বালিয়াপাড়া পশু হাট
| বালিয়াপাড়া আলামপুর-বালিয়াপাড়া | |
|---|---|
| পশু হাট | |
| খুলনা বিভাগের মানচিত্রে বালিয়াপাড়া পশু হাট | |
| স্থানাঙ্ক: ২৩°৪৯′২৮″ উত্তর ৮৯°০৬′২৪″ পূর্ব / ২৩.৮২৪৪৯৮° উত্তর ৮৯.১০৬৮০৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | খুলনা |
| জেলা | কুষ্টিয়া |
| উপজেলা | কুষ্টিয়া সদর |
| ইউনিয়ন | কাঞ্চনপুর |
বালিয়াপাড়া পশু হাট[১] বা বালিয়াপাড়া হাট কুষ্টিয়া জেলার কাঞ্চনপুর ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থায়ী গবাদিপশুর হাট।[২] এটি আলামপুর-বালিয়াপাড়া পশু হাট নামেও পরিচিত এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় গবাদিপশুর হাট।[৩][৪] ছোট আকৃতির গরুর জন্য এই হাটের খ্যাতি রয়েছে এবং প্রতি বছরই এই ধরনের গরুর চাহিদা বেশি থাকে।[৫]
সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই হাটের ইজারা দরপত্র বিজ্ঞপ্তি হয়। ২০২৫ সালে এই হাটের সরকারি মূল্য ৳৩,৩৯,৯০,৬৬৭ (তিন কোটি ঊনচল্লিশ লক্ষ ছয়শো সাতষট্টি টাকা) এবং দরপত্রের মূল্য ৳৬৮,৬০০ (আটষট্টি হাজার ছয়শ টাকা) নির্ধারণ করে ৯ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।[৬] এটি ঈদুল আযহার সময় একাধারে কয়েকদিন স্থায়ী হয় এবং অন্যান্য সময় প্রতি সপ্তাহে শনিবারে বসে।[৭][৮] ঈদুল আযহার সময় হাটটি জমজমাট হয়ে ওঠে এবং গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলে।[৯]

এই পশু হাটটি কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়ায় কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত। কুষ্টিয়ার মজমপুর গেট থেকে এর দুরত্ব প্রায় ১১ কিমি (৬.৮ মা)। এর পশ্চিম পাশে খুবই নিকটে আলামপুর বাজার অবস্থিত। প্রায় আট বিঘা জমির উপর এই হাটের বিস্তৃতি ঘটে।[১০]
কুষ্টিয়া অঞ্চল দেশের পশুর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশীয় পদ্ধতিতে গরু-ছাগল পালনের জন্য কুষ্টিয়া জেলার খ্যাতি রয়েছে। স্থানীয় হাট-বাজার থেকে ব্যাপারীরা গরু ক্রয় করে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। জেলায় অনেকগুলো ছোট-বড় গবাদিপশু হাট থাকলেও এই বালিয়াপাড়ার হাটটি সবচেয়ে বড় ও জনপ্রিয়। কুষ্টিয়াসহ আশেপাশের জেলার বিভিন্ন স্থান থেকে খামারিরা এখানে গবাদিপশু বিক্রি করার জন্য নিয়ে আসে।[৯][১০][১১] হাটে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম রয়েছে।[৫]
| বিভিন্ন বছরে হাটের ইজারা মূল্য | ||||
|---|---|---|---|---|
| বছর | বিজ্ঞপ্তির তারিখ | সরকারি মূল্য (টাকা) | দরপত্রের মূল (টাকা) | সূত্র |
| ২০২৫ | ৯ ফেব্রুয়ারি | ৩,৩৯,৯০,৬৬৭ | ৬৮,৬০০ | [৬] |
| ২০২৪ | ১২ ফেব্রুয়ারি | ২,৭৮,৪৬,৯০৭ | ৫৬,৪০০ | [১২] |
| ২০২৩ | - | - | - | |
| ২০২২ | - | - | - | |
| ২০২১ | ১৮ ফেব্রুয়ারি | ১,৭৬,৮২,৫৬৭ | ৩৬,০০০ | [১৩] |
| ২০২০ | ৯ ফেব্রুয়ারি | ১,৮৫,৮৩,৫৬৭ | ৩৭,৮০০ | [১৪] |
| ২০১৯ | ১২ ফেব্রুয়ারি | ১,৬৫,৫০,১৩৩ | ৩৩,৮০০ | [১৫] |
| ২০১৮ | ৫ ফেব্রুয়ারি | ১,৪৮,২৮,৩৬৮ | ৩০,৪০০ | [১৬] |
| ২০১৭ | ৭ ফেব্রুয়ারি | ১,০০,৩২,০০০ | ২০,৮০০ | [১৭] |
- সরকারি অর্থায়নে নির্মাণাধীন মার্কেট ভবন
- পশুর ওজন পরিমাপের স্থান
- পাবলিক টয়লেট
- হাটে প্রবেশের উত্তর পাশের রাস্তা
- হাটের মাঝ বরাবরের রাস্তা
- ধরন অনুযায়ী আবর্জনা ফেলার স্থান
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "হাট বাজার"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। কুষ্টিয়া জেলা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "আলামপুর-বালিয়াপাড়া পশুহাট"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "বিক্রি নেই বড় হাট আলামপুরে, খামারি-ব্যবসায়ীদের দুশ্চিন্তা"। জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩১ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ এএইচএম আরিফ (২৬ মে ২০২৫)। "কুষ্টিয়ার আলামপুর পশুরহাটে ক্রেতা কম"। আলোকিত বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫।
- 1 2 "জমজমাট হয়ে উঠছে কুষ্টিয়ার পশুর হাট"। বণিক বার্তা। ১৩ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।
- 1 2 "বাংলা ১৪৩২ সনের হাট-বাজার ইজারা দরপত্র বিজ্ঞপ্তি" (পিডিএফ)। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর। ৯ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ আল মামুন সাগর (২৪ মে ২০২৫)। "ক্রেতা নেই আলামপুর পশু হাটে, খরচ ওঠানোর দুশ্চিন্তায় খামারিরা"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "কুষ্টিয়ার পশু হাটে ছোট গরুর কদর বেশি"। উত্তরাধিকার ৭১ নিউজ। ১৯ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫।
- 1 2 এস এম রাশেদ (২১ মে ২০২৩)। "কুষ্টিয়ায় জমে উঠেছে পশু বেচাকেনা"। সময় সংবাদ। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫।
- 1 2 "কুষ্টিয়ায় জমে উঠেছে পশুরহাট"। রাইজিংবিডি। ২১ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৫।
- ↑ "কুষ্টিয়ায় পশুর হাটে হাজারও মানুষের ভিড়"। যুগান্তর। ১২ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "বাংলা ১৪৩১ সনের হাট-বাজার ইজারা দরপত্র বিজ্ঞপ্তি" (পিডিএফ)। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর। ১২ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "বাংলা ১৪২৮ সনের হাট-বাজার ইজারা দরপত্র বিজ্ঞপ্তি" (পিডিএফ)। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর। ১৮ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "হাট-বাজার ইজারা দরপত্র বিজ্ঞপ্তি" (পিডিএফ)। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর। ৯ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "হাট-বাজার ইজারা দরপত্র বিজ্ঞপ্তি" (পিডিএফ)। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর। ১২ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "হাট-বাজার ইজারা দরপত্র বিজ্ঞপ্তি" (পিডিএফ)। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর। ৫ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি" (পিডিএফ)। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর। ৭ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে বালিয়াপাড়া পশু হাট সম্পর্কিত মিডিয়া দেখুন।