বাহরাইনের গভর্নরেটসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাহরাইনের গভর্নরেট
محافظات البحرين (আরবি)
শ্রেণিএককেন্দ্রীক রাষ্ট্র
অবস্থানবাহরাইন রাজ্য
সংখ্যা৪টি
জনসংখ্যা১০১,৪৫৬ (দক্ষিণাঞ্চলীয় গভর্নরেট) – ৩২৯,৫১০ (রাজধানী গভর্নরেট)
আয়তন৯৮ কিমি (৩৮ মা) (রাজধানী গভর্নরেট) – ১,১৩০ কিমি (৪৩৮ মা) (দক্ষিণাঞ্চলীয় গভর্নরেট)
সরকার

বাহরাইন চারটি গভর্নরেটে বিভক্ত। এগুলো হলো: রাজধানী, উত্তরাঞ্চলীয়, দক্ষিণাঞ্চলীয় এবং মুহাররাক। ২০১৪ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় গভর্নরেট বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত দেশটিতে পাঁচটি গভর্নরেট ছিল।[১]

প্রতিটি প্রশাসনিক অঞ্চল প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত একজন গভর্নর দ্বারা পরিচালিত হয়। অঞ্চলগুলোর একটি করে নিজস্ব পৌর-কাউন্সিল রয়েছে, যার সদস্যগণ পৃথক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পরে বাহরাইনে প্রথম পৌর নির্বাচন ২০০২ সালে বাহরাইনের সাধারণ নির্বাচনের সাথে একত্রে অনুষ্ঠিত হয়েছিল।[২] আর, সর্বশেষ পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে আয়োজিত সাধারণ নির্বাচনের সাথে।

ইতিহাস[সম্পাদনা]

বাহরাইনের প্রথম পৌরসভার নাম মানামা পৌরসভা, যা ১৯১৯ সালের জুলাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।[৩] ১৯ সদস্য বিশিষ্ট এই পৌরসভাটির সদস্যরা এক বছরের জন্য নির্বাচিত হত। এটিকেই আরব বিশ্বে প্রতিষ্ঠিত প্রথম পৌরসভা হিসেবে গণ্য করা হয়।[৩] পৌরসভার দায়িত্ব ছিল রাস্তা পরিষ্কার করা এবং ভাড়াটে এবং দোকানগুলোকে বাড়ি ভাড়া দেওয়া। স্থানীয় কাউন্সিলের অর্ধেক আসন পূরণের জন্য প্রথম পৌরসভা নির্বাচন ১৯২৬ সালে অনুষ্ঠিত হয়েছিল।[৪] ১৯২৯ সালের মধ্যে এটি রাস্তা সম্প্রসারণের পাশাপাশি বাজার ও কসাইখানা নির্মাণের কাজও শুরু করে।[৩]

১৯৫৮ সালে পৌরসভাটি পানি পরিশোধন প্রকল্প শুরু করে।[৩] ১৯৬০ সালে বাহরাইনে আরো তিনটি পৌরসভা গঠিত হয়। ফলে মোট পৌরসভা হয় চারটি: মানামা, আল হিদ, আল মুহরাক এবং রিফা[৫] পরবর্তী ৩০ বছরের মধ্যে হামাদ টাউনইসা টাউন সহ বিভিন্ন স্থানে জনবসতি বৃদ্ধি পায় এবং এর ফলে উক্ত চারটি পৌরসভাকে মোট ১২টি পৌরসভায় বিভক্ত করা হয়।[৫] এই পৌরসভাগুলো একটি কেন্দ্রীয় পৌর কাউন্সিলের অধীনে পরিচালিত হত। মানামায় অবস্থিত এই কাউন্সিলের সদস্যরা দেশটির রাজা কর্তৃক নিযুক্ত হত।[৬]

২২ সেপ্টেম্বর ২০১৪ সাল থেকে বাহরাইন মোট চারটি গভর্নরেটে বিভক্ত। এগুলো হলো:

মানচিত্র গভর্নরেট জনসংখ্যা (২০১০) আয়তন (কিমি) জনসংখ্যার

ঘনত্ব

নির্বাচনী এলাকা (২০০২-২০১৪)
হলুদ রাজধানী গভর্নরেট ৩,২৯,৫১০ ৬৮ ৪,৮৪৫.৭
সোনালি মুহাররাক গভর্নরেট ১,৮৯,১১৪ ৫৭ ৩,৩১৭.৭
হালকা নীল উত্তরাঞ্চলীয় গভর্নরেট ২,৭৬,৯৪৯ ১৭৫ ১,৫৮২.৫
গোলাপী দক্ষিণাঞ্চলীয় গভর্নরেট ১,০১,৪৫৬ ৪৮০ ২১১.৩

নির্বাচনী এলাকা[সম্পাদনা]

প্রতিনিধি সভার নির্বাচনের জন্য প্রতিটি গভর্নরেটেকে একটি নির্দিষ্ট সংখ্যক নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়। এই এলাকগুলোকে অঞ্চল ১, অঞ্চল ২ ইত্যাদি নামে তালিকাভুক্ত করা হয়। প্রতি চার বছর পর পর এসব অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রতিটি আসন থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হন। প্রতিনিধি সভার সর্বশেষ নির্বাচনটি ছিল ২০১৮ বাহরাইনি সাধারণ নির্বাচন। এ নির্বাচনে শুধুমাত্র বাহরাইনি নাগরিকরাই প্রার্থী হতে এবং ভোট দিতে পারে।

গভর্নরেট জনসংখ্যা
(২০১০)
নাগরিক নয়
(২০১০)
নাগরিক
(২০১০)
বিভাগ
(২০১৮)
রাজধানী গভর্নরেট ৩,২৯,৫১০ ২,৬১,৯২১ ৬৭,৫৮৯ ১০
মুহাররাক গভর্নরেট ১,৮৯,১১৪ ৮৬,৮৭০ ১,০২,২৪৪
উত্তরাঞ্চলীয় গভর্নরেট ২,৭৬,৯৪৯ ৮২,৮৮৭ ১,৯৪,০৬২ ১২
দক্ষিণাঞ্চলীয় গভর্নরেট ১,০১,৪৫৬ ৬৮,৫২৫ ৩২,৯৩১ ১০
অন্যান্য ১১,২৩৭ ১১,২৩৭
বাহরাইন মোট ১২,৩৪,৫৭১ ৬,৬৬,১৭২ ৫,৬৮,৩৯৯ ৪০

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Central Governorate dissolved"। The Gulf Daily News। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Three Polls, Three Different Approaches"। The Estimate। ১৭ মে ২০০২। ৩ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১২ 
  3. "History of Municipalities"। Ministry of Municipalities Affairs and Urban Planning – Kingdom of Bahrain। ১৩ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১২ 
  4. Jane Kinninmont (28 February 2011). "Bahrain's Re-Reform Movement". Foreign Affairs. Retrieved 21 July 2012.
  5. "Governorates of Bahrain"। Statoids। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১২ 
  6. "Bahrain Government"। Permanent Mission of the Kingdom of Bahrain to the United Nations। ৩ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:বাহরাইনের গভর্নরেট