বান্দরবান সরকারি কলেজ
বান্দরবান সরকারি কলেজ | |
---|---|
![]() | |
ঠিকানা | |
![]() | |
কলেজ রোড, বান্দরবান বান্দরবান সদর উপজেলা , | |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৫ খ্রিস্টাব্দ |
প্রতিষ্ঠাতা | বোমাং রাজা মং শৈপ্রু চৌধুরী |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় জেলা | বান্দরবান জেলা |
বিদ্যালয় কোড |
|
অধ্যক্ষ | প্রফেসর মোঃ মাকছুদুল আমিন |
অনুষদ |
|
শ্রেণী |
|
শিক্ষার্থী সংখ্যা | ৮২৯৪ জন |
ভাষার মাধ্যম | বাংলা |
শিক্ষায়তন | ১ একর |
ক্যাম্পাসের ধরন | শহর |
রঙ | সাদা এবংকালো |
অন্তর্ভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
শিক্ষা বোর্ড | চট্টগ্রাম শিক্ষা বোর্ড |
ফোন নং | ০২৩৩৩৩০২০২১[১] |
ওয়েবসাইট | bandarbangovtcollege |
বান্দরবান সরকারি কলেজ বাংলাদেশের বান্দরবান জেলার একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাকৃতিক পরিবেশ কলেজটির অন্যতম বৈশিষ্ট্য। পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক নয়নমুগ্ধ পরিবেশে একাডেমিক ও প্রশাসনিক ভবনের দৃষ্টিনন্দন স্থাপত্য সৌন্দর্যে গড়ে উঠেছে কলেজের সুদৃশ্য ক্যাম্পাসগুলো।[২][১]
অবস্থান[সম্পাদনা]
কলেজটি বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার নোয়াপাড়া রোডের পাশে অবস্থিত।[১]
ইতিহাস[সম্পাদনা]
১৯৭৫ সালে কলেজটি প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৮০ সালের মার্চে কলেজটিকে জাতীয়করণ করা হয়। উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠালাভের পর পরবর্তীতে স্নাতক (কলা), ১৯৯৬ সালে স্নাতক (ব্যবসায় শিক্ষা) এবং ১৯৯৮ সালে স্নাতক (বিজ্ঞান) কোর্স চালুর মাধ্যমে কলেজটি পূর্ণাঙ্গ ডিগ্রী কলেজের মর্যাদা লাভ করে। শিক্ষার সম্প্রসারণে এ কলেজে ২০০১ সালে ৩টি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয় এবং ২০১৩-১৪ সালে আরও ২টি বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন দেওয়া হয়। বর্তমানে ব্যবস্থাপনা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ইতিহাস, ইংরেজি ও বাংলা বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।
ব্যবস্থাপনা[সম্পাদনা]
কলেজ পরিচালনার জন্য একটি গভর্নিং বডি রয়েছে।[১]
শিক্ষকবৃন্দ[সম্পাদনা]
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাকছুদুল আমিন এবং উপাধ্যক্ষ প্রফেসর নূরুল আবছার চৌধুরি। এছাড়াও আরও শিক্ষক - শিক্ষিকা কর্মরত আছেন।[১]
অবকাঠামো[সম্পাদনা]
কলেজটিতে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানভবন, ছাত্রাবাস, মসজিদ, শহীদ মিনার, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, অডিটরিয়াম ও খেলার মাঠ রয়েছে। এছাড়াও কলেজে একটি কম্পিউটার ল্যাবও রয়েছে।[১]
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষার পাশাপাশি, অনার্স ও ডিগ্রি পর্যায়েও পাঠদান করা হয়ে থাকে।[৩][১]
অনুষদসমূহ[সম্পাদনা]
- বিজ্ঞান
- ব্যবসায়
- মানবিক
- স্নাতক(পাস)
- স্নাতক(সম্মান)
- ব্যবস্থাপনা
- অর্থনীতি
- রাষ্ট্রবিজ্ঞান ও
- হিসাববিজ্ঞান
- ইংরেজি
- বাংলা
সুযোগ-সুবিধাসমূহ[সম্পাদনা]
- ইবাদতখানা:
কলেজের মূল ভবনের পাশে একটি ইবাদতখানা আছে। ইবাদতখানায় নিয়মিত নামাজ পরিচালনার জন্য ইমাম ও মোয়াজ্জিন রয়েছে। ছাত্রীদের নামাজ রুমও আছে ।
- মিলনায়তন:
কলেজে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক পৃথক মিলনায়তন রয়েছে। ছাত্র ও ছাত্রীদের মিলনায়তনে অভ্যন্তরীণ খেলাধূলার ব্যবস্থা ও পত্র-পত্রিকা রয়েছে।
- রোভার স্কাউট:
কলেজে রোভার স্কাউটের কার্যক্রম চালু রয়েছে। আগ্রহী ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে নিজেরা সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে পারে।
- বৃত্তি ও ফ্রি স্টুডেন্টশীপ:
কলেজের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী বোর্ড/বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে মেধানুসারে সরকারি বৃত্তি পেয়ে থাকে। এছাড়াও মেধা, আর্থিক অবস্থা, পাঠোন্নতি, সদাচার ইত্যাদি বিবেচনা করে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রীকে কলেজ থেকে বৃত্তি প্রদানের ব্যবস্থা আছে। ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন ব্যাংক, জেলা পরিষদ, বৌদ্ধ ছাত্র সংসদ এবং বাণী-আর্চনা সংসদ বৃত্তি প্রদান করা হয়ে থাকে।[৪][৫]
ফলাফল ও কৃতিত্ব[সম্পাদনা]
কলেজের বর্তমান পাশের হার ৫৪%। শিক্ষার ক্ষেত্রে বান্দরবান সরকারি কলেজের প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরুপ অত্র কলেজ জেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ কলেজের গৌরব অর্জন করে।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "Bandarban Govt. College"। bandarbangovtcollege.edu.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন"। ১৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮।
- ↑ "Bandarban Govt College"। nubd.info। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৩।
- ↑ "সুযোগ সুবিধা"। bandarbangovtcollege.edu.bd। ৯ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮।
- ↑ "নিয়ম নীতি"। bandarbangovtcollege.edu.bd। ১৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮।