বালী ভগত
অবয়ব
বালী ভগত জম্মু ও কাশ্মীরের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি রায়পুর -ডোমানা নির্বাচনী এলাকা থেকে প্রাক্তন বিধানসভার সদস্য এবং জম্মু ও কাশ্মীর সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বিজেপির সদস্য।
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯৬ সালে, তিনি জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার (বর্তমানে রামবান) রামবান বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। তিনি ৯ মাস বিজেপি-পিডিপি জোট সরকারের বন, সমাজকল্যাণ, পরিবেশ ও পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এপ্রিল ২০১৬ থেকে এপ্রিল ২০১৮ পর্যন্ত বিজেপি-পিডিপি জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি জম্মু বিভাগে হাড় ও জয়েন্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৪০ বছরের ব্যবধানে জম্মু বিভাগে সরকারি আয়ুর্বেদিক কলেজ পুনঃপ্রতিষ্ঠার কৃতিত্ব তার।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Election results"। Election Commission of India, New Delhi।