিন সালমান আল খলিফার সঙ্গে বাহরাইনের রাজপ্রাসাদে সাক্ষাৎ করেন।

মে ২০০৮ সালে, একজন বাংলাদেশীর হাতে একজন বাহরাইনী নাগরিক নিহত হওয়ার পর সেদেশের সংসদ সদস্যরা সকল বাংলাদেশীকে বহিষ্কারের আহ্বান জানান।[] অভিযুক্ত বাংলাদেশী নিহত ব্যক্তির বাবুর্চি হিসেবে কাজ করতেন।[] এর প্রতিক্রিয়ায়, বাহরাইন সরকার সকল বাংলাদেশীর উপর নিষেধাজ্ঞা জারি করে এবং ২০০৬ সালে হত্যার দায়ে দোষী সাব্যস্ত একজন বাংলাদেশীর মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করার উদ্যোগ নেয়।[] বাংলাদেশ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে, প্রবাসী কর্মীদের ভালোভাবে যাচাই-বাছাইয়ের পরিকল্পনা ঘোষণা করে এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানায়।[] বাহরাইন আরও ঘোষণা করে যে, তারা দেশটিতে থাকা এক লক্ষ বাংলাদেশী কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন করবে না।[]

২০১৮ সালে, বাহরাইন বাংলাদেশীদের ভিসা প্রদান বন্ধ করে দেয়।[] ২০২০ সালে, বাহরাইনে কোভিড-১৯ মহামারীর সময় আট হাজার বাংলাদেশী প্রবাসী কর্মী চাকরি হারান।[১০] কোভিড-১৯ মহামারী এবং আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হওয়ার কারণে ১২০০ বাংলাদেশী কর্মী বাংলাদেশে আটকা পড়েন।[১১] সে সময় বাহরাইনে দুই লক্ষেরও বেশি বাংলাদেশী প্রবাসী কর্মী ছিলেন।[১২] মে ২০২০ সালে, বাহরাইন সরকার চল্লিশ হাজারেরও বেশি অনথিভুক্ত বাংলাদেশী অভিবাসীকে বৈধ কাগজপত্র প্রদানের পদক্ষেপ গ্রহণ করে।[১২] মে ২০২১ সালে, কোভিড-১৯ মহামারীর সময় বাংলাদেশকে "লাল তালিকা"-ভুক্ত করায় বাহরাইন সে দেশ থেকে যাত্রী আগমন বন্ধ করে দেয়।[১৩]

জুন ২০২২ সালে, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম ঘোষণা করেন যে, চার বছরের বিরতির পর বাহরাইন আবার বাংলাদেশীদের ভিসা প্রদান শুরু করবে[] এবং বাহরাইনও বাংলাদেশে আব্দুর রহমান মোহাম্মদ আলগাউদকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।[১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দূতাবাস, মানামা"manama.mofa.gov.bd। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩
  2. "Newly Appointed Bangladesh Ambassador to Bahrain Presents Credentials to Bahraini FM"dazzlingdawn.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৫
  3. "২০১৯ সালের মানবাধিকার চর্চা সংক্রান্ত দেশীয় প্রতিবেদন: বাহরাইন"যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩
  4. 1 2 "বাংলাদেশ দূতাবাস"bahrainbh.com। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩
  5. আব্বাস (১৭ নভেম্বর ২০০৭)। "বাংলাদেশি কর্মী ও বাহরাইন: দুই দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ—ব্যবসা ও মানবাধিকার"BCHR (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩
  6. "একটি উন্নত জীবনযাপনের জন্য"Human Rights Watch (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১২।
  7. 1 2 3 4 "বাহরাইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বাংলাদেশি নির্বাহিত হবেন"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৩১ মে ২০০৮। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩
  8. "বাহরাইনে বাংলাদেশি শ্রমিকদের ওপর অনিশ্চয়তার ছায়া"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৯ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩
  9. 1 2 "৪ বছর পর বাংলাদেশীদের জন্য ভিসা প্রদান পুনরায় শুরু করবে বাহরাইন"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১২ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩
  10. মাহমুদ, জামিল (১৬ মে ২০২০)। "বাহরাইনের শ্রমবাজার: লকডাউনে ৮,০০০ প্রবাসীর চাকরি হারানো"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩
  11. মাহমুদ, জামিল (১১ নভেম্বর ২০২০)। "বাহরাইনফেরত: ১,২০০ জনের ভিসার মেয়াদ শেষ হয়ে আটকে পড়া"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩
  12. 1 2 "বাহরাইনে বৈধ হওয়ার সুযোগ পেতে পারেন ৪০,০০০ এরও বেশি বাংলাদেশী"নিউ এজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩
  13. "বাংলাদেশসহ অন্যান্য 'রেড লিস্ট' দেশের প্রবেশ স্থগিত করলো বাহরাইন"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৪ মে ২০২১। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩
  14. "পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ৪ এপ্রিল ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]