বার্দি বেগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বার্দি বেগ
Facial Chronicle - b.08, p.196 - Murder of Berdi Beg.jpg
বার্দি বেগ হত্যাকাণ্ড
গোল্ডেন হোর্ডের খান
ওয়েস্টার্ন হাফ (ব্লু হোর্ড)
রাজত্ব১৩৫৭–১৩৫৯
পূর্বসূরিজানি বেগ
উত্তরসূরিকুলপা
জন্মআনুমানিক ১৩১০
মৃত্যুআগস্ট ১৩৫৯
বংশধরতুলুন বেগ খানুম
সাম্রাজ্যবোরজিগিন
ধর্মইসলাম

বার্দি বেগ (বা বার্দিবেক ) ১৩৫৭ সাল থেকে ১৩৯৯ অবধি গোল্ডেন হোর্ডের খান ছিলেন। তিনি তার পিতা জানি বেগের স্থলাভিষিক্ত হন এবং সম্ভবত বার্দি বেগই তার পিতার বিষক্রিয়ায় মৃত্যুর কারণ ছিলেন।

তার রাজত্বকে অশান্তি ও রাজনৈতিক হত্যার সময় হিসেবে চিহ্নিত হয়েছিল এবং ১৩৫৯ সালে তিনি তার ভাই কুলপা দ্বারা হত্যাণ্ডের শিকার হয়েছিল। এর পরে গোল্ডেন হোর্ড আলাদা হয়ে যায়।

তার এক কন্যা ছিল, তুলুন বেগ খানুম, যিনি মামাইয়ের স্ত্রী ছিলেন।

বংশপরিচয়[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  • ডেভিড মরগান, দ্য মঙ্গোলস
পূর্বসূরী
জানি বেগ
গোল্ডেন হোর্ডের খান
১৩৫৭–১৩৫৯
উত্তরসূরী
কুলপা