বিষয়বস্তুতে চলুন

বারখাহ্

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বারখাহ্ বা ব্রছ হলো ইহুদিধর্মে আশীর্বাদ বা ধন্যবাদ জ্ঞাপনের সূত্র, যা প্রকাশ্যে বা ব্যক্তিগতভাবে পাঠ করা হয়, সাধারণত কোনও আদেশ পালনের আগে, বা খাবার বা সুবাস উপভোগ করার আগে এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রশংসা করে।

বারখাহ্ এর কাজ হলো ঈশ্বরকে সকল আশীর্বাদের উৎস হিসেবে স্বীকার করা।[] এটি নির্ভরতার ঘোষণা এবং ঈশ্বর ও তাঁর উপহারের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ উভয়ই হতে পারে। বারখাহোত এর শিক্ষামূলক কাজ রয়েছে যা বিভিন্ন দৈনন্দিন ক্রিয়াকলাপ এবং ঘটনাকে সর্বদা ঈশ্বরের সচেতনতা বৃদ্ধির জন্য নকশা করা ধর্মীয় অভিজ্ঞতায় রূপান্তরিত করে। এই উদ্দেশ্যে, তালমুদীয় ঋষিরব্বী মীর, ঘোষণা করেন যে প্রত্যেক ইহুদির কর্তব্য হলো প্রতিদিন একশত বারখোত পাঠ করা।[]

প্রবচন বেরখোতের মিশনাহ্উভয় তালমুদে গেমরহ্ এ বেরখোতের বিশদ রব্বিনীয় আলোচনা রয়েছে, যার উপর আশীর্বাদ পাঠের আইন ও অনুশীলন প্রতিষ্ঠিত হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sefer Hachinuch Chap. 430
  2. Menachot 43b
  3. "Benedictions"। Encyclopaedia Judaica। Gale। ২০০৭। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]