বাবা আদম মসজিদ

স্থানাঙ্ক: ২৩°৩৩′২৩″ উত্তর ৯০°২৯′৪৭″ পূর্ব / ২৩.৫৫৬৪৩১° উত্তর ৯০.৪৯৬৩৫০° পূর্ব / 23.556431; 90.496350
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাবা আদম শহীদ মসজিদ থেকে পুনর্নির্দেশিত)
বাবা আদম মসজিদ
স্থানাঙ্ক: ২৩°৩৩′২৩″ উত্তর ৯০°২৯′৪৭″ পূর্ব / ২৩.৫৫৬৪৩১° উত্তর ৯০.৪৯৬৩৫০° পূর্ব / 23.556431; 90.496350
অবস্থান মুন্সীগঞ্জ, ঢাকা
প্রতিষ্ঠিত ১৪৮৩
স্থাপত্য তথ্য
ধরন ইসলামি ঐতিহ্য

ওয়েবসাইট: হযরত বাবা আদম শহীদ (র.) এর মসজিদ

বাবা আদম মসজিদ (আরবি: مسجد بابا آدم) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ, যা ১৪৮৩ সালে নির্মিত। মালিক কাফুর কর্তৃক জামে মসজিদ হিসেবে মসজিদটি নির্মিত হয়।[১] এ মসজিদে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। মসজিদের চত্বরে বাবা আদম শহীদের মাজার অবস্থিত।[২] ১৯৪৮ খ্রিষ্টাব্দ থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ স্থাপনার তত্ত্বাবধান করছে।

অবস্থান[সম্পাদনা]

বাবা আদম শহীদ মসজিদটি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার দরগাবাড়ি গ্রামে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

বাবা আদম স্থানীয় অত্যাচারী হিন্দু রাজাদের যুদ্ধে শহীদ হোন। ১৪৪৯ খ্রিষ্টাব্দে বিক্রমপুরের শাসক মহান মালিক কাফুরশাহ বাবা আদমের নামে একটি চমৎকার মসজিদ নির্মাণ করেন।[৩]

বিবরণ[সম্পাদনা]

এ মসজিদের ছাদে ৬টি গম্বুজ রয়েছে। উত্তর-দক্ষিণে বিস্তারিত ভিত্তি এলাকা দৈর্ঘ্যে ৪৩ ফুট এবং প্রস্থে ৩৬ ফুট। এর দেয়াল ইটে নির্মিত যা প্রায় ৪ ফুট প্রশস্থ। ইটের আকার ১০ ইঞ্চি, ৭ ইঞ্চি, ৬ ইঞ্চি ও ৫ ইঞ্চি। এগুলো লাল পোড়ামাটির ইট। সম্মুখভাগে তিনটি খিলানাকৃতির প্রবেশ পথ রয়েছে যার মাঝেরটি বর্তমানে ব্যবহৃত হয়। অভ্যন্তরভাগে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে আর পূর্ব দেয়ালে রয়েছে আরবি লিপিতে উৎকীর্ণ একটি শিলাফলক। [৪]

রক্ষণাবেক্ষণ[সম্পাদনা]

ভারতবর্ষ প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ ১৯০৯ সালে একবার এ মসজিদটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ নেয়। কিন্তু এরপর আর কোনো কাজ হয়নি। ১৯৯১ সালে লোহার সীমানা বেড়া দেয় বাংলাদেশ প্রত্নতত্ত অধিদপ্তর[৪]

জনপ্রিয় মাধ্যমে উপস্থাপনা[সম্পাদনা]

১৯৯১ সালে বাংলাদেশ ডাক বিভাগ বাবা আদম মসজিদের ছবি সংবলিত একটি ডাকটিকিট প্রকাশ করেছে।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Islamic heritage of Bengal। Michell, George., Unesco.। Paris: Unesco। ১৯৮৪। আইএসবিএন 9231021745ওসিএলসি 11631329 
  2. "মুন্সীগঞ্জের প্রাচীন মসজিদ"। ১২ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১২ 
  3. Ahmed, Abu Sayeed M. (২০০৬)। Mosque architecture in Bangladesh। Hossain, Syed Zakir, 1968-। Dhaka: UNESCO Dhaka। আইএসবিএন 9843234693ওসিএলসি 232358372 
  4. তানভীর হাসান (অক্টোবর ১০, ২০১৪)। "বাবা আদম মসজিদ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]